Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

প্রথম টেস্টে তাসকিনের খেলা নিয়ে অনিশ্চয়তা

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১৫:২৪

সংবাদ সম্মেলনে কথা বলছেন তাসকিন আহমেদ। ছবি: আজকের পত্রিকা  পিঠের চোটের কারণে ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ছিলেন না তাসকিন আহমেদ। চট্টগ্রামে শেষ ওয়ানডেতে অবশ্য একাদশে ফিরেছিলেন। তবে বোলিংটা ঠিক মনমতো হয়নি। ৯ ওভারে ৮৯ রান দিয়ে নেন ২ উইকেট। লাইন-লেংথ নিয়ে ম্যাচেই কয়েক বার নিজের ওপর হতাশা ঝাড়তে দেখা গেছে তাঁকে। 

চোট থেকে ফেরা তাসকিন ম্যাচে নিজের সেরা ছন্দে ছিলেন না। এ কারণেই ১৪ তারিখ থেকে শুরু হওয়া প্রথম টেস্টে তাঁকে নিয়ে দোটানায় আছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। আজ সংবাদ সম্মেলনে তাসকিন নিজেই এই তথ্য জানিয়েছেন। গতকাল বিশ্রামে থাকলেও আজ অনুশীলনে ফিরেছে বাংলাদেশ দল। অনুশীলনের আগে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসেন তাসকিন। 

প্রথম টেস্টে খেলা নিয়ে তাসকিন বলছিলেন, ‘এই ম্যাচের আগে যদি বোলিং লোড পুরোপুরি হয়, যদি টিম ম্যানেজমেন্ট মনে করে আমি খেলব, তাহলে খেলব। যদি না হয়ে থাকে, তাহলে হয়তো এই টেস্টটা ম্যানেজমেন্ট নাও খেলাতে পারে। সে ক্ষেত্রে দ্বিতীয় টেস্টটা লক্ষ্য করতে হবে।’ 

বোঝাই যাচ্ছে, চোট থেকে ফেরা তাসকিনকে নিয়ে সতর্ক বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সাত মাস আগে ঘরের মাঠে সর্বশেষ টেস্ট সিরিজেও ছিলেন না পিঠের চোটের কারণে। এরপর বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফর করেছে সেখানেও টেস্ট সিরিজ খেলেননি তাসকিন। সর্বশেষ টেস্ট খেলেছিলেন গত মার্চে। দক্ষিণ আফ্রিকা সফরে সেই সময়ও পিঠের চোট ভুগিয়েছিল তাসকিনকে। 

এই সময়ে সাদা বলের ক্রিকেটে মোটামুটি নিয়মিত মুখ ছিলেন তাসকিন। ওয়ার্কলোড নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে জানিয়ে এই পেসার বলেন, ‘এটা নিয়ে এর মধ্যে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে। যেহেতু মাত্রই চোট থেকে ফিরেছি, তাঁরা আমার বিল্ড আপ নিয়ে দুশ্চিন্তা করছে। ওয়ার্কলোড বিল্ড আপ, ফিটনেস, বোলিং লোড—সবকিছু বাড়ানো নিয়ে কাজ করছি। আমার সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। আমাকে ওয়ার্কলোড প্ল্যান দেওয়া হয়েছে। সে অনুযায়ী কাজ করছি।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুশফিক-উইলিয়ামসন 

    বাংলাদেশকে হারিয়ে নাচলেন পুতিনের দেশের মেয়েরা 

    ইবাদতকে ‘সিলেটের রকেট’ বললেন ডোনাল্ড  

    আতঙ্ক কেটে গেল, ক্যানসারমুক্ত নাভ্রাতিলোভা

    ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে যেখানে শীর্ষে ক্লাসেন 

    টি-টোয়েন্টি দলেও নেই আফিফ, চমক লেগ স্পিনার রিশাদ

    সিরাজদিখানে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৯

    ‘প্রেমঘটিত’ কারণে কীটনাশক পানে কিশোরের ‘আত্মহত্যা’

    নাটোরে শ্রমিকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরকীয়ার জেরে হত্যা

    র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুশফিক-উইলিয়ামসন 

    ইবিতে কাল থেকে ৪০ দিনের ছুটি 

    শান্তিগঞ্জে বাক্‌প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, তরুণ গ্রেপ্তার