Ajker Patrika

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা: চূড়ান্ত সাজেশন পর্ব-১

গাজী মিজানুর রহমান
আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১২: ০০
১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা: চূড়ান্ত সাজেশন পর্ব-১

স্কুল ও কলেজ লেভেলের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলি পাস করলেই রিটেনে বসা যায়। ১০০ নম্বরের প্রিলিতে সব মিলিয়ে ৪০ পেলে পাস ধরা হয়। তবুও ৫০ নম্বরই সেফ জোন। সুতরাং বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সব না পড়ে বেছে বেছে পড়তে পারেন। সামনে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা। আপনারা যাঁরা এ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, তাঁদের জন্য আজ থাকছে চূড়ান্ত সাজেশন:

শিক্ষক নিবন্ধনের প্রিলির সিলেবাস চার ভাগে বিভক্ত: ১. বাংলা-২৫; ২. ইংরেজি-২৫; ৩. গণিত-২৫; ৪. সাধারণ জ্ঞান-২৫। এই চার বিভাগের গুরুত্বপূর্ণ টপিক তুলে ধরা হলো–

বাংলা 
বাংলা বিষয়ের ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন আসে বেশি। সাহিত্য থেকে আসে বড়জোর এক-দুটি। এ জন্য বিসিএস প্রিলির বিগত সালের সাহিত্যের প্রশ্নগুলো সমাধান 
করলেই হয়ে যায়।

ব্যাকরণ

  • শুদ্ধ শব্দ। বাক্য শুদ্ধিকরণ এখন আর পড়ার দরকার নেই। এখান থেকে দুই-তিনটি প্রশ্ন পেতে পারেন।
  • সমার্থক/প্রতিশব্দ। এই টপিক থেকে দুই-তিনটি প্রশ্ন পেতে পারেন।
  • বিপরীত শব্দ। এখান থেকে এক-দুটি প্রশ্ন পেতে পারেন।
  • বিরাম চিহ্ন ও এর ব্যবহার। এখন থেকে এক-দুটি প্রশ্ন পেতে পারেন।
  • সমাস। এক-দুটি প্রশ্ন থাকে। (BCS Prelimiary Aalysis বা প্রাইমারি শিক্ষক নিয়োগ Aalysis থেকে পড়ুন সহজে সমাস শেষ করতে পারবেন।)
  • সন্ধি। এক-দুটি প্রশ্ন থাকে। ৯ম-১০ম শ্রেণির বাংলা ব্যাকরণ বই থেকে পড়ুন। সঙ্গে BCS Prelimiary Aalysis বা প্রাইমারি শিক্ষক নিয়োগ Aalysis বইয়ে দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ুন।
  • প্রকৃতি-প্রত্যয়। এক-দুটি প্রশ্ন থাকে। এখন শুধু বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো পড়ুন।
  • এক কথায় প্রকাশ। এক-দুটি প্রশ্ন থাকে। প্রাইমারি শিক্ষক নিয়োগ Aalysis বইয়ে যা দেওয়া আছে তা পড়লেই হবে।
  • কারক-বিভক্তি। দুই-তিনটি প্রশ্ন থাকে। (প্রাইমারি শিক্ষক নিয়োগ Aalysis বই থেকে সহজে শেষ করতে পারবেন।
  • বাংলা ব্যাকরণের আলোচ্য চারটি বিষয় পড়ুন ভালো করে।
  • বাগধারা। এক-দুটি প্রশ্ন থাকে। বিগত সালে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো পড়লেই হবে।
  • এক কথায় প্রকাশ থেকে এক-দুটি প্রশ্ন থাকে।
  • পারিভাষিক শব্দ এক-দুটি প্রশ্ন থাকে।

ইংরেজ
এই অংশে অনেকে ভয় পায়। তবে ভয়ের কিছু নেই। এখান থেকে সহজেই নম্বর তোলা যায়। ইংরেজি অংশের জন্য পড়তে হবে:

  • Right Form of Verbs ও Subject-Verb Agreemet। বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গেছে এসব টপিক থেকে গড়ে পাঁচ-সাতটি প্রশ্ন থাকে। এই টপিকগুলোর সঙ্গে পড়বেন Causative Verbs ও Coditio Setece। এগুলো মূলত Right Form of Verbs ও Subject-Verb Agreemet-এর অংশ।
  • Prepositio: দুই-তিনটি প্রশ্ন থাকে।
  • Phrases & Idioms. দুই-তিনটি প্রশ্ন থাকে। সঙ্গে Oe Word Substitutios পড়ুন। কারণ এটি Phrase & Idioms-এর সঙ্গে মিল আছে। তবে Oe Word Substitutios শুধু বিগত সালের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো পড়লেই হবে, এখন সব পড়ার দরকার নেই।
  • Syoym ও Atoym. দুই-তিনটি প্রশ্ন থাকে। শুধু বিগত সালের বিভিন্ন পরীক্ষায় আসায় প্রশ্নগুলো পড়লেই কমন পেয়ে যাবেন আশা করি।
  • Idetificatio of Parts of Speech. এখান থেকে দুই-তিনটি প্রশ্ন থাকে।
  • Trasformatio of Setece থেকে তিন-চারটি প্রশ্ন থাকে। যেমন Simple, Complex, Compoud, Positive, egative, Active থেকে Passive. আগে পড়া না থাকলে এসব এখন পড়বেন না। এখন শুধু Active থেকে Passive Voice রিভিশন দিন। এক-দুই নম্বর কমন পেতে পারেন। যদি সময় পান ৯ম-১০ম শ্রেণির ইংরেজি বই থেকে পড়তে পারেন বিস্তারিত।
  • বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার জন্য দুই-চারটি প্রশ্ন থাকে, এখন এসব না পড়তে যাওয়াই ভালো। কারণ এগুলো নিয়ম থেকে আসে হুবহু কমন পাওয়া কঠিন। পরীক্ষার হলে যে অনুবাদটি সবচেয়ে সুন্দর ও সামঞ্জস্যপূর্ণ, সেটির উত্তর দিন।

গণিত

  • বীজ গণিতের মান নির্ণয় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। দুই-চারটি।
  • লাভ-ক্ষতি (শতকরা)। দুই-তিনটি।
  • সুদ-কষা (শতকরা)। এক-দুটি।
  • কাজ, সময় ও বয়স। দুটি উৎপাদক একটি
  • অনুপাত এক-দুটি
  • লগ ও সূচক এক-দুটি
  • লসাগু ও গসাগু এক-দুটি
  • বৃত্ত এক-দুটি।
  • ত্রিভুজ ও চতুর্ভুজের কোণ নির্ণয় এক-তিনটি।
  • ত্রিভুজ (সমকোণী, সমবাহু, সমদ্বিবাহু, বিষম বাহু), এক-দুটি।
  • বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস। (আর ট্রাপিজিয়াম ও ঘনকের শুধু সূত্র)।
  • সংখ্যা ও গড়। এক-দুটি

গাজী মিজানুর রহমান, ৩৫ তম বিসিএস ক্যাডার

শিক্ষা সর্ম্পকিত পড়ুন:

  • ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা: চূড়ান্ত সাজেশন পর্ব - ২ জানতে - এখানে ক্লিক করুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিদেশে নেওয়ার অবস্থায় নেই খালেদা জিয়া

‘আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে’

বিশ্বকাপে কার খেলা কবে দেখে নিন

আজকের রাশিফল: সন্ধ্যায় অচেনা নম্বর থেকে ‘দারুণ অফার’ আসবে, ইগনোর করুন

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

টিআইবিতে চাকরির সুযোগ, বেতন ১ লাখ ১২ হাজার টাকা

চাকরি ডেস্ক 
টিআইবিতে চাকরির সুযোগ, বেতন ১ লাখ ১২ হাজার টাকা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির সিভিক এংগেজমেন্ট বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৪ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: এরিয়া কোঅর্ডিনেটর, (সিভিক এংগেজমেন্ট)।

পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পিপিটি ইত্যাদিতে দক্ষতা সহ কম্পিউটারে দক্ষ দক্ষতা; ইংরেজি এবং বাংলায় লিখিত এবং মৌখিক উভয় ভাষায় দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় ধরনের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ২৮–৬০ বছর।

কর্মস্থল: যশোর, ঝিনাইদহ

বেতন: ১১২,৩৬৯ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২০ ডিসেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিদেশে নেওয়ার অবস্থায় নেই খালেদা জিয়া

‘আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে’

বিশ্বকাপে কার খেলা কবে দেখে নিন

আজকের রাশিফল: সন্ধ্যায় অচেনা নম্বর থেকে ‘দারুণ অফার’ আসবে, ইগনোর করুন

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

দুদকের তিন পদের নিয়োগ পরীক্ষা ১৩ ডিসেম্বর

চাকরি ডেস্ক 
দুদকের তিন পদের নিয়োগ পরীক্ষা ১৩ ডিসেম্বর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিনটি পদে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ১৩ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ১ ডিসেম্বর প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন জাহাঙ্গীর পরিচালক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদগুলো হলো: সহকারী পরিদর্শক, হিসাবরক্ষক ও ক্যাশিয়ার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদগুলোতে অনুষ্ঠিতব্য লিখিত (রচনামূলক) পরীক্ষাগ্রহণ সংক্রান্ত এসএমএস প্রার্থীদের মুঠোফোনে পাঠানো হয়েছে।

আগামী ১৩ ডিসেম্বর (শনিবার) সকাল ১০টা থেকে বিকাল ২টা পর্যন্ত সেগুন বাগিচা হাই স্কুল কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এদিনের লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিদেশে নেওয়ার অবস্থায় নেই খালেদা জিয়া

‘আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে’

বিশ্বকাপে কার খেলা কবে দেখে নিন

আজকের রাশিফল: সন্ধ্যায় অচেনা নম্বর থেকে ‘দারুণ অফার’ আসবে, ইগনোর করুন

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৯০

চাকরি ডেস্ক 
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১১: ১১
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ১৯০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। কর্পোরেশনের যুগ্মপরিচালক মো. মাসুদুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদগুলো হলো: ব্যবস্থাপক, প্রকৌশলী, ৩য় প্রকৌশলী, প্রশাসনিক অফিসার, সহকারী মার্কেটিং অফিসার, ৪র্থ প্রকৌশলী, ফোরম্যান, সহকারী হিসাব রক্ষক, ক্যাশিয়ার, সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, সাঁট লিপিকার কাম-কম্পিউটার অপারেটর ও নার্সারী সহকারী।

এর আগে, ৫ ডিসেম্বর এসব পদে লিখিত পরীক্ষা তেজগাঁও কলেজ ও তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে টেলিটকের মাধ্যমে এসএমএস যোগে প্রার্থীদের জানানো হবে এবং যথারীতি কর্পোরেশনের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিদেশে নেওয়ার অবস্থায় নেই খালেদা জিয়া

‘আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে’

বিশ্বকাপে কার খেলা কবে দেখে নিন

আজকের রাশিফল: সন্ধ্যায় অচেনা নম্বর থেকে ‘দারুণ অফার’ আসবে, ইগনোর করুন

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

চাকরির সুযোগ দেবে মশক নিবারণী দপ্তর

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকা মশক নিবারণী দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির চার ক্যাটাগরির পদে মোট পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। ১৭ নভেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২০ নভেম্বর থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।

পদের নাম ও সংখ্যা: হিসাবরক্ষক, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৯,৩০০-২২,৮৯০ টাকা।

পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ হতে হবে।

বেতন: ৯,৩০০-২২,৮৯০ টাকা।

পদের নাম ও সংখ্যা: কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৯,৩০০-২২,৮৯০ টাকা।

পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক, ২টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদনপদ্ধতি

আগ্রহী প্রার্থীরা লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৯ ডিসেম্বর, ২০২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিদেশে নেওয়ার অবস্থায় নেই খালেদা জিয়া

‘আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে’

বিশ্বকাপে কার খেলা কবে দেখে নিন

আজকের রাশিফল: সন্ধ্যায় অচেনা নম্বর থেকে ‘দারুণ অফার’ আসবে, ইগনোর করুন

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত