Ajker Patrika

ওটিটিতে আসছে ‘মহাভারত’

ওটিটিতে আসছে ‘মহাভারত’

ভারতবর্ষের মানুষের কাছে এই ‘মহাভারত’ মহাকাব্যের আবেদন চিরন্তন। বিদেশি পাঠকরাও মন্ত্রমুগ্ধ হয়ে পড়েন কুরুক্ষেত্রের আখ্যান। সেই কাহিনি এবার ওয়েব দুনিয়ায় উঠে আসছে। ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারের প্রযোজনায় নির্মাণ হবে ‘মহাভারত’। যার ফার্স্টলুক প্রকাশ হয়েছে।

ক্যালিফোর্নিয়ায় ডিজনির এক অনুষ্ঠানে নতুন এই প্রজেক্টের ঘোষণা করা হয়। বিশেষ এই প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকছেন বলিউডের প্রযোজক মধু মন্টেনা, মিথ লাভার্স স্টুডিও এবং আল্লু এন্টারটেনমেন্ট। যতদূর সম্ভব সিরিজ হিসেবে ‘মহাভারত’ ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে। আর তাতে থাকছে চোখ ধাঁধানো ভিজ্যুয়াল ইফেক্ট।

গ্রাফিক্যাল ইমেজে ‘মহাভারত’ফার্স্টলুক হিসেবে যে ছবিগুলি শেয়ার করা হয়েছে। তা প্রত্যাশা অনেকটাই বাড়িয়ে দেয়। গ্রাফিক্যাল ইমেজই ব্যবহার করা হয়েছে। নতুন এই প্রজেক্টের বিষয়ে কথা বলতে গিয়ে ডিজনি প্লাস হটস্টারের কনটেন্ট হেড গৌরব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা বড় আয়োজনে মহাভারত তৈরি করছি। নতুন এই প্রজেক্ট নিয়ে খুবই এক্সাইটেড। আমাদের প্রযোজক মধু মন্টেনা আর খুবই দক্ষ একটি টিম কাজ করছে। চিত্রনাট্য লেখার কাজও খুবই ভালোভাবে চলছে।’

গ্রাফিক্যাল ইমেজে ‘মহাভারত’আশির দশকের শেষে ছোটপর্দায় ‘মহাভারত’ -এর কাহিনি নিয়ে সিরিয়াল নির্মাণ করেছিলেন বি আর চোপড়া। তারপরও একাধিকবার ছোটপর্দায় পাণ্ডব ও কৌরবদের কাহিনি দেখা গিয়েছে। তবে এ কাহিনির আবেদন দর্শকদের কাছে চিরন্তন বলেই মনে করছেন অনেকে। শোনা যাচ্ছে, গত কয়েকমাস ধরে নতুন ‘মহাভারত’-এর প্রস্তুতি চলছিল। চিত্রনাট্যের কাজ অনেকটাই শেষের পথে। খুব শিঘ্রই হবে সিনেমার কলাকুশলীদের নাম ঘোষণা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপি

জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত আখতারুজ্জামান

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

আজকের রাশিফল: চায়ের বিল না দেওয়া বন্ধুদের সাহায্য করুন, সন্ধ্যার দিকে ভালো খবর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