রোববার, ০৪ জুন ২০২৩

সেকশন

 

ওয়ানডের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখছে না আইসিসি

আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৯:০৪

ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ হয়ে আছে ১৯৯৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল। ফাইল ছবি কদিন আগে ক্রিকেটের ব্যস্ত সূচি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন ওয়াসিম আকরাম। পাকিস্তান কিংবদন্তির পরামর্শ ছিল আন্তর্জাতিক ক্রিকেটের সূচি থেকে ওয়ানডে সংস্করণ বাদ দেওয়া। 

পরের দিন উসমান খাজা বলেছিলেন, ওয়ানডে ক্রিকেট মরে যাচ্ছে। 

সপ্তাহজুড়েই ওয়ানডের ভবিষ্যৎ নিয়ে পক্ষে-বিপক্ষে হয়েছে নানা আলোচনা। এবার এ নিয়ে কথা বললেন স্বয়ং আইসিসির প্রধাণ নির্বাহী জিওফ অ্যালারডাইস। তিনি জানিয়েছেন, ওয়ানডে ক্রিকেট নিয়ে কোনো শঙ্কা নেই। 

আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিওফ অ্যালারডাইস। ছবি: সংগৃহীত ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত ভবিষ্যৎ সফর পরিকল্পনায় (এফটিপি) উল্লেখযোগ্য সংখ্যক ওয়ানডে থাকার কথা জানিয়েছেন অ্যালারডাইস। ভিডিও কনফারেন্সে তিনি বলেন, ‘শুধু ওয়ানডে নয়; সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। দেশগুলো তাদের এফটিপিতে উল্লেখযোগ্য সংখ্যক ওয়ানডে পাচ্ছে। কাজেই আমার মনে হয়, ওয়ানডেতে তেমন কোনো বদল আসছে না। আগের পরিকল্পনা অনুযায়ী সব চলছে।’ 

ক্রিকেট বোর্ডগুলো এখন আন্তর্জাতিক সূচির ফাঁকে আয়োজন করছে ফ্র্যাঞ্চাইজি লিগ। এগুলোর সমন্বয় আয়োজক বোর্ডগুলোকেই সামলাতে বলছেন অ্যালারডাইস, ‘প্রত্যেকে তাদের ঘরোয়া টুর্নামেন্টের সঙ্গে আন্তর্জাতিক সূচিতে সমন্বয় করে চলবে।’ 

এ বছর অক্টোবরে টি-টোয়ন্টি বিশ্বকাপ, আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ। ২০২৪ সালে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৫ সালে আছে চ্যাম্পিয়নস ট্রফি। এছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপ ও দ্বিপক্ষীয় সিরিজ তো আছেই। এ নিয়ে আইসিসি নির্বাহী বলছেন, ‘হ্যাঁ, ক্যালেন্ডারে প্রচুর চাপ আছে। কিন্তু আমি নিশ্চিত নই এটা খুব উদ্বেগের বিষয় হবে কি না।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    আফগানদের বিধ্বস্ত করে সমতায় ফিরল লঙ্কানরা 

    সহসভাপতির আপত্তিপত্র কেড়ে নেওয়ার অভিযোগ সাঈদের বিরুদ্ধে 

    ফিরেছেন তাসকিন, চমক মুশফিক-দিপু

    হার্ভার্ডের শিক্ষিকাকে কোরআন উপহার রিজওয়ানের

    চলে যাচ্ছেন বেনজেমা, নিশ্চিত করল রিয়াল মাদ্রিদ

    শচীনের সঙ্গে গিলের তুলনা, যা বললেন ওয়াসিম আকরাম

    মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটির বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন

    রাবি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় খাবারের দাম কমানোসহ কয়েক দফা দাবিতে মানববন্ধন 

    দিনাজপুরে ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ ৪১ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড 

    নির্বাচনকালীন সরকারের ব্যাপারে অস্পষ্টতা নেই: আইনমন্ত্রী

    উত্তরা ও কাফরুল থেকে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত চার আসামি গ্রেপ্তার 

    পেঁয়াজ আমদানির অনুমতি মিলছে সোমবার