
দাতব্য তহবিল সংগ্রহে অভিনব এক নিলামের আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বিশেষ নম্বরের যানবাহনের রেজিস্ট্রেশন প্লেট আর মোবাইল নম্বর তোলা হবে নিলামে। এসব নম্বরকে বলা হচ্ছে ‘মোস্ট নোবল নাম্বার’।
আজ বুধবার সংযুক্ত আরব আমিরাত–ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে। আবুধাবিতে গতকাল মঙ্গলবার বিশেষ এই নিলাম শুরু হয়েছে, যা শেষ হবে আগামী সোমবার (১৭ মার্চ)।
সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ফাদার্স এন্ডাওমেন্ট ক্যাম্পেইনের তহবিল সংগ্রহের জন্য এই নিলামের আয়োজন করেছেন। আবুধাবি পৌরসভা ও পরিবহন বিভাগের অধীনস্থ ইন্টিগ্রেটেড সেন্টার পরিচালনা করবে এই নিলাম। এতে ৪৪৪টি বিশেষ নম্বর প্লেট নিলামে তোলা হবে, যার মধ্যে থাকবে ১০,৯৯, ৫–এর মতো বহুল চাহিদাসম্পন্ন নম্বর।
বিশেষ এই নিলাম অনুষ্ঠিত হবে অনলাইনে। ‘এমিরেটস অকশন’ নামের একটি অ্যাপের মাধ্যমে অংশ নেওয়া যাবে নিলামে।
আগামী শনিবার (১৫ মার্চ) দুবাইতেও অনুষ্ঠিত হবে নিলামটি। দুবাইয়ে এই নিলামের আয়োজনে সহযোগিতা করবে দুবাই সরকারি নিয়ন্ত্রক সংস্থা রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট (আরটিএ), মোবাইল সিম কোম্পানি ‘এতিসালাত বাই ই অ্যান্ড’ এবং ‘ডিইউ’। এতে তোলা হবে ২৫টি বিশেষ নম্বর, যার মধ্যে ৫টি গাড়ির নম্বর প্লেট, ‘ডিইউ’–এর ১০টি এবং ‘এতিসালাত বাই ই অ্যান্ড’–এর ১০টি মোবাইল নম্বর। আবুধাবির নিলামটি অনলাইনে হলেও দুবাইয়ের নিলামটি বিখ্যাত বুর্জ খলিফায় আয়োজন করা হয়েছে।
‘মোস্ট নোবল নম্বর’ শীর্ষক এই নিলামে শৌখিন নম্বর কিনতে মূলত হাইপ্রোফাইল ব্যক্তি এবং ব্যবসায়ীরা অংশ নেবেন। আমিরাত সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ মোহাম্মদ বিন রাশিদ গ্লোবাল ইনিশিয়েটিভস–এর আওতায় দুস্থ ব্যক্তিদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে ফাদার্স এন্ডাওমেন্ট ক্যাম্পেইন। মূলত সরকারের স্বাস্থ্য প্রকল্পসহ অন্যান্য মানবিক কার্যক্রমে ব্যয় করা হয় এ তহবিলের অর্থ।
মূলত সংযুক্ত আরব আমিরাতের শাসকদের পূর্বপুরুষদের সম্মানে তৈরি করা হয়েছে বিশেষ এই তহবিল, যে কারণে একে ফাদার্স এন্ডাওমেন্ট ক্যাম্পেইন বলা হয়। এখন পর্যন্ত এই ক্যাম্পেইনের আওতায় তহবিল সংগৃহীত হয়েছে ৩ দশমিক ৩ বিলিয়ন বা ৩৩০ কোটি মার্কিন ডলার।

দাতব্য তহবিল সংগ্রহে অভিনব এক নিলামের আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বিশেষ নম্বরের যানবাহনের রেজিস্ট্রেশন প্লেট আর মোবাইল নম্বর তোলা হবে নিলামে। এসব নম্বরকে বলা হচ্ছে ‘মোস্ট নোবল নাম্বার’।
আজ বুধবার সংযুক্ত আরব আমিরাত–ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে। আবুধাবিতে গতকাল মঙ্গলবার বিশেষ এই নিলাম শুরু হয়েছে, যা শেষ হবে আগামী সোমবার (১৭ মার্চ)।
সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ফাদার্স এন্ডাওমেন্ট ক্যাম্পেইনের তহবিল সংগ্রহের জন্য এই নিলামের আয়োজন করেছেন। আবুধাবি পৌরসভা ও পরিবহন বিভাগের অধীনস্থ ইন্টিগ্রেটেড সেন্টার পরিচালনা করবে এই নিলাম। এতে ৪৪৪টি বিশেষ নম্বর প্লেট নিলামে তোলা হবে, যার মধ্যে থাকবে ১০,৯৯, ৫–এর মতো বহুল চাহিদাসম্পন্ন নম্বর।
বিশেষ এই নিলাম অনুষ্ঠিত হবে অনলাইনে। ‘এমিরেটস অকশন’ নামের একটি অ্যাপের মাধ্যমে অংশ নেওয়া যাবে নিলামে।
আগামী শনিবার (১৫ মার্চ) দুবাইতেও অনুষ্ঠিত হবে নিলামটি। দুবাইয়ে এই নিলামের আয়োজনে সহযোগিতা করবে দুবাই সরকারি নিয়ন্ত্রক সংস্থা রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট (আরটিএ), মোবাইল সিম কোম্পানি ‘এতিসালাত বাই ই অ্যান্ড’ এবং ‘ডিইউ’। এতে তোলা হবে ২৫টি বিশেষ নম্বর, যার মধ্যে ৫টি গাড়ির নম্বর প্লেট, ‘ডিইউ’–এর ১০টি এবং ‘এতিসালাত বাই ই অ্যান্ড’–এর ১০টি মোবাইল নম্বর। আবুধাবির নিলামটি অনলাইনে হলেও দুবাইয়ের নিলামটি বিখ্যাত বুর্জ খলিফায় আয়োজন করা হয়েছে।
‘মোস্ট নোবল নম্বর’ শীর্ষক এই নিলামে শৌখিন নম্বর কিনতে মূলত হাইপ্রোফাইল ব্যক্তি এবং ব্যবসায়ীরা অংশ নেবেন। আমিরাত সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ মোহাম্মদ বিন রাশিদ গ্লোবাল ইনিশিয়েটিভস–এর আওতায় দুস্থ ব্যক্তিদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে ফাদার্স এন্ডাওমেন্ট ক্যাম্পেইন। মূলত সরকারের স্বাস্থ্য প্রকল্পসহ অন্যান্য মানবিক কার্যক্রমে ব্যয় করা হয় এ তহবিলের অর্থ।
মূলত সংযুক্ত আরব আমিরাতের শাসকদের পূর্বপুরুষদের সম্মানে তৈরি করা হয়েছে বিশেষ এই তহবিল, যে কারণে একে ফাদার্স এন্ডাওমেন্ট ক্যাম্পেইন বলা হয়। এখন পর্যন্ত এই ক্যাম্পেইনের আওতায় তহবিল সংগৃহীত হয়েছে ৩ দশমিক ৩ বিলিয়ন বা ৩৩০ কোটি মার্কিন ডলার।

ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
৬ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
৬ দিন আগে
চীনে ৬২ বছর বয়সী এক নারী গর্ভধারণের ছয় মাস পার করছেন। তিনি অনাগত সন্তানকে তাঁর মৃত একমাত্র ছেলের পুনর্জন্ম হিসেবে দেখছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
৭ দিন আগে
জাপানের টোকিওতে ঐতিহ্যবাহী নববর্ষের মাছ নিলামে ইতিহাস গড়ল একটি বিশালাকার ব্লুফিন টুনা। সোমবার (৫ জানুয়ারি) ভোরে টোকিওর টয়োসু ফিশ মার্কেটে অনুষ্ঠিত নিলামে বিক্রি হওয়া ওই প্যাসিফিক ব্লুফিন টুনাটির ওজন ছিল ২৪৩ কেজি।
১০ দিন আগে