প্রযুক্তি ডেস্ক

এবার টুইটার ছাড়লেন জনপ্রিয় ইংরেজ গায়ক স্যার এলটন জন। ইলন মাস্ক টুইটার কেনার পর মাইক্রো ব্লগিং সাইটটির কিছু নীতি পরিবর্তন মেনে নিতে পারেননি তিনি।
বিবিসির এক প্রতিবেদনে অনুযায়ী, গত মাস থেকে টুইটার কোভিড-১৯ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বন্ধ করে দিয়েছে। এলটনের টুইটার ত্যাগের ঘোষণার প্রতিক্রিয়ায় মাস্ক বলেছেন, তাঁর আশা, এই তারকা টুইটারে ফিরে আসবেন।
এলটন গত ৯ ডিসেম্বর এক টুইটে লিখেছেন, ‘আমার সারা জীবন মানুষকে একত্রিত করার জন্য সংগীতকে ব্যবহারের চেষ্টা করেছি। এটা দেখে আমার খারাপ লাগে যে, কীভাবে ভুল তথ্য এখন আমাদের বিশ্বকে বিভক্ত করার জন্য ব্যবহার করা হচ্ছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, টুইটার আর ব্যবহার করব না। প্ল্যাটফর্মটির সাম্প্রতিক পরিবর্তিত নীতির কারণে ভুয়া তথ্য কোনো প্রকার যাচাই ছাড়াই প্রকাশের সুযোগ পাবে।’ এটিকেই এলটন জনের শেষ টুইট বলে ধারণা করা হচ্ছে।
এলটনের পোস্টের নিচেই প্রতিক্রিয়া জানিয়েছেন টুইটারের নতুন মালিক ইলন মাস্ক। তিনি বলেছেন, ‘আমি আপনার গান পছন্দ করি। আশা করি, আপনি ফিরে আসবেন। টুইটারে কি এমন কোনো ভুল তথ্য রয়েছে যা নিয়ে আপনি বিশেষভাবে উদ্বিগ্ন?’
গত ২ ডিসেম্বর দুটি পর্যবেক্ষক গোষ্ঠী একটি গবেষণা প্রকাশ করে। সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেইট এবং অ্যান্টি-ডিফেমেশন লিগ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, মাস্ক টুইটারের নেতৃত্ব নেওয়ার পর থেকে টুইটারে ঘৃণাবাচক বক্তব্যের পরিমাণ নাটকীয়ভাবে বেড়েছে। সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেইট জানায়, এই সময়টায় টুইটারে কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে বর্ণবাদী শব্দের দৈনিক ব্যবহার চলতি বছরের গড়ের চেয়ে তিনগুণ বেড়েছে। এ ছাড়া, সমকামী ব্যক্তি এবং ট্রান্সজেন্ডারদের বিরুদ্ধে অপমানজনক বাক্যের ব্যবহারও যথাক্রমে ৫৮ এবং ৬২ শতাংশ বেড়েছে।
এর আগে, গত মাসে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন চলাকালীন টুইটার ভুয়া তথ্যে সয়লাব হওয়ার অভিযোগ জানায় ওয়াশিংটনভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা কমন কজ। তারা জানায়, টুইটার ভুল তথ্য সংবলিত পোস্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনেক সময় নিয়েছে। টুইটারে যারা সঠিক তথ্য যাচাই বাছাইয়ের দায়িত্বে ছিলেন তাঁদের অনেককেই ছাঁটাই করার ফলে এমনটা হয়েছে।
উল্লেখ্য, ইলন মাস্ক টুইটার কেনার পর বেশ কয়েকজন তারকা ও সেলিব্রিটি মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মটিকে বিদায় জানিয়েছেন। জিম ক্যারি, হুপি গোল্ডবার্গ, শোন্ডা রাইমস, জিজি হাদিদ, টনি ব্র্যাক্সটন, সারা ব্যারেলিস, জামিলা জামিল তাঁদের মধ্যে অন্যতম।

এবার টুইটার ছাড়লেন জনপ্রিয় ইংরেজ গায়ক স্যার এলটন জন। ইলন মাস্ক টুইটার কেনার পর মাইক্রো ব্লগিং সাইটটির কিছু নীতি পরিবর্তন মেনে নিতে পারেননি তিনি।
বিবিসির এক প্রতিবেদনে অনুযায়ী, গত মাস থেকে টুইটার কোভিড-১৯ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বন্ধ করে দিয়েছে। এলটনের টুইটার ত্যাগের ঘোষণার প্রতিক্রিয়ায় মাস্ক বলেছেন, তাঁর আশা, এই তারকা টুইটারে ফিরে আসবেন।
এলটন গত ৯ ডিসেম্বর এক টুইটে লিখেছেন, ‘আমার সারা জীবন মানুষকে একত্রিত করার জন্য সংগীতকে ব্যবহারের চেষ্টা করেছি। এটা দেখে আমার খারাপ লাগে যে, কীভাবে ভুল তথ্য এখন আমাদের বিশ্বকে বিভক্ত করার জন্য ব্যবহার করা হচ্ছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, টুইটার আর ব্যবহার করব না। প্ল্যাটফর্মটির সাম্প্রতিক পরিবর্তিত নীতির কারণে ভুয়া তথ্য কোনো প্রকার যাচাই ছাড়াই প্রকাশের সুযোগ পাবে।’ এটিকেই এলটন জনের শেষ টুইট বলে ধারণা করা হচ্ছে।
এলটনের পোস্টের নিচেই প্রতিক্রিয়া জানিয়েছেন টুইটারের নতুন মালিক ইলন মাস্ক। তিনি বলেছেন, ‘আমি আপনার গান পছন্দ করি। আশা করি, আপনি ফিরে আসবেন। টুইটারে কি এমন কোনো ভুল তথ্য রয়েছে যা নিয়ে আপনি বিশেষভাবে উদ্বিগ্ন?’
গত ২ ডিসেম্বর দুটি পর্যবেক্ষক গোষ্ঠী একটি গবেষণা প্রকাশ করে। সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেইট এবং অ্যান্টি-ডিফেমেশন লিগ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, মাস্ক টুইটারের নেতৃত্ব নেওয়ার পর থেকে টুইটারে ঘৃণাবাচক বক্তব্যের পরিমাণ নাটকীয়ভাবে বেড়েছে। সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেইট জানায়, এই সময়টায় টুইটারে কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে বর্ণবাদী শব্দের দৈনিক ব্যবহার চলতি বছরের গড়ের চেয়ে তিনগুণ বেড়েছে। এ ছাড়া, সমকামী ব্যক্তি এবং ট্রান্সজেন্ডারদের বিরুদ্ধে অপমানজনক বাক্যের ব্যবহারও যথাক্রমে ৫৮ এবং ৬২ শতাংশ বেড়েছে।
এর আগে, গত মাসে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন চলাকালীন টুইটার ভুয়া তথ্যে সয়লাব হওয়ার অভিযোগ জানায় ওয়াশিংটনভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা কমন কজ। তারা জানায়, টুইটার ভুল তথ্য সংবলিত পোস্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনেক সময় নিয়েছে। টুইটারে যারা সঠিক তথ্য যাচাই বাছাইয়ের দায়িত্বে ছিলেন তাঁদের অনেককেই ছাঁটাই করার ফলে এমনটা হয়েছে।
উল্লেখ্য, ইলন মাস্ক টুইটার কেনার পর বেশ কয়েকজন তারকা ও সেলিব্রিটি মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মটিকে বিদায় জানিয়েছেন। জিম ক্যারি, হুপি গোল্ডবার্গ, শোন্ডা রাইমস, জিজি হাদিদ, টনি ব্র্যাক্সটন, সারা ব্যারেলিস, জামিলা জামিল তাঁদের মধ্যে অন্যতম।

ওপেনএআই জানিয়েছে, বিজ্ঞাপনগুলো চ্যাটজিপিটির দেওয়া উত্তরের ওপর কোনো প্রভাব ফেলবে না। ব্যবহারকারীদের এটি বিশ্বাস করা প্রয়োজন, চ্যাটজিপিটির উত্তরগুলো সব সময় বস্তুনিষ্ঠভাবে যা প্রয়োজনীয় বা কার্যকর, তার ওপর ভিত্তি করেই দেওয়া হয়।
১ দিন আগে
নিউইয়র্কে করা এই মামলায় বলা হয়েছে, এক্সএআইয়ের পণ্য গ্রোক এমন এক জেনারেটিভ এআই চ্যাটবট, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুক্তভোগীদের পোশাকহীন করে, অপমান করে এবং তাঁদের যৌন নিপীড়ন করে।
২ দিন আগে
কম্পিউটার মানেই কি কেবল ইলেকট্রনিক চিপ আর বিদ্যুৎ? এই ধারণা বদলে দিতে পারে বিজ্ঞানীদের নতুন এক আবিষ্কার। পশ্চিম চীনের একটি প্রাচীন সমাধিতে ২ হাজার বছর পুরোনো এক বিস্ময়কর যন্ত্রের সন্ধান পাওয়া গেছে, যা আধুনিক কম্পিউটারের আদি রূপ হতে পারে বলে দাবি করছেন চীনা বিজ্ঞানীরা।
৪ দিন আগে
ফ্রিল্যান্সারদের জন্য ডিজিটাল নিবন্ধন ও আইডি কার্ড ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম চালু করেছে সরকার। এর ফলে ফ্রিল্যান্সাররা সরকার স্বীকৃত ফ্রিল্যান্সার আইডি কার্ড পাবেন, যা ব্যাংকিং সেবা, ঋণ ও ক্রেডিট সুবিধা, আর্থিক প্রণোদনা ও সরকারি-বেসরকারি প্রশিক্ষণে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করবে এবং পেশাগত মর্যাদা...
৫ দিন আগে