Alexa
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

‘সন্ত্রাসী’ দাঙ্গার পর ব্রাজিলে ব্যাপক ধরপাকড়, আটক ১৫০০ 

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১০:৫৬

ব্রাজিলে দাঙ্গার জেরে প্রায় দেড় হাজার জনকে আটক করেছে পুলিশ। ছবি: এএফপি সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকেরা রাজধানী ব্রাসিলিয়ায় কংগ্রেস, প্রেসিডেন্টের প্রাসাদ ও সুপ্রিম কোর্টে হামলা চালানোর পর ব্রাজিলে ব্যাপক ধরপাকড় চলছে। প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা শপথ নেওয়ার এক সপ্তাহ পর রোববার দাঙ্গায় অংশ নেয় বলসোনারোর হাজার হাজার সমর্থক। 

বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, হামলাকারীদের আইনের আওতায় আনতে দেশটিতে ধরপাকড় শুরু করেছে পুলিশ। এখন পর্যন্ত প্রায় দেড় হাজার জনকে আটক করা হয়েছে। 

তৃতীয়বারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হওয়া লুলা এই দাঙ্গায় উসকানিদাতা হিসেবে সদ্য সাবেক প্রেসিডেন্ট বলসোনারোকেই দায়ী করেছেন। তাঁর দাবি, সবশেষ নির্বাচনে জালিয়াতি হয়েছে এমন ভিত্তিহীন অভিযোগ তুলে নতুন নির্বাচনের দাবি করার জন্য বলসোনারো সমর্থকদের উসকে দিয়েছেন। এমন পরিস্থিতে প্রেসিডেন্ট লুলা রাজধানী ব্রাসিলিয়ায় আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ফেডারেল নিরাপত্তা হস্তক্ষেপ ঘোষণা করেছেন। 

ব্রাজিলে দাঙ্গার জেরে প্রায় দেড় হাজার জনকে আটক করেছে পুলিশ। ছবি: এএফপি বলসোনারোর সমর্থকদের হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট লুলা। একই সঙ্গে অপরাধীদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। 

গত বছরের ৩০ অক্টোবর ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার কাছে হেরে যান তৎকালীন প্রেসিডেন্ট বলসোনারো। এর পর থেকেই ব্রাজিলের রাজধানীতে হলুদ-সবুজ পোশাক পরে বলসোনারোর হাজার হাজার সমর্থক বিক্ষোভ করছে। রোববার বিক্ষোভ রূপ নেয় সহিংসতায়। 

এদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থানরত জইর বলসোনারো হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর স্ত্রী জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার তলপেটে ব্যথা অনুভব করায় বলসোনারোকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০১৮ সালে ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন ব্রাজিলের এই সদ্য সাবেক প্রেসিডেন্ট। ছুরিকাঘাতের স্থানে প্রায়ই ব্যথা অনুভব করেন তিনি।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    কিয়েভের কাছে রুশ ড্রোন হামলা, নিহত ৪

    ইউক্রেন ইউরেনিয়াম-সমৃদ্ধ ট্যাংক পেলে কড়া জবাবের হুমকি পুতিনের

    মিয়ানমারে সংঘর্ষে ৮৮ জান্তা সদস্য নিহত

    ইউক্রেন সংকট সমাধানে সংলাপের ডাক দুই বিশ্বনেতার 

    পাকিস্তানে হামলায় ইমরানের দলের নেতাসহ নিহত ১০ 

    ট্রাম্পের সমর্থকদের দাঙ্গার আশঙ্কায় নিউইয়র্কে নিরাপত্তা জোরদার

    টস জিতে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড, বাদ ইয়াসির

    শাকিব খানের মামলায় প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে সমন জারি

    প্রথমবারের মতো সমুদ্র পথে মালয়েশিয়ায় যাচ্ছে সীতাকুণ্ডের টমেটো

    রেজিস্ট্রেশন নবায়নের দাবি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

    ২৩ মার্চ: অক্ষয় একটি দিন

    আর্জেন্টিনার ম্যাচ কখন, কীভাবে দেখবেন