যা দেওয়ার দিয়ে দেওয়া ভালো
চুমু হলে হঠকারী,
তার অস্তমান মুখ
সন্তাপের সুযোগ যেন না দেয়।
বছর ফুরিয়ে এলে
ইস্টার্ন মেঘের বুকে
কুয়াশার দিকচিহ্ন যদি গড়ে
বিভ্রমের অবকাঠামো,
মেহজাবিনের ছাতার লোভে
বৃষ্টি নামবে অফ সিজনে।
এত দৃশ্যের ঘানি টানতে
অদৃশ্য হারামির ২টা চোখ উপার্জনের ধান্দায়
নন্দনের ১২টা বাজা দেখে
মানুষরা কীরকম কুৎসিত মানবিকতায়
পৃথিবীকে নির্লজ্জ লিরিকে সাজায়।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে