Ajker Patrika

অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার ওসাকার

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৭: ২৬
অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার ওসাকার

বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন শুরু হচ্ছে ১৬ জানুয়ারি। তবে টেনিসের বড় তারকাদের পাচ্ছে না শুরুর টুর্নামেন্টটি। গতকাল চোটের কারণে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন কার্লোস আলকারেজ ও ভেনাস উইলিয়ামস। 

আজ নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন নাওমি ওসাকা। আলকারেজ ও ভেনাস চোটের জন্য ছিটকে গেলেও জাপানি টেনিস তারকার নাম প্রত্যাহারের কোনো কারণ জানা যায়নি। তাঁর ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। 

নিজেদের অফিশিয়াল টুইটে অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ লিখেছে, ‘অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাওমি ওসাকা নাম প্রত্যাহার করে নিয়েছে। সে খেলতে পারবে না ২০২৩ টুর্নামেন্ট।’ চারবারের গ্র্যান্ড স্লাম জয়ীর পরিবর্তে টুর্নামেন্টে খেলবেন ইউক্রেনের দায়ানা ইয়াস্ত্রামেস্কা। 

২০১৯ ও ২০২১ সালের অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন ওসাকা। এ ছাড়া ২০১৮ ও ২০২০ সালে ইউএস ওপেনেও জিতেছিলেন নারী এককের সাবেক এক নম্বর । এবার তাঁর না থাকায় কিছুটা রং হারাল টুর্নামেন্টটি। 

সবশেষ গত বছরের সেপ্টেম্বরে প্রতিযোগিতামূলক টেনিস খেলেছিলেন ওসাকা। এর আগে ২০২১ ফ্রেঞ্চ ওপেন থেকেও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। জাপানি টেনিস তারকা তখনকার ছিটকে যাওয়ার কারণ হিসেবে পরে জানিয়েছিলেন মানসিক অবসাদের কথা।

শুধু আলকারেজ, ভেনাস ও ওসাকাই নন, টুর্নামেন্টটি আরও বেশ কয়েকজন তারকাকে হারিয়েছে। গত ১৫ সেপ্টেম্বর টেনিস থেকে বিদায় নেওয়ায় এবার স্বাভাবিকভাবেই থাকছেন খেলাটির কিংবদন্তি রজার ফেদেরার। ঠিক একই কারণে নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাশলে বার্টি ও নারী টেনিসের কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। এ ছাড়া এবারের টুর্নামেন্টে খেলছেন না সাবেক এক নম্বর নারী রোমানিয়ার সিমোন হালেপও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে হুমকি, বিবৃতিতে যা বলল ভারত

বিএনপির সময় গণমাধ্যম তুলনামূলক বেশি স্বস্তিদায়ক অবস্থায় ছিল: প্রথম আলো সম্পাদক

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