Ajker Patrika
সাক্ষাৎকার

বাংলাদেশ দল যেমনই হোক ভাবনায় প্রভাব ফেলবে না

বাংলাদেশ দল যেমনই হোক ভাবনায় প্রভাব ফেলবে না
আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১১: ৪৬

প্রশ্ন: লেস্টার থেকে ধারে এসে ওয়াটফোর্ডে সময়টা কেমন কাটছে? 
হামজা চৌধুরী: এখানে বেশ ভালো সময় কাটছে। এটা আগের চেয়ে ভিন্ন একটা অভিজ্ঞতা। আমি উপভোগ করছি। প্রথমবারের মতো আমি প্রতি সপ্তাহেই ম্যাচ খেলছি। আরও বেশি অভিজ্ঞতা অর্জন করছি। আজ (পরশু স্টক সিটির বিপক্ষে) জিতেছি। প্রথম দিকে কিছুটা ধীরে শুরু করলেও এখন বেশ ভালোই করছি। আশা করছি এভাবে খেলতে পারলে আমরা প্রমোশনও পেতে পারি। 

প্রশ্ন: বাংলাদেশের দর্শকদের কাছে ইংলিশ প্রিমিয়ার লিগ এমনি জনপ্রিয়। গত কয়েক বছরে আপনার উপস্থিতিও আলাদা একটা মাত্রা তৈরি করেছে বাংলাদেশের দর্শকদের কাছে। আপনাকে বাংলাদেশের মানুষ আপন মনে করে। বিষয়টি আপনি কীভাবে দেখেন? 
হামজা: খুবই ভালো লাগে বিষয়টা। গর্বিত বোধ করি বাংলাদেশের মানুষ যে আমাকে দেখে, খোঁজখবর নেয়। এটা খুবই ভালো লাগে। 

প্রশ্ন: বাংলাদেশের প্রতিও আপনার একটা টান লক্ষ করা যায়। সম্প্রতি বলেছেনও বাংলাদেশ থেকে ডাক এলে, বাংলাদেশের হয়ে খেলতে পারলে গর্বিত বোধ করবেন। আপনার ওয়াটফোর্ড কোচ রব এডওয়ার্ডসও বলেছেন, আপনি বাংলাদেশের হয়ে খেললে অনেক ইম্প্যাক্ট ফেলতে পারবেন বাংলাদেশের ফুটবলে। সত্যি বাফুফে যদি আপনাকে প্রস্তাব দেয়, খেলতে আসবেন?
হামজা: না, তারা (বাফুফে) কখনোই আমাকে অ্যাপ্রোচ করেনি। হ্যাঁ, খেলতে পারলে গর্বিত বোধ করব। আমি একটা সাক্ষাৎকারে বলেছি, ইংল্যান্ড জাতীয় দলে খেলতে আরও দুই বছর চেষ্টা করব। ভবিষ্যতে যদি বাংলাদেশের হয়ে খেলা হয়, আশা করি নিজের যোগ্যতা প্রমাণ করতে পারব। আমার অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে পারব।  

প্রশ্ন: যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের  সঙ্গে সব মিলে যায়, তাহলে আপনাকে তো মানিয়ে নেওয়ার কথাও চিন্তা করতে হবে। আপনি জানেন যে ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ অনেক পিছিয়ে থাকা দল। এটা আপনি কীভাবে দেখছেন?
হামজা: না, এটা আমার ভাবনায় খুব একটা প্রভাব ফেলবে না। আমি আমার শিকড়কে প্রতিনিধিত্ব করতে পারলে এটা গর্বের ব্যাপার হবে। আমি এসব নিয়ে ভাবছি না (র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দল)। তাদের সহায়তা করে একসঙ্গে আরও বেশি সাফল্য এনে দিতে চাই। 

প্রশ্ন: আপনি ফুটবল নিয়ে বেশি ব্যস্ত থাকেন, ক্রিকেটের খোঁজখবর কেমন নেওয়া হয়? 
হামজা: খুব বেশি খোঁজ নেওয়া হয় না। তবে টিভিতে খেলা থাকলে দেখা হয়। বাংলাদেশ বা ইংল্যান্ড জাতীয় দলের ম্যাচ টিভিতে থাকলে দেখি। আবার বিশ্বকাপ থাকলেও চেষ্টা করি দুই দেশের খেলাগুলো দেখতে। 

প্রশ্ন: জানেন নিশ্চয়ই বাংলাদেশে ক্রিকেট একটি জনপ্রিয় খেলা। এবার অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা কেমন দেখছেন? 
হামজা: হ্যাঁ জানি, ইনশা আল্লাহ, আশা করি বাংলাদেশ ভালো করবে। সম্ভবত টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে বাংলাদেশ ভালো দল। নিজেদের সেরাটা খেলতে পারলে ভালো কিছু করা সম্ভব।

প্রশ্ন: বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ হলে কাকে সাপোর্ট করেন? 
হামজা: (হাসি) মনে হয় বাংলাদেশকেই সমর্থন করব। বাংলাদেশকে একটু আন্ডারডগ মনে করি। তাই তাদেরই সমর্থন করব। 

প্রশ্ন: এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের কেমন সুযোগ দেখেন? 
হামজা: ইংল্যান্ড দলকে টপ ফেবারিট হিসেবেই দেখি। তাদের বেশ বড় তারকা ও অভিজ্ঞ খেলোয়াড় আছে। টি-টোয়েন্টি সংস্করণে যেকোনো দিন যে কেউ জিতে যেতে পারে। তবে অন্যতম ফেবারিট হিসেবে ইংল্যান্ডের বেশ ভালো সম্ভাবনা আছে। 

প্রশ্ন: ফুটবলে আসি, কাতারে হতে যাওয়া ফিফা বিশ্বকাপ নিয়ে আপনার ভবিষ্যদ্বাণী কী? কারা জিততে পারে? 
হামজা: বলা কঠিন। অনেক শক্তিশালী দল আছে। এর মধ্যে ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, বেলজিয়াম, নেদারল্যান্ডস—সবাই শক্তিশালী। তবে এর মধ্যে ফ্রান্সকে ফেবারিট মনে করি। 

প্রশ্ন: সম্প্রতি নেশনস কাপে কিন্তু ফ্রান্স বেশ সংগ্রাম করছে। আপনার কি মনে হয় বিশ্বকাপে তারা স্বরূপে ফিরতে পারবে? 
হামজা: মনে হয়। বড় বড় খেলোয়াড় আছে তাদের। যারা কি না বড় মঞ্চে ভালো পারফর্ম করতে পারে। আর টুর্নামেন্টের ফরম্যাটও একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফরম্যাটের জন্যও অনেক দল ভালো করতে পারে। 

প্রশ্ন: গত ২০ বছরে আমরা শুধু ইউরোপীয় দলকেই বিশ্বকাপ জিততে দেখছি। যদিও ব্রাজিল-আর্জেন্টিনার বড় বড় খেলোয়াড় ইউরোপে দারুণ খেলেন। কোনো লাতিন দল কেন জিততে পারছে না?
হামজা: ঠিক বলতে পারব না। তবে ইউরোপীয় লিগগুলো অনেক এগিয়ে গেছে। যেমন—ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্দেস লিগায় কারিগরি দিক, কোচিং স্টাফ মিলিয়ে অনেক এগিয়ে গেছে। লাতিন আমেরিকান খেলোয়াড়েরা এসব লিগে খেললেও দল হিসেবে তারা ততটা পারছে না। ব্যক্তিগত বিষয়-আশয়, একই সঙ্গে বিশ্বকাপে অনেক বেশি ইউরোপীয় দল খেলে, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। ব্রাজিল-আর্জেন্টিনাও অনেক শক্তিশালী দল হয়েও চূড়ান্ত সময়ে পারছে না। 

