প্রযুক্তি ডেস্ক

এবার মেটায় চাকরি হারাচ্ছেন ছয় হাজারের বেশি কর্মী। এসব কর্মীরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে কর্মরত আছেন। আগামী সপ্তাহেই ছাঁটাই হতে পারেন তাঁরা। এর আগেও সোশ্যাল মিডিয়া জায়ান্ট প্রতিষ্ঠানটিতে ছাঁটাই হয়েছেন কয়েক হাজার কর্মী।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশবলের প্রতিবেদন অনুযায়ী, মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ আগেই জানিয়েছিলেন, চলতি বছরের মে মাসে ছাঁটাই হতে পারেন কিছু কর্মী। সূত্র মোতাবেক, আগামী সপ্তাহে মেটায় চাকরি হারাতে পারেন ৬ থেকে ৮ হাজার কর্মী। গত ১৯ এপ্রিল আবারও কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি। ফেসবুক ছাড়াও ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের কর্মীদের ছাঁটাইয়ের কথা জানায় মেটা।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, মেটার এক মেমোতে সংস্থার ম্যানেজারদের ছাঁটাইয়ের ঘোষণা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়। মেটার সিইও মার্ক জাকারবার্গ গত মার্চে জানিয়েছিলেন, প্রতিষ্ঠানের খরচ কমাতে প্রায় ১০ হাজার কর্মীকে ছাঁটাই করা হবে। নতুন এই ছাঁটাই মূলত ওই ঘোষণার বাস্তবায়নেরই অংশ।
এর আগে, ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেওয়ার পর গত ১৬ মার্চ মেটার এক মিটিংয়ে ছাঁটাই প্রসঙ্গে আলোচনার সময় কর্মীদের তোপের মুখে পড়তে হয়েছিল জাকারবার্গকে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি কোম্পানির বার্ষিক দক্ষতা নিয়ে আলোচনার সময় জাকারবার্গকে কর্মী ছাঁটাই নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয়। গত ১৬ মার্চ এক মিটিংয়ে তিনি সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেন। কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের পেছনের কারণও বলার চেষ্টা করেন মেটার জাকারবার্গ।

এবার মেটায় চাকরি হারাচ্ছেন ছয় হাজারের বেশি কর্মী। এসব কর্মীরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে কর্মরত আছেন। আগামী সপ্তাহেই ছাঁটাই হতে পারেন তাঁরা। এর আগেও সোশ্যাল মিডিয়া জায়ান্ট প্রতিষ্ঠানটিতে ছাঁটাই হয়েছেন কয়েক হাজার কর্মী।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশবলের প্রতিবেদন অনুযায়ী, মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ আগেই জানিয়েছিলেন, চলতি বছরের মে মাসে ছাঁটাই হতে পারেন কিছু কর্মী। সূত্র মোতাবেক, আগামী সপ্তাহে মেটায় চাকরি হারাতে পারেন ৬ থেকে ৮ হাজার কর্মী। গত ১৯ এপ্রিল আবারও কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি। ফেসবুক ছাড়াও ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের কর্মীদের ছাঁটাইয়ের কথা জানায় মেটা।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, মেটার এক মেমোতে সংস্থার ম্যানেজারদের ছাঁটাইয়ের ঘোষণা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়। মেটার সিইও মার্ক জাকারবার্গ গত মার্চে জানিয়েছিলেন, প্রতিষ্ঠানের খরচ কমাতে প্রায় ১০ হাজার কর্মীকে ছাঁটাই করা হবে। নতুন এই ছাঁটাই মূলত ওই ঘোষণার বাস্তবায়নেরই অংশ।
এর আগে, ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেওয়ার পর গত ১৬ মার্চ মেটার এক মিটিংয়ে ছাঁটাই প্রসঙ্গে আলোচনার সময় কর্মীদের তোপের মুখে পড়তে হয়েছিল জাকারবার্গকে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি কোম্পানির বার্ষিক দক্ষতা নিয়ে আলোচনার সময় জাকারবার্গকে কর্মী ছাঁটাই নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয়। গত ১৬ মার্চ এক মিটিংয়ে তিনি সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেন। কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের পেছনের কারণও বলার চেষ্টা করেন মেটার জাকারবার্গ।

শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে অস্ট্রেলিয়া সরকারের নেওয়া কঠোর পদক্ষেপের প্রভাব পড়তে শুরু করেছে। দেশটিতে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার নতুন আইন কার্যকরের প্রথম কয়েক দিনেই মেটা প্রায় ৫ লাখ ৫০ হাজার অ্যাকাউন্ট ব্লক বা বন্ধ করে দিয়েছে।
১ ঘণ্টা আগে
ভারত সরকার স্মার্টফোন প্রস্তুতকারকদের সোর্স কোড সরকারের সঙ্গে শেয়ার করতে বাধ্য করার প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে একগুচ্ছ সফটওয়্যার পরিবর্তনের কথাও বলা হয়েছে। এই প্রস্তাব ঘিরে অ্যাপল ও স্যামসাংয়ের মতো প্রযুক্তি জায়ান্টরা আপত্তি জানাচ্ছে।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ক্রমবর্ধমান ফ্রিল্যান্সিং সেক্টরকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ফ্রিল্যান্সারদের নিবন্ধন ও আইডি কার্ড (পরিচয়পত্র) দেবে সরকার। এ জন্য জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড কার্যক্রমের ডিজিটাল প্ল্যাটফর্ম freelancers. gov.bd-এর VAPT (Vulnerability Assessment & Penetration Testing) সম্পন্ন...
৬ ঘণ্টা আগে
দেশে ডোমেইন ব্যবহারে উৎসাহ দিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) .bd ডোমেইন সেবার জনপ্রিয় ক্যাটাগরিতে মূল্যছাড় ঘোষণা করেছে। আজ রোববার (১১ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে