লিঙ্গ নিরপেক্ষ ইমোজি আনার ক্ষেত্রে আরেক ধাপ এগোল মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। এবার সব আইফোন ব্যবহারকারীদের জন্য এনেছে ‘গর্ভবতী পুরুষ’ এবং ‘গর্ভবতী ব্যক্তি’সহ বেশ কয়েকটি লিঙ্গ-নিরপেক্ষ ইমোজি।
ফক্স নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, আইওএস ১৫.৪ সংস্করণ হালনাগাদের সঙ্গে এই সুবিধাটি চালু করা হয়েছে। অ্যাপল গত মার্চে আপডেটটি চালু করেছে এবং সম্পূর্ণ নতুন কিছু জিনিস এনেছে। সামগ্রিকভাবে অ্যাপল ৩৫টি নতুন ইমোটিকন প্রকাশ করেছে। রাজা এবং রানির পাশাপাশি লিঙ্গ-নিরপেক্ষ ‘মুকুট পরিহিত ব্যক্তি’ এবং ‘অন্তঃসত্ত্বা পুরুষ’ ইমোজি যোগ করা হয়েছে।
অবশ্য অ্যাপল প্রথমে একটি ঐচ্ছিক আপডেটের অংশ হিসেবে গত জানুয়ারিতে ‘অন্তঃসত্ত্বা পুরুষ’ এবং ‘অন্তঃসত্ত্বা ব্যক্তি’ ইমোজি চালু করেছিল। ২০১৯ সালে কোম্পানিটি প্রথম সমকামী দম্পতি এবং লিঙ্গ-নিরপেক্ষ ইমোজি যোগ করার দুই বছরেরও বেশি সময় পরে সর্বশেষ এই ইমোটিকনগুলো আনল।
তবে এ নিয়ে ইন্টারনেটে খুব একটা সন্তোষজনক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। বিষয়টি নিয়ে অনেকে রসিকতা করে বলছেন, লোকটি আসলে অন্তঃসত্ত্বা নয়, বরং খুব বেশি খেয়ে ফেলেছে!
একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘এটা একজন অন্তঃসত্ত্বা পুরুষের ইমোজি নাকি এটি আমিই যে পিৎজা বুফে খেতে পারে?’ আরেকজন লিখেছেন, ‘এটি দেখে বিয়ার বেলি ম্যান মনে হচ্ছে না কি?’
‘সুতরাং সবাই জানেন যে নতুন ইমোজিগুলোর একটি অন্তঃসত্ত্বা পুরুষ […] সুতরাং গর্ভপাত এখন আর কেবল নারীদের ইস্যু নয়? পুরুষদেরও গর্ভপাত করানো যেতে পারে!’ বলেছেন একজন রসিক টুইটার ব্যবহারকারী।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে