শনিবার, ১০ জুন ২০২৩

সেকশন

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আবার লড়বেন, ঘোষণা দিলেন ট্রাম্প

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১০:৫০

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে ফ্লোরিডার পাম বিচে নিজের বিলাসবহুল রিসোর্ট মার-এ-লাগো থেকে ট্রাম্প ঘোষণা দেন, প্রেসিডেন্ট পদে লড়াইয়ের জন্য তিনি রিপাবলিকান পার্টির মনোনয়ন নেবেন। 

কয়েক শ সমর্থকের মাঝে দাঁড়িয়ে তৃতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পদপ্রার্থী হওয়ার ঘোষণা করেন ৭৬ বছর বয়সী ট্রাম্প। সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন ধারা অব্যাহত রাখতে আমি আজ রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য আমার প্রার্থিতা ঘোষণা করছি।’ এ সময় সমর্থকদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রাম্পের এক সহযোগী গতকাল ‘ডোনাল্ড জে ট্রাম্প ফর প্রেসিডেন্ট ২০২৪’ কমিটির মাধ্যমে দেশটির ফেডারেল নির্বাচন কমিশনের কাছে এসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। রিপাবলিকান ও ডেমোক্র্যাট পার্টির মধ্যে ডোনাল্ড ট্রাম্পই প্রথম, যিনি প্রার্থিতার জন্য আনুষ্ঠানিকতা শুরু করলেন। 

প্রার্থিতা ঘোষণার সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘২০২৪ সালের নির্বাচনে আমি এমনভাবে লড়ব, যেভাবে কেউ কখনো লড়েনি। ডেমোক্র্যাটরা স্পষ্টভাবে দেখতে পাবে যে আমাদের দেশে কী ঘটেছে এবং ঘটছে। ২০২৪ সালের ভোট হবে একেবারেই আলাদা।’ 

এদিকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেতে অনেকটা প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে পারেন ট্রাম্প। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস রিপাবলিকানদের অন্যতম পছন্দের প্রার্থী হিসেবে উঠে আসতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। এ ছাড়া ট্রাম্পের অন্যতম প্রতিদ্বন্দ্বী হতে পারেন সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তবে রিপাবলিকানদের অন্দরে এখনো অত্যন্ত জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে সাবেক প্রেসিডেন্টের।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ক্যালিফোর্নিয়ায় কেন হিন্দুদের বর্ণপ্রথা বিরোধী আইন করতে হচ্ছে?

    অস্ট্রেলীয় এয়ারলাইন্স কান্তাসের পুরুষ কর্মীরা মেকাপের সঙ্গে রাখতে পারবেন লম্বা চুল 

    ডোনাল্ড ট্রাম্প এবার হোয়াইট হাউসের নথি সরানোর মামলায় অভিযুক্ত

    বাবা ভাঙ্গার কথা সত্য হলে এ বছরই একটি পারমাণবিক বিপর্যয় দেখবে পৃথিবী

    কানাডার বনে দাবানল, নাগরিকদের মাস্ক পরার পরামর্শ 

    চীন সফরের পর এমনকি ইলন মাস্কও মুখ খুলছেন না

    ঢাকায় সমাবেশ করার অনুমতি পেল জামায়াত

    ফ্রান্সে ছুরি হামলার ঘটনায় আলোচনার কেন্দ্রে এখন ‘ব্যাকপ্যাক হিরো’

    পৌরসভা ও ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

    বহিষ্কৃত প্রার্থীদের পক্ষে কাজ করলে ব্যবস্থা, বিএনপির মনিটরিং সেল গঠন

    বিএনপির সঙ্গে সংলাপের আশার প্রদীপ নিভে যায়নি: কাদের

    অপাত্রে ভোট দিয়ে আর ধোঁকা নয়: খুলনায় হাতপাখার প্রার্থী