প্রশ্ন: সময়ের তিন সুপারস্টার লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমারদের শেষ বিশ্বকাপ ধরা হচ্ছে এবার। এঁদের মধ্যে কার ট্রফি জেতার সম্ভাবনা বেশি বলে মনে করেন? 
হামজা: এ ক্ষেত্রে নেইমারকে এগিয়ে রাখব। নেইমারের ব্রাজিল স্কোয়াড ভালো। রোনালদোর পর্তুগাল দলও বেশ ভালো। তবে আমি নেইমারের সম্ভাবনা বেশি দেখি। 

প্রশ্ন: তাহলে মেসির সম্ভাবনা নেই? 
হামজা: (হেসে) ঠিক জানি না। আমার মনে হচ্ছে আর্জেন্টিনার চেয়ে ব্রাজিল-পর্তুগালের স্কোয়াড অনেক ভালো। তবে মেসি যদি সব ম্যাচে খুব ভালো খেলতে পারে, তাহলে হয়তো...।

প্রশ্ন: শুনেছি আগামী শীতে বাংলাদেশে আসতে পারেন। বাংলাদেশে এলে হবিগঞ্জের পিতৃভিটায় নিশ্চয়ই যাবেন। বাংলাদেশের আর কী কী দেখার খুব ইচ্ছা আছে? 
হামজা: আসলে জানি না তেমন। বাংলাদেশে গেলে খুব ভালো লাগবে। বাড়ি যাব, আত্মীয়স্বজনের অনেকের সঙ্গে দেখা হবে। খুব বেশি ছুটি পাওয়া যাবে না। সর্বোচ্চ এক-দুই সপ্তাহের ছুটি পাওয়া যাবে। ঢাকায় যাব। আর বাড়িতে বাবা-মায়ের সঙ্গে যাব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমানের জন্য নির্ধারিত ফ্লাইটের দুই কেবিন ক্রুকে প্রত্যাহার

‘আমি তো মামলা করি না, ডাইরেক্ট ওয়ারেন্ট করাই’

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

আজকের রাশিফল: ফুচকায় ঝাল কম দিতে বলুন, বড় অঙ্কের টাকা হাতে আসার সম্ভাবনা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

বিশ্ব রেকর্ড গড়া ব্যাটারকে বোকা বানালেন রিশাদ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ১৬: ১০
নজরকাড়া বোলিং করেছেন এই লেগস্পিনার। ছবি: সংগৃহীত
নজরকাড়া বোলিং করেছেন এই লেগস্পিনার। ছবি: সংগৃহীত

মেলবোর্ন স্টার্সের বিপক্ষে বল হাতে বেশ খরুচে ছিলেন রিশাদ হোসেন। এক ম্যাচ পরই ছন্দে ফিরলেন এই বাংলাদেশি স্পিনার। মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে বেশ হিসেবি বোলিং করেছেন নীলফামারির এই ক্রিকেটার। সেই সঙ্গে জ্যাক ফ্রেশার ম্যাকগার্কের উইকেটও তুলে নেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরিয়ান এই অজি ব্যাটার

ভিক্টোরিয়ার কার্দিনিয়া পার্কে আগে ব্যাট করতে নামে রেনেগেডস। পঞ্চম ওভারে প্রথমবার রিশাদকে বোলিংয়ে আনেন হোবার্টের অধিনায়ক নাথান এলিস। সে ওভারে এক বাউন্ডারিতে ৭ রান দেন রিশাদ। সপ্তম ওভারে ফের বোলিংয়ে এসে সমান রান খরচ করেন তিনি। এবারও হজম করেন একটি বাউন্ডারি।

