প্রবাসীরা বিশ্বের যেকোনো দেশে বসে অনলাইনের মাধ্যমে তাঁদের জমির পর্চা হাতে পাবেন বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। আজ বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী।
ভূমিমন্ত্রী বলেন, ‘বিদেশে বসে মানুষ যাতে তাদের পর্চা হাতে পেতে পারে এজন্য ডাক বিভাগের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। একই সঙ্গে অনলাইনে পর্চা প্রদানের জন্য ডাক বিভাগের সঙ্গে একটি সমঝোতা স্মারক রয়েছে।’
ভূমি সংস্কারে অনেক আইন করা হচ্ছে জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, ‘পয়লা বৈশাখের পর থেকে ম্যানুয়ালি আর কোনো ভূমি কর নেওয়া হবে না। এটা আগেই নির্দেশনা দেওয়া হয়েছে।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে