ল-র-ব-য-হ ডেস্ক

পৃথিবীর প্রতিটি মানুষের আঙুলের ছাপে ভিন্নতা রয়েছে। এ নিয়ে গৌরবের শেষ নেই। তবে কুকুরের নাকেও কিন্তু এমন বৈচিত্র্য রয়েছে। ছাপ নেওয়া হলে একেক কুকুরের নাকের ছাপ হবে একেকরকম।
কুকুরের রয়েছে এমন আরও কিছু বিশেষ বৈশিষ্ট্য। এর ঘ্রাণশক্তি মানুষের তুলনায় ১০০ থেকে ১ লাখ গুণ পর্যন্ত হয়ে থাকে। শ্রবণশক্তির তুলনা করলে মানুষের চেয়ে কুকুর ১০ গুন এগিয়ে। ১৮ ধরনের পেশি কাজ করায় কুকুরের কান অনবরত নড়তে থাকে। অর্থাৎ, মানুষ টের পায় না এমন মৃদু শব্দ ও ঘ্রাণ কুকুর খুব সহজেই শনাক্ত করতে পারে। ঘ্রাণ নেওয়া আর শ্বাসকার্য চালাতে পারে সমান তালে।
কুকুর মানুষের ব্যবহৃত প্রায় ১০০ শব্দ আয়ত্তে রাখতে পারে। বুদ্ধিতেও বিশেষত্ব থাকায় এদের বিশেষ কাজের জন্য প্রশিক্ষণও দেওয়া যায়। এভাবেই মাদক, টাকা, অস্ত্রসহ বিভিন্ন জিনিসপত্র খুঁজতে আইনশৃঙ্খলা বাহিনী ডগ স্কোয়াড ব্যবহার করে থাকে। পানিতে পড়ে যাওয়া মানুষ উদ্ধারে কাজ করছে ডগ রেস্কিউয়ার। রোগ শনাক্তেও কুকুরের ব্যবহার রয়েছে। তবে ক্ষেপালে কিন্তু এরা যে কাউকে নাজেহাল করে ছাড়ে।
কুকুর ঘণ্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে। কখনো এ গতি চিতাকেও হার মানায়। সারা দিন দৌড়ালেও কুকুরকে কখনো ঘামতে দেখা যায় না। কারণ, এদের পায়ের থাবা ছাড়া আর কোন অঙ্গ ঘামে না।
অনেকে কুকুর পুষতে পছন্দ করেন। কুকুরও মনিবের ডাকে তাৎক্ষণিক ছুটে আসে। মনিব বাইরে থেকে ফিরলে তাঁর উপস্থিতি খুব সহজেই টের পায়। আদর করলে অনুভব করে; কখনো প্রতিক্রিয়াও দেয়। যেন কুকুরও প্রেম বোঝে, প্রেমে পড়ে।

পৃথিবীর প্রতিটি মানুষের আঙুলের ছাপে ভিন্নতা রয়েছে। এ নিয়ে গৌরবের শেষ নেই। তবে কুকুরের নাকেও কিন্তু এমন বৈচিত্র্য রয়েছে। ছাপ নেওয়া হলে একেক কুকুরের নাকের ছাপ হবে একেকরকম।
কুকুরের রয়েছে এমন আরও কিছু বিশেষ বৈশিষ্ট্য। এর ঘ্রাণশক্তি মানুষের তুলনায় ১০০ থেকে ১ লাখ গুণ পর্যন্ত হয়ে থাকে। শ্রবণশক্তির তুলনা করলে মানুষের চেয়ে কুকুর ১০ গুন এগিয়ে। ১৮ ধরনের পেশি কাজ করায় কুকুরের কান অনবরত নড়তে থাকে। অর্থাৎ, মানুষ টের পায় না এমন মৃদু শব্দ ও ঘ্রাণ কুকুর খুব সহজেই শনাক্ত করতে পারে। ঘ্রাণ নেওয়া আর শ্বাসকার্য চালাতে পারে সমান তালে।
কুকুর মানুষের ব্যবহৃত প্রায় ১০০ শব্দ আয়ত্তে রাখতে পারে। বুদ্ধিতেও বিশেষত্ব থাকায় এদের বিশেষ কাজের জন্য প্রশিক্ষণও দেওয়া যায়। এভাবেই মাদক, টাকা, অস্ত্রসহ বিভিন্ন জিনিসপত্র খুঁজতে আইনশৃঙ্খলা বাহিনী ডগ স্কোয়াড ব্যবহার করে থাকে। পানিতে পড়ে যাওয়া মানুষ উদ্ধারে কাজ করছে ডগ রেস্কিউয়ার। রোগ শনাক্তেও কুকুরের ব্যবহার রয়েছে। তবে ক্ষেপালে কিন্তু এরা যে কাউকে নাজেহাল করে ছাড়ে।
কুকুর ঘণ্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে। কখনো এ গতি চিতাকেও হার মানায়। সারা দিন দৌড়ালেও কুকুরকে কখনো ঘামতে দেখা যায় না। কারণ, এদের পায়ের থাবা ছাড়া আর কোন অঙ্গ ঘামে না।
অনেকে কুকুর পুষতে পছন্দ করেন। কুকুরও মনিবের ডাকে তাৎক্ষণিক ছুটে আসে। মনিব বাইরে থেকে ফিরলে তাঁর উপস্থিতি খুব সহজেই টের পায়। আদর করলে অনুভব করে; কখনো প্রতিক্রিয়াও দেয়। যেন কুকুরও প্রেম বোঝে, প্রেমে পড়ে।

ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
২ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
৩ দিন আগে
চীনে ৬২ বছর বয়সী এক নারী গর্ভধারণের ছয় মাস পার করছেন। তিনি অনাগত সন্তানকে তাঁর মৃত একমাত্র ছেলের পুনর্জন্ম হিসেবে দেখছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
৪ দিন আগে
জাপানের টোকিওতে ঐতিহ্যবাহী নববর্ষের মাছ নিলামে ইতিহাস গড়ল একটি বিশালাকার ব্লুফিন টুনা। সোমবার (৫ জানুয়ারি) ভোরে টোকিওর টয়োসু ফিশ মার্কেটে অনুষ্ঠিত নিলামে বিক্রি হওয়া ওই প্যাসিফিক ব্লুফিন টুনাটির ওজন ছিল ২৪৩ কেজি।
৬ দিন আগে