দলীয় ১১তম ওভারে নিজের তৃতীয় ওভারটি করেন রিশাদ। সে ওভারে সবচেয়ে বেশি হিসেবি ছিলেন তিনি। দেন মাত্র ৩ রান। প্রথম ৩ ওভারে ১৭ রান দিলেও কোনো উইকেট নিতে পারেননি। অবশেষে নিজের কোটার শেষ ওভারে এসে উইকেটের দেখা পান। ১৪তম ওভারের তৃতীয় বলে ৭ রান করা ম্যাকগার্ককে বোল্ড করেন রিশাদ। তাঁর সে ওভার থেকে মাত্র ৪ রান নিতে পেরেছে রেনেগেডসের ব্যাটাররা। তাঁর বোলিং বিশ্লেষণ ছিল এমন– ৪-০-২১-১।

বিগ ব্যাশের চলতি পর্বে গত ১৬ ডিসেম্বর নিজেদের প্রথম ম্যাচে সিডনি থান্ডারের বিপক্ষে মাঠে নামে হোবার্ট। সে ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অভিষেক হয় রিশাদের। প্রথম ম্যাচে ৩ ওভারের কোটায় ১৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। স্টার্সের বিপক্ষে আগের ম্যাচে ২ উইকেট নিলেও ৩ ওভারে ১১ ইকোনমিতে খরচ করেন ৩৩ রান। অবশেষে তৃতীয় ম্যাচে এসে প্রথমবারের মতো ৪ ওভারের কোটা পূরণ করলেন। হোবার্টের হয়ে এদিন বল হাতে সবচেয়ে বেশি সফল ক্রিস জর্ডান। ৪ ওভারে ১৯ রানে ৪ উইকেট নেন এই ইংলিশ পেসার। রিশাদ, জর্ডানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান করেছে রেনেগেডস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমানের জন্য নির্ধারিত ফ্লাইটের দুই কেবিন ক্রুকে প্রত্যাহার

‘আমি তো মামলা করি না, ডাইরেক্ট ওয়ারেন্ট করাই’

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

আজকের রাশিফল: ফুচকায় ঝাল কম দিতে বলুন, বড় অঙ্কের টাকা হাতে আসার সম্ভাবনা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

এশিয়া কাপ ফাইনালে ভারতকে রানপাহাড়ে চাপা দিল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    
ভারতকে ৩৪৮ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ছবি: ক্রিকইনফো
ভারতকে ৩৪৮ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ছবি: ক্রিকইনফো

প্রায় তিন মাস পর দুবাইয়ে আরেক ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এ বছরের ২৮ সেপ্টেম্বর পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছিল ভারত। দুবাইয়ের আইসিসি একাডেমিতে আজ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে ভারতের বিপক্ষে প্রতিশোধের লড়াইয়ে নেমেছে পাকিস্তান। শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতকে রানের পাহাড়ে চাপা দিল পাকিস্তান।

টানা চার ম্যাচ জিতে এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে ভারত। যার মধ্যে গ্রুপ পর্বে তারা হারিয়েছিল পাকিস্তানকেও। আজ গ্রুপ পর্বে হারের বদলা নেওয়ার পথে অর্ধেক কাজ সেরে রেখেছে পাকিস্তান। দুবাইয়ের আইসিসি একাডেমিতে চ্যাম্পিয়ন হতে ভারতকে ৩৪৮ রানের পাহাড় টপকাতে হবে।

টস জিতে আজ ফাইনালে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকা পাকিস্তানের উদ্বোধনী জুটি ভেঙে যায় ৩১ রানে। চতুর্থ ওভারের তৃতীয় বলে হামজা জহুরকে ফেরান ভারতের পেসার হেনিল প্যাটেল। ১৪ বলে এক চার ও ২ ছক্কায় ১৮ রান করেন হামজা। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা উসমান খান তুলনামূলক ধীর গতিতে ব্যাটিং করলেও অন্য প্রান্তে পাকিস্তানের আরেক ওপেনার সামির মিনহাস তাণ্ডব চালাতে থাকেন। দ্বিতীয় উইকেটে ৭৯ বলে ৯২ রানের জুটি গড়েন উসমান ও মিনহাস।

১৭তম ওভারের চতুর্থ বলে উসমানকে (৩৫) ফিরিয়ে দ্বিতীয় উইকেটে ১০০ ছুঁইছুঁই জুটি ভাঙেন খিলান প্যাটেল। চার নম্বরে নামা আহমেদ হুসেইনও তুলনামূলক ধীরগতিতে ব্যাটিং করতে থাকেন। অন্যপ্রান্তে নিজের স্বভাবসুলভ ঝোড়ো ব্যাটিং চালিয়ে যান মিনহাস। ৭১ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে এটা তাঁর দ্বিতীয় সেঞ্চুরি। তৃতীয় উইকেটে ১২৫ বলে ১৩৭ রানের জুটি গড়তে অবদান রাখেন হুসেইন-মিনহাস। ৩৮তম ওভারের তৃতীয় বলে হুসেইনকে (৫৬) ফিরিয়ে জুটি ভাঙেন খিলান প্যাটেল।

চতুর্থ উইকেটে অধিনায়ক ফারহান ইউসাফের সঙ্গে ৩২ বলে ৪২ রানের জুটি গড়তে অবদান রাখেন মিনহাস। ৪৩তম ওভারের পঞ্চম বলে মিনহাসকে ফিরিয়ে ভারতকে স্বস্তি এনে দেন দ্বীপেশ দেবেন্দ্রন। ১১৩ বলে ১৭ চার ও ৯ ছক্কায় ১৭২ রান করেন মিনহাস। তাঁর বিদায়ে ৪২.৫ ওভারে ৪ উইকেটে ৩০২ রানে পরিণত হয় পাকিস্তান। ফারহান ইউসাফের দল এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও স্কোরবোর্ডে লড়াই করার মতো পর্যাপ্ত রান তুলেছে। ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৭ রান করেছে পাকিস্তান।

ভারতের দেবেন্দ্রন ১০ ওভারে ৮৩ রানে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন হেনিল প্যাটেল ও খিলান প্যাটেল। এক উইকেট পেয়েছেন কনিষ্ক চৌহান। ভারতের বাঁহাতি পেসার ৫ ওভারে ৫০ রান খরচ করেও কোনো উইকেট পাননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমানের জন্য নির্ধারিত ফ্লাইটের দুই কেবিন ক্রুকে প্রত্যাহার

‘আমি তো মামলা করি না, ডাইরেক্ট ওয়ারেন্ট করাই’

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

আজকের রাশিফল: ফুচকায় ঝাল কম দিতে বলুন, বড় অঙ্কের টাকা হাতে আসার সম্ভাবনা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ভারতকে হারিয়ে পাকিস্তান কি প্রতিশোধ নিতে পারবে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ১৫: ২০
আগে ব্যাট করছে পাকিস্তান। ছবি: ক্রিকইনফো
আগে ব্যাট করছে পাকিস্তান। ছবি: ক্রিকইনফো

সর্বশেষ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতে ভারত। এবার মূল দলের হয়ে সে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সামনে। যুব এশিয়া কাপের ফাইনালে প্রতিবেশী দেশের বিপক্ষে মাঠে নেমেছে তারা। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে আগে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়ার পথে পাকিস্তানের যুবারা। পাকিস্তান-ভারত ফাইনাল ছাড়াও আজ মাঠে গড়াবে আরও বেশ কিছু ম্যাচ। একনজরে আজকের টিভি সূচি।

ক্রিকেট

মাউন্ট মঙ্গানুই টেস্ট: ৪র্থ দিন

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ

ভোর ৪টা, সরাসরি

টি স্পোর্টস

অ্যাডিলেড টেস্ট: ৪র্থ দিন

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

ভোর ৫টা ৩০ মিনিট, সরাসরি

স্টার স্পোর্টস ১

যুব এশিয়া কাপ

ভারত-পাকিস্তান: ফাইনাল

বেলা ১১টা, সরাসরি

টি স্পোর্টস

বিগ ব্যাশ লিগ

মেলবোর্ন রেনেগেডস-হোবার্ট হারিকেনস

বেলা ২টা ১৫ মিনিট, সরাসরি

স্টার স্পোর্টস ২

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

অ্যাস্টন ভিলা-ম্যানচেস্টার ইউনাইটেড

রাত ১০টা ৩০ মিনিট, সরাসরি

স্টার স্পোর্টস সিলেক্ট ১

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমানের জন্য নির্ধারিত ফ্লাইটের দুই কেবিন ক্রুকে প্রত্যাহার

‘আমি তো মামলা করি না, ডাইরেক্ট ওয়ারেন্ট করাই’

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

আজকের রাশিফল: ফুচকায় ঝাল কম দিতে বলুন, বড় অঙ্কের টাকা হাতে আসার সম্ভাবনা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

সৌদি আরবের প্রস্তাব ফিরিয়ে দিল বিসিবি

ক্রীড়া ডেস্ক    
ক্রিকেটে উন্নয়নের লক্ষ্যে মাঠে নেমেছে সৌদি আরব। ছবি: বিসিবি
ক্রিকেটে উন্নয়নের লক্ষ্যে মাঠে নেমেছে সৌদি আরব। ছবি: বিসিবি

বিভিন্ন দেশের ক্রিকেটারদের নাগরিকত্ব দিয়ে ব্যাট-বলের খেলায় নিজেদের অবস্থান করে নিচ্ছে যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাত। এবার সেই পথে হাঁটা শুরু করেছে সৌদি আরব। তারই অংশ হিসেবে বাংলাদেশের দিকেও নজর দিয়েছিল মধ্যপ্রাচ্যের দেশটি। কিন্তু সাড়া পায়নি।

খেলোয়াড় এবং কোচ চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) প্রস্তাব দিয়েছিল সৌদি আরব। তাদের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান আমিনুল ইসলাম বুলবুল। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ। দেশের ক্রিকেটের স্বার্থের কথা বিবেচনা করে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বিসিবি প্রধান। এমনটাই জানিয়েছে ক্রিকবাজ।

সৌদি আরবের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে ক্রিকবাজকে বুলবুল বলেন, ‘দুই মাস আগে আমাদের কাছে প্রস্তাব এসেছিল। তারা (সৌদি আরব ক্রিকেটের কর্তা ব্যক্তিরা) আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। আমি না বলে দিয়েছিল। আমাদের কাছে পুরুষ ও নারী খেলোয়াড় চেয়েছিল। কোচের কথা বলেছে। কিন্তু নিজের দেশের স্বার্থের ক্ষতি করে আমি এটা কীভাবে করতে পারি?’

ক্রীড়াঙ্গনে উন্নতি করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে নেমেছে সৌদি আরব। এজন্য বিপুল অর্থ খরচ করছে দেশটি। ইতোমধ্যে ফুটবলে নিজেদের একটা অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। সৌদি প্রো লিগে পা পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, করিম বেনজেমাসহ ইউরোপিয়ান লিগ মাতানো আরও বেশকিছু নামি তারকা ফুটবলারদের। ২০৩৪ বিশ্বকাপ ফুটবলের আয়োজক হয়ে দারুণ এক মাইলফলক তৈরি করেছে তারা।

ফুটবলের মতো ক্রিকেটের উন্নয়নেও চেষ্টার কমতি নেই সৌদি আরবের। ‘ভিশন ২০৩০ ’কে সামনে রেখে পুরোদমে কাজ করে যাচ্ছে তারা। তারই অংশ হিসেবে বিভিন্ন টেস্ট খেলুড়ে দেশের তরুণ ক্রিকেটারদের লক্ষ্য বানিয়েছে সৌদি আরব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমানের জন্য নির্ধারিত ফ্লাইটের দুই কেবিন ক্রুকে প্রত্যাহার

‘আমি তো মামলা করি না, ডাইরেক্ট ওয়ারেন্ট করাই’

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

আজকের রাশিফল: ফুচকায় ঝাল কম দিতে বলুন, বড় অঙ্কের টাকা হাতে আসার সম্ভাবনা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত