প্রযুক্তি ডেস্ক

এবার মেটায় চাকরি হারাচ্ছেন ছয় হাজারের বেশি কর্মী। এসব কর্মীরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে কর্মরত আছেন। আগামী সপ্তাহেই ছাঁটাই হতে পারেন তাঁরা। এর আগেও সোশ্যাল মিডিয়া জায়ান্ট প্রতিষ্ঠানটিতে ছাঁটাই হয়েছেন কয়েক হাজার কর্মী।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশবলের প্রতিবেদন অনুযায়ী, মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ আগেই জানিয়েছিলেন, চলতি বছরের মে মাসে ছাঁটাই হতে পারেন কিছু কর্মী। সূত্র মোতাবেক, আগামী সপ্তাহে মেটায় চাকরি হারাতে পারেন ৬ থেকে ৮ হাজার কর্মী। গত ১৯ এপ্রিল আবারও কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি। ফেসবুক ছাড়াও ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের কর্মীদের ছাঁটাইয়ের কথা জানায় মেটা।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, মেটার এক মেমোতে সংস্থার ম্যানেজারদের ছাঁটাইয়ের ঘোষণা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়। মেটার সিইও মার্ক জাকারবার্গ গত মার্চে জানিয়েছিলেন, প্রতিষ্ঠানের খরচ কমাতে প্রায় ১০ হাজার কর্মীকে ছাঁটাই করা হবে। নতুন এই ছাঁটাই মূলত ওই ঘোষণার বাস্তবায়নেরই অংশ।
এর আগে, ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেওয়ার পর গত ১৬ মার্চ মেটার এক মিটিংয়ে ছাঁটাই প্রসঙ্গে আলোচনার সময় কর্মীদের তোপের মুখে পড়তে হয়েছিল জাকারবার্গকে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি কোম্পানির বার্ষিক দক্ষতা নিয়ে আলোচনার সময় জাকারবার্গকে কর্মী ছাঁটাই নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয়। গত ১৬ মার্চ এক মিটিংয়ে তিনি সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেন। কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের পেছনের কারণও বলার চেষ্টা করেন মেটার জাকারবার্গ।

এবার মেটায় চাকরি হারাচ্ছেন ছয় হাজারের বেশি কর্মী। এসব কর্মীরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে কর্মরত আছেন। আগামী সপ্তাহেই ছাঁটাই হতে পারেন তাঁরা। এর আগেও সোশ্যাল মিডিয়া জায়ান্ট প্রতিষ্ঠানটিতে ছাঁটাই হয়েছেন কয়েক হাজার কর্মী।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশবলের প্রতিবেদন অনুযায়ী, মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ আগেই জানিয়েছিলেন, চলতি বছরের মে মাসে ছাঁটাই হতে পারেন কিছু কর্মী। সূত্র মোতাবেক, আগামী সপ্তাহে মেটায় চাকরি হারাতে পারেন ৬ থেকে ৮ হাজার কর্মী। গত ১৯ এপ্রিল আবারও কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি। ফেসবুক ছাড়াও ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের কর্মীদের ছাঁটাইয়ের কথা জানায় মেটা।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, মেটার এক মেমোতে সংস্থার ম্যানেজারদের ছাঁটাইয়ের ঘোষণা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়। মেটার সিইও মার্ক জাকারবার্গ গত মার্চে জানিয়েছিলেন, প্রতিষ্ঠানের খরচ কমাতে প্রায় ১০ হাজার কর্মীকে ছাঁটাই করা হবে। নতুন এই ছাঁটাই মূলত ওই ঘোষণার বাস্তবায়নেরই অংশ।
এর আগে, ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেওয়ার পর গত ১৬ মার্চ মেটার এক মিটিংয়ে ছাঁটাই প্রসঙ্গে আলোচনার সময় কর্মীদের তোপের মুখে পড়তে হয়েছিল জাকারবার্গকে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি কোম্পানির বার্ষিক দক্ষতা নিয়ে আলোচনার সময় জাকারবার্গকে কর্মী ছাঁটাই নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয়। গত ১৬ মার্চ এক মিটিংয়ে তিনি সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেন। কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের পেছনের কারণও বলার চেষ্টা করেন মেটার জাকারবার্গ।

ওপেনএআই জানিয়েছে, বিজ্ঞাপনগুলো চ্যাটজিপিটির দেওয়া উত্তরের ওপর কোনো প্রভাব ফেলবে না। ব্যবহারকারীদের এটি বিশ্বাস করা প্রয়োজন, চ্যাটজিপিটির উত্তরগুলো সব সময় বস্তুনিষ্ঠভাবে যা প্রয়োজনীয় বা কার্যকর, তার ওপর ভিত্তি করেই দেওয়া হয়।
২০ ঘণ্টা আগে
নিউইয়র্কে করা এই মামলায় বলা হয়েছে, এক্সএআইয়ের পণ্য গ্রোক এমন এক জেনারেটিভ এআই চ্যাটবট, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুক্তভোগীদের পোশাকহীন করে, অপমান করে এবং তাঁদের যৌন নিপীড়ন করে।
২ দিন আগে
কম্পিউটার মানেই কি কেবল ইলেকট্রনিক চিপ আর বিদ্যুৎ? এই ধারণা বদলে দিতে পারে বিজ্ঞানীদের নতুন এক আবিষ্কার। পশ্চিম চীনের একটি প্রাচীন সমাধিতে ২ হাজার বছর পুরোনো এক বিস্ময়কর যন্ত্রের সন্ধান পাওয়া গেছে, যা আধুনিক কম্পিউটারের আদি রূপ হতে পারে বলে দাবি করছেন চীনা বিজ্ঞানীরা।
৪ দিন আগে
ফ্রিল্যান্সারদের জন্য ডিজিটাল নিবন্ধন ও আইডি কার্ড ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম চালু করেছে সরকার। এর ফলে ফ্রিল্যান্সাররা সরকার স্বীকৃত ফ্রিল্যান্সার আইডি কার্ড পাবেন, যা ব্যাংকিং সেবা, ঋণ ও ক্রেডিট সুবিধা, আর্থিক প্রণোদনা ও সরকারি-বেসরকারি প্রশিক্ষণে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করবে এবং পেশাগত মর্যাদা...
৪ দিন আগে