
মেসেজ আদান প্রদান ছাড়া কল ও ভিডিও কলের জন্য হোয়াটসঅ্যাপ বেশ জনপ্রিয়। তাই ভিডিও কলের জন্য কিছুদিন আগে ‘লো লাইট’ মোড যুক্ত করেছে এই প্ল্যাটফর্ম। এই মোডের মাধ্যমে ফোনের পর্দায় আলোর উজ্জ্বলতা কম করা যায়। আশপাশে আলো কম থাকলেও স্বচ্ছন্দে ভিডিও কল করা যাবে। ভিডিও কলে বিভিন্ন ফিল্টার ও ব্যাকগ্রাউন্ডের অপশন

এই ডিজিটাল যুগে অ্যাপ এখন জীবনযাপনের সঙ্গী। স্মার্টফোনের বড় অংশজুড়ে তাদের উপস্থিতি। তবে সেসব অ্যাপের বেশির ভাগেরই সাধারণ ব্যবহারের বাইরে অন্যান্য ফিচারের খোঁজ কম রাখেন ব্যবহারকারীরা। কিন্তু চেনা অ্যাপগুলোর সেই সব অচেনা এবং অব্যবহৃত ফিচার বিভিন্ন কাজ সহজ করে দেবে।

নতুন আপডেটের মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও এবং চ্যাট ফিচার নিয়ে এসেছে ম্যাসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম। সর্বশেষ আপডেটে ভিডিওর গতিনিয়ন্ত্রণ ও দ্রুত আপলোডের সুবিধা যুক্ত করা হয়েছে। পাশাপাশি ভিডিওর মানও উন্নত করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ নানা সমস্যা, আফসোস, খেদ, দুঃখ বিষয়ক পোস্ট, কমেন্ট, স্টোরি শেয়ার করে। এসব পোস্টের মাধ্যমে সহানুভূতি, লাইক বা কমেন্ট পেতে চায় অনেকে। কেউ কেউ ইচ্ছা করে বিষয়টি করে। নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করতে বানিয়ে গল্প বলার প্রবণতাও রয়েছে। আবার কেউ কেউ অবচেতন মনে এসব করে। এই ধরনের প্রব