
ছোট্ট এক পাখির কারণে রেলযোগাযোগে দেখা দেয় বড় এক বিঘ্ন। পাঁচ-দশ মিনিট নয় পাক্কা এক ঘণ্টা ২০ মিনিট পর স্বাভাবিক হয় পরিস্থিতি। সিগালের একটি বিপন্ন প্রজাতি রেললাইনে চলে আসায় এ সমস্যা তৈরি হয় ইংল্যান্ডের ব্রাইটন স্টেশনে।
ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ কিছু অংশের রেল যোগাযোগের দায়িত্বে থাকা টেমসলিংক সন্ধ্যা সাতটার দিকে ব্রাইটনের তিনটি প্ল্যাটফর্ম বন্ধ করে দিতে বাধ্য হয়। তখন বিদ্যুৎ বন্ধ করে হেরিং গালটি সরিয়ে নেওয়া হয়।
এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে।
এতে যে পরিষেবাগুলো বিঘ্নিত হয় তার মধ্যে আছে গেটউইক এক্সপ্রেসের চলাচল, ব্রাইটন থেকে লন্ডনের দিকে ট্রেন চলাচল প্রভৃতি। রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত রেলযাত্রায় এ ব্যাঘাত স্থায়ী হয়।
কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যাত্রীদের নির্দিষ্ট সময়ে যাত্রা শেষ করতে ২০ মিনিট আগে রওনা হওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি নিয়মিতভাবে ট্রেন ছাড়ার তথ্য পরীক্ষা করতে বলেছে।
একজন যাত্রী এক্সে অভিযোগ করেন ‘অনেকগুলি ট্রেনে’র যাত্রা বাতিল হয়েছে এবং রেল কর্তৃপক্ষ তাঁদের অসহায় একটি অবস্থায় ফেলে রেখেছে।
টেমসলিংক পরে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে জানায়, পাখিটিকে রেললাইন থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
কম বয়স্ক পাখিটির একটি ছবি শেয়ার করে তারা লেখে, ‘বিষয়টির চমৎকার একটি সমাপ্তি হওয়ায় আমরা আনন্দিত।’
সাগর তীরের এলাকাগুলোতে হেরিং গালদের নিয়মিতই দেখা গেলেও বার্ডস অব কনজারভেশন কনসার্ন’সের (বিসিসি) লাল তালিকায় আছে ২০০৯ সাল থেকে। কারণ এর সংখ্যা দিন দিন কমছে।
লাল তালিকায় রাখার অর্থ প্রজাতিটিকে বিসিসি ‘সংরক্ষণে বাড়তি গুরুত্ব পাওয়ার যোগ্য’ বলে মনে করছে।

ছোট্ট এক পাখির কারণে রেলযোগাযোগে দেখা দেয় বড় এক বিঘ্ন। পাঁচ-দশ মিনিট নয় পাক্কা এক ঘণ্টা ২০ মিনিট পর স্বাভাবিক হয় পরিস্থিতি। সিগালের একটি বিপন্ন প্রজাতি রেললাইনে চলে আসায় এ সমস্যা তৈরি হয় ইংল্যান্ডের ব্রাইটন স্টেশনে।
ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ কিছু অংশের রেল যোগাযোগের দায়িত্বে থাকা টেমসলিংক সন্ধ্যা সাতটার দিকে ব্রাইটনের তিনটি প্ল্যাটফর্ম বন্ধ করে দিতে বাধ্য হয়। তখন বিদ্যুৎ বন্ধ করে হেরিং গালটি সরিয়ে নেওয়া হয়।
এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে।
এতে যে পরিষেবাগুলো বিঘ্নিত হয় তার মধ্যে আছে গেটউইক এক্সপ্রেসের চলাচল, ব্রাইটন থেকে লন্ডনের দিকে ট্রেন চলাচল প্রভৃতি। রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত রেলযাত্রায় এ ব্যাঘাত স্থায়ী হয়।
কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যাত্রীদের নির্দিষ্ট সময়ে যাত্রা শেষ করতে ২০ মিনিট আগে রওনা হওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি নিয়মিতভাবে ট্রেন ছাড়ার তথ্য পরীক্ষা করতে বলেছে।
একজন যাত্রী এক্সে অভিযোগ করেন ‘অনেকগুলি ট্রেনে’র যাত্রা বাতিল হয়েছে এবং রেল কর্তৃপক্ষ তাঁদের অসহায় একটি অবস্থায় ফেলে রেখেছে।
টেমসলিংক পরে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে জানায়, পাখিটিকে রেললাইন থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
কম বয়স্ক পাখিটির একটি ছবি শেয়ার করে তারা লেখে, ‘বিষয়টির চমৎকার একটি সমাপ্তি হওয়ায় আমরা আনন্দিত।’
সাগর তীরের এলাকাগুলোতে হেরিং গালদের নিয়মিতই দেখা গেলেও বার্ডস অব কনজারভেশন কনসার্ন’সের (বিসিসি) লাল তালিকায় আছে ২০০৯ সাল থেকে। কারণ এর সংখ্যা দিন দিন কমছে।
লাল তালিকায় রাখার অর্থ প্রজাতিটিকে বিসিসি ‘সংরক্ষণে বাড়তি গুরুত্ব পাওয়ার যোগ্য’ বলে মনে করছে।

চীনা নববর্ষের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সাধারণ আহ্বান মুহূর্তেই রূপ নিয়েছিল বিশাল জনসমাগম ও গ্রামীণ উৎসবে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম চীনের চংকিংয়ের হেচুয়ান অঞ্চলের চিংফু গ্রামে। ২০ বছর বয়সী এক তরুণী দাইদাই চীনা টিকটকে সহায়তার আবেদন জানান। তিনি জানান, তাঁর বাবা বয়সের কারণে...
১ দিন আগে
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে চলমান ইন্ডিয়া ওপেন সুপার-৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে গতকাল বৃহস্পতিবার এক অস্বাভাবিক ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুরুষদের এককের দ্বিতীয় রাউন্ডে ভারতের এইচএস প্রণয় ও সিঙ্গাপুরের লো কিন ইউয়ের ম্যাচে কোর্টে পাখির বিষ্ঠা পড়ায় দুবার খেলা বন্ধ রাখতে
১ দিন আগে
ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
৮ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
৮ দিন আগে