রোববার, ০৪ জুন ২০২৩

সেকশন

 

পদত্যাগের কয়েক ঘণ্টা পর আবারও বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ 

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ২০:৫৪

বিহারের নতুন মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। ছবি: সংগৃহীত  আবারও বিহারের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন সদ্য সাবেক মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। বিজেপির সঙ্গে জোট বেঁধে গড়া আগের সরকার থেকে পদত্যাগ করেছিলেন আজ মঙ্গলবারই। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির সঙ্গে জোট বেঁধে আগের সরকার গঠন করেছিলেন নিতীশ। তবে নিতীশের জনতা দল ইউনাইটেডের সঙ্গে নানা ইস্যুতে বিজেপির দূরত্ব তৈরি হতে থাকলে জোট থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেন নিতীশ। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার বিহারের গভর্নরের কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি। 

পদত্যাগ পত্র জমা দেওয়ার কয়েক ঘণ্টা পর নিতীশ রাজ্য বিধানসভার বিরোধীদলীয় নেতা এবং লালু প্রাসাদ যাদবের ছেলে ও রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদবকে নিয়ে আবারও গভর্নরের সঙ্গে দেখা করতে যান নতুন সরকার গঠনের দাবিতে। তারই ধারাবাহিকতায় জনতা দল ইউনাইটেড, রাষ্ট্রীয় জনতা দলসহ ৭টি দল মিলে গঠন করেন ‘মহাগাঠবন্ধন’ বা মহাজোট। সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয় এখান থেকেই। 

নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিতীশ কুমার শপথ নেবেন আগামীকাল বুধবার। 

এর আগে, বিজেপির সঙ্গে জোট ভাঙার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকেও ইস্তফা দেন নিতীশ কুমার। তবে রাজ্য গভর্নরের কাছে পদত্যাগ পত্র জমা দেওয়ার আগে নিতীশ কুমার তাঁর দলীয় বিধায়কদের সঙ্গে একদফা বৈঠক করেন। পদত্যাগ পত্র জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নিতীশ কুমার বলেন, ‘আমি পদত্যাগ করেছি এবং আমার দলীয় বিধায়কেরা এই বিষয়ে অবগত।’ 

তবে পদত্যাগ পত্র জমা দেওয়ার কয়েক ঘণ্টা পরই নিতীশ কুমারকে আবারও রাজ্য গভর্নরে কার্যালয়ে দেখা যায়। এবার তাঁর সঙ্গে ছিলেন, সদ্য ভেঙে যাওয়া বিধানসভার বিরোধী দলীয় নেতা ও রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী ও তাঁর ভাই তেজ প্রতাপকেও। নতুন সরকারে গঠনের ক্ষেত্রে নতুন জোটে নিতীশের পার্টি জনতা দলের (ইউনাইটেড) সঙ্গে লালু প্রাসাদ যাদবের দল রাষ্ট্রীয় জনতা দলের পাশাপাশি কংগ্রেসও যোগ দিতে পারে বলে জানা গিয়েছিল তখন। 

এদিকে, বিজেপির সঙ্গে জোট ভাঙার পরপরই দলটির কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা বিহারের রাজধানী পাটনায় গেছেন। বিজেপি নেতা সুশীল কুমার মোদি, রবি শঙ্কর প্রাসাদ এবং আরও কয়েকজন। বিহার বিজেপির প্রধান সঞ্জয় জাসওয়াল বলেন, ‘নিতীশ কুমার বিহারের জনগণ এবং বিজেপির সঙ্গে প্রতারণা করেছেন। জনগণই তাদের উপযুক্ত শিক্ষা দেবে।’ 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ভারতে ট্রেন দুর্ঘটনা: সামনে-পেছনে শুধু মৃতদেহ, ভেসে আসছে কান্নার শব্দ

    ভারতে ট্রেন দুর্ঘটনা: ‘কাঁদতে কাঁদতে শিশুটিও কিছুক্ষণ পর মারা যায়’

    ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮৮

    ভারতে ট্রেন দুর্ঘটনা: ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ পাবে নিহতদের পরিবার 

    ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৩৩, আহত ৯০০

    ভারতে দুই ট্রেনের সংঘর্ষ: নিহত ৩৮, আহত ৪০০

    দিনাজপুরে ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ ৪১ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড 

    নির্বাচনকালীন সরকারের ব্যাপারে অস্পষ্টতা নেই: আইনমন্ত্রী

    উত্তরা ও কাফরুল থেকে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত চার আসামি গ্রেপ্তার 

    পেঁয়াজ আমদানির অনুমতি মিলছে সোমবার

    নীলফামারীতে বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু

    ব্যবসায়ী অপহরণে সিআইডি ও র‍্যাব সদস্য, থানায় মামলা