অনলাইন ডেস্ক
প্রতিনিয়ত নানা ধরনের বার্তা আদান-প্রদান করা হয় হোয়াটসঅ্যাপে। এর ফলে প্ল্যাটফর্মটি ব্যবহারের একঘেয়েমি আসতে পারে। তবে হোয়াটসঅ্যাপের চ্যাট থিম পরিবর্তন করে সেটি আরও আকর্ষণীয় ও বৈচিত্র্যময় করা যায়। থিম পরিবর্তন করে আপনি চ্যাটের ব্যাকগ্রাউন্ড, ফন্টের রং এবং স্টাইল কাস্টমাইজ করতে পারেন, যা আপনার চ্যাটিং অভিজ্ঞতাকে আরও আনন্দময় ও ব্যক্তিগত করে তোলে।
এ ছাড়া, প্রতিটি চ্যাটের থিম আলাদা রