
শিশুদের নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে বড় অঙ্কের জরিমানা গুণতে হতে পারে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের। তথ্য সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে টিকটককে ২ কোটি ৭০ লাখ পাউন্ড জরিমানা করতে পারে যুক্তরাজ্য। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
তদন্তে দেখা গেছে, প্ল্যাটফর্মটি ব্যবহারের সময় শিশুদের গোপনীয়তা রক্ষা করতে ব্যর্থ হয়েছে টিকটক। অভিভাবকের সম্মতি ছাড়াই টিকটক ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের ডেটা প্রক্রিয়া করে থাকতে পারে।
যুক্তরাজ্যের তথ্য কমিশন কার্যালয় (আইসিও) জানায়, টিকটক ও টিকটক ইনফরমেশন টেকনোলজিস ইউকে লিমিটেডের উদ্দেশে সতর্কের নোটিশ জারি করা হয়েছে। টিকটক ২০১৮ সালের মে মাস থেকে ২০২০ সালের জুলাই মাস পর্যন্ত যুক্তরাজ্যের ডেটা সুরক্ষা আইন লঙ্ঘন করেছে বলে জানিয়েছে আইসিও।
টিকটকের একজন মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাজ্যে গোপনীয়তা রক্ষায় আইসিওর ভূমিকাকে সম্মান করেন তাঁরা। তবে তাঁরা আইসিওর প্রাথমিক মতামতের সঙ্গে একমত নন। টিকটক যথাসময়ে আইসিওকে আনুষ্ঠানিকভাবে তাদের প্রতিক্রিয়া জানাবে।
টিকটকের বিরুদ্ধে ওঠা অভিযোগের মধ্যে অন্যতম পিতামাতার সম্মতি ছাড়াই ১৩ বছরের কম বয়সী শিশুদের তথ্য ব্যবহার সংক্ষিপ্ত, স্বচ্ছ এবং সহজে বোধগম্য উপায়ে এর ব্যবহারকারীদের সঠিক তথ্য প্রদান করতে ব্যর্থ হওয়া, কোনো প্রকার আইনি ভিত্তি ছাড়াই বিশেষ ক্যাটাগরির তথ্য প্রসেসিং করা।
টিকটকের নীতিমালা অনুযায়ী ১৩ বছরের কম বয়সীদের জন্য টিকটক নিষিদ্ধ থাকলেও অফকম জানায়, যুক্তরাজ্যের ৮ থেকে ১২ বছর বয়সীদের মধ্যে ৪৪ শতাংশই টিকটক ব্যবহারকারী।
এ বিষয়ে তথ্য কমিশনার জন এডওয়ার্ড বলেন, ‘আমরা চাই শিশুরাও যেন ডিজিটাল এই বিশ্বের অভিজ্ঞতা অর্জন করতে পারে। তবে তা অবশ্যই সঠিক তথ্য সুরক্ষার মধ্য দিয়ে হতে হবে এমনটাই আশা আমাদের। এর জন্য কোম্পানিগুলোর উচিত সুরক্ষা প্রদানে আইনত বাধ্য থাকা। তবে আমরা মনে করছি এদিক দিয়ে টিকটক তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।’
এদিকে টিকটকের এক মুখপাত্র বলেন, ‘২০১৮ সালের মে মাস থেকে ২০২০ সালের জুলাই পর্যন্ত সময়ের মধ্যে এই আইনি নোটিশটি অস্থায়ী এবং আইসিও নিজেই বলেছে যে এই মুহূর্তে কোনো চূড়ান্ত উপসংহার টানা যাবে না।’
একই সঙ্গে আইসিওর এই সিদ্ধান্তে টিকটককে যথাযথ প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানান তিনি।

শিশুদের নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে বড় অঙ্কের জরিমানা গুণতে হতে পারে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের। তথ্য সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে টিকটককে ২ কোটি ৭০ লাখ পাউন্ড জরিমানা করতে পারে যুক্তরাজ্য। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
তদন্তে দেখা গেছে, প্ল্যাটফর্মটি ব্যবহারের সময় শিশুদের গোপনীয়তা রক্ষা করতে ব্যর্থ হয়েছে টিকটক। অভিভাবকের সম্মতি ছাড়াই টিকটক ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের ডেটা প্রক্রিয়া করে থাকতে পারে।
যুক্তরাজ্যের তথ্য কমিশন কার্যালয় (আইসিও) জানায়, টিকটক ও টিকটক ইনফরমেশন টেকনোলজিস ইউকে লিমিটেডের উদ্দেশে সতর্কের নোটিশ জারি করা হয়েছে। টিকটক ২০১৮ সালের মে মাস থেকে ২০২০ সালের জুলাই মাস পর্যন্ত যুক্তরাজ্যের ডেটা সুরক্ষা আইন লঙ্ঘন করেছে বলে জানিয়েছে আইসিও।
টিকটকের একজন মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাজ্যে গোপনীয়তা রক্ষায় আইসিওর ভূমিকাকে সম্মান করেন তাঁরা। তবে তাঁরা আইসিওর প্রাথমিক মতামতের সঙ্গে একমত নন। টিকটক যথাসময়ে আইসিওকে আনুষ্ঠানিকভাবে তাদের প্রতিক্রিয়া জানাবে।
টিকটকের বিরুদ্ধে ওঠা অভিযোগের মধ্যে অন্যতম পিতামাতার সম্মতি ছাড়াই ১৩ বছরের কম বয়সী শিশুদের তথ্য ব্যবহার সংক্ষিপ্ত, স্বচ্ছ এবং সহজে বোধগম্য উপায়ে এর ব্যবহারকারীদের সঠিক তথ্য প্রদান করতে ব্যর্থ হওয়া, কোনো প্রকার আইনি ভিত্তি ছাড়াই বিশেষ ক্যাটাগরির তথ্য প্রসেসিং করা।
টিকটকের নীতিমালা অনুযায়ী ১৩ বছরের কম বয়সীদের জন্য টিকটক নিষিদ্ধ থাকলেও অফকম জানায়, যুক্তরাজ্যের ৮ থেকে ১২ বছর বয়সীদের মধ্যে ৪৪ শতাংশই টিকটক ব্যবহারকারী।
এ বিষয়ে তথ্য কমিশনার জন এডওয়ার্ড বলেন, ‘আমরা চাই শিশুরাও যেন ডিজিটাল এই বিশ্বের অভিজ্ঞতা অর্জন করতে পারে। তবে তা অবশ্যই সঠিক তথ্য সুরক্ষার মধ্য দিয়ে হতে হবে এমনটাই আশা আমাদের। এর জন্য কোম্পানিগুলোর উচিত সুরক্ষা প্রদানে আইনত বাধ্য থাকা। তবে আমরা মনে করছি এদিক দিয়ে টিকটক তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।’
এদিকে টিকটকের এক মুখপাত্র বলেন, ‘২০১৮ সালের মে মাস থেকে ২০২০ সালের জুলাই পর্যন্ত সময়ের মধ্যে এই আইনি নোটিশটি অস্থায়ী এবং আইসিও নিজেই বলেছে যে এই মুহূর্তে কোনো চূড়ান্ত উপসংহার টানা যাবে না।’
একই সঙ্গে আইসিওর এই সিদ্ধান্তে টিকটককে যথাযথ প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানান তিনি।

বাংলাদেশের ক্রমবর্ধমান ফ্রিল্যান্সিং সেক্টরকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ফ্রিল্যান্সারদের নিবন্ধন ও আইডি কার্ড (পরিচয়পত্র) দেবে সরকার। এ জন্য জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড কার্যক্রমের ডিজিটাল প্ল্যাটফর্ম freelancers. gov.bd-এর VAPT (Vulnerability Assessment & Penetration Testing) সম্পন্ন...
৪ মিনিট আগে
দেশে ডোমেইন ব্যবহারে উৎসাহ দিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) .bd ডোমেইন সেবার জনপ্রিয় ক্যাটাগরিতে মূল্যছাড় ঘোষণা করেছে। আজ রোববার (১১ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৮ ঘণ্টা আগে
আরও সাশ্রয়ী ও উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে একই খরচে গতি বাড়িয়ে নতুন প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। রাষ্ট্রীয় সংস্থাটির বিদ্যমান সব ইন্টারনেট প্যাকেজের মাসিক সাবস্ক্রিপশন ফি অপরিবর্তিত রেখে ইন্টারনেটের গতি কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে।
২০ ঘণ্টা আগে
বিশ্বের প্রথম দেশ হিসেবে ইলন মাস্কের চ্যাটবট গ্রোক নিষিদ্ধ করল ইন্দোনেশিয়া। ভুয়া ও এআই দিয়ে বানানো পর্নোগ্রাফিক কনটেন্টের ঝুঁকির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে।
১ দিন আগে