শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

সেকশন

 

ভৈরবে শুরু হলো তিন দিনব্যাপী পিঠা উৎসব

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ০৮:৪৭

আজ থেকে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ‘৫ম ভৈরব পিঠা উৎসব-১৪২৯ ’। ছবি: সংগৃহীত আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘৫ম ভৈরব পিঠা উৎসব-১৪২৯ ’। আজ বৃহস্পতিবার থেকে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজারের রাজকাচারী প্রাঙ্গণে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই উৎসব।

উৎসবের ৫ম বছর উপলক্ষে এরই মধ্যে শহরের রাস্তাঘাট থেকে গুরুত্বপূর্ণ স্থাপনা সব জায়গায় শোভা পাচ্ছে নানা রংয়ের পোস্টার, ফেস্টুন। বাঙালি কৃষ্টি ও লোকজ ঐতিহ্যের স্মারক বাহারি পিঠা প্রদর্শন, ক্রয়, বিক্রয় ও ভোজনুৎসবের পাশাপাশি উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে।

উৎসবের উল্লেখযোগ্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে আরও রয়েছে—পুঁথি পাঠের আসর, ‘পিঠা উৎসব উদযাপন পরিষদের পরিবেশনা ও জনি আলমের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘খ্যাতির বিড়ম্বনা’ নাটকের মঞ্চায়। সমাপনী দিনে রয়েছে ব্যান্ড দল সহজিয়ার সংগীত পরিবেশনা।

আজ থেকে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ‘৫ম ভৈরব পিঠা উৎসব-১৪২৯ ’। ছবি: সংগৃহীত ‘পিঠা উৎসব উদযাপন পরিষদ, ভৈরব’–এর সভাপতি ইমরান হোসাইন বলেন, ‘হাজার বছরের বাঙালি সংস্কৃতির উত্তরাধিকার হিসেবে পিঠাপুলির অনুসর্গ পুরোনো। প্রযুক্তির উৎকর্ষতায় বর্তমানে কিছুটা ম্লান হলেও পিঠার স্বাদ গ্রহণ ও জনসমক্ষে বিশেষত নতুন প্রজন্মকে পিঠা পরিচিত করে তুলতে শহরে-নগরে পিঠা উৎসবের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় বাণিজ্য নগরী ভৈরবে গত চার বছর যাবৎ অত্যন্ত জাঁকজমকপূর্ণ পিঠা উৎসব আয়োজিত হচ্ছে।’

‘পিঠা উৎসব উদ্যাপন পরিষদ, ভৈরব’–এর সাধারণ সম্পাদক আল আমিন নাজির বলেন, ‘সর্বস্তরের মানুষকে উৎসব মুখর ভাবে আমাদের ঐতিহ্যের স্মারক পিঠার সঙ্গে বন্ধন তৈরি করানো এবং আমাদের কৃষ্টিকে পরিচর্যার করার ব্রত নিয়ে ২০১৮ সাল থেকে আমরা পিঠা উৎসব করছি। আমাদের কৃষ্টির সঙ্গে নগর মানুষের সেতুবন্ধন তৈরি হোক পিঠা উৎসবের মাধ্যমে—এটাই প্রত্যাশা।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     

    দীপ্ত টিভির কর্মকর্তা হত্যা মামলায় ৫ জন গ্রেপ্তার

    রাজধানীর মোহাম্মদপুরে ছুরিকাঘাতে নৈশপ্রহরীকে খুন

    টাঙ্গাইলে কাভার্ড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    এলিফ্যান্ট রোডে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

    সাগর-রুনি ও ত্বকী হত্যার তদন্ত পুনরায় শুরু হয়েছে: আইজিপি

    হত্যা মামলায় কমোডর মনিরুল ৩ দিনের রিমান্ডে

    দীপ্ত টিভির কর্মকর্তা হত্যা মামলায় ৫ জন গ্রেপ্তার

    বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৫৫ জনের চাকরি

    মদ খেয়ে মন্দিরে দায়িত্বে থাকা পুলিশের সঙ্গে অসদাচরণ, ১ ব্যক্তির কারাদণ্ড

    চিরকুমার রতন টাটার উত্তরসূরি কে হচ্ছেন

    সাতক্ষীরায় কালীমন্দিরে মোদির উপহারের মুকুট চুরি, ভারতের উদ্বেগ

    মতলবে মেঘনার বালু অবৈধভাবে উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন