Ajker Patrika

স্বপ্নে পাওয়া নম্বরে লটারি জিতলেন মার্কিন নারী

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১৩: ৪৩
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!

এনডিটিভি জানিয়েছে, মেরিল্যান্ডের প্রিন্স জর্জস কাউন্টির ওই নারী গত ডিসেম্বরে একটি স্বপ্ন দেখেন। এই স্বপ্নে কয়েকটি সংখ্যা তাঁর মনে গভীর প্রভাব ফেলে। তিনি সিদ্ধান্ত নেন, সেই সংখ্যা দিয়ে লটারির টিকিট কিনবেন।

তবে সুযোগটি প্রায় হারাতে বসেছিলেন তিনি। কারণ, নিজের ভুবনে ডুব দিয়ে লটারির কথা প্রায় ভুলেই গিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি দেরি করছিলাম এবং প্রায় ভুলেই গিয়েছিলাম খেলতে। কিন্তু এটা জানতাম, স্বপ্নের সেই সংখ্যাগুলো দিয়ে অবশ্যই খেলতে হবে।’

অবশেষে, অক্সন হিলের একটি দোকান থেকে তিনি ৯-৯-০-০-০ সংখ্যা দিয়ে একটি ‘পিক-৫’ লটারি টিকিট কেনেন।

গত ২০ ডিসেম্বর সন্ধ্যার ড্রতে সেই টিকিটই ৫০ হাজার ডলার জিতে নেয়। বিজয়ী নারী তাঁর স্বামীকে সংবাদটি জানালে তিনি প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না।

এ বিষয়ে নারীর স্বামী বলেন, ‘আমার স্ত্রী যখন দেখালেন, তখনো মনে হচ্ছিল, সত্যি নয়। তবে ভাগ্যের ছোঁয়া যখন আসে, তখন আপনাকে প্রস্তুত থাকতে হয়। আমরা ভাগ্যবান যে সেই মুহূর্তে ঠিক জায়গায় ছিলাম।’

লটারির অর্থ কীভাবে খরচ করবেন, তা নিয়ে পরিকল্পনা করছেন এই দম্পতি। এবারের বড়দিনে তাঁরা অবশ্য নাতি-নাতনিদের জন্য একটু বাড়তি উপহার কিনে দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ী নেতাদের বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিল বিএনপি

আসামে ৫.৪ মাত্রার ভূমিকম্প, অনুভূত বাংলাদেশেও

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বিকেলে নেওয়ার সিদ্ধান্তে দুশ্চিন্তায় পরীক্ষার্থীরা

কলম্বিয়ায় হামলা চালানোর প্রস্তাব ভালো, পতনে উন্মুখ কিউবা: ট্রাম্প

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ: ভারতে খেলবে না বাংলাদেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত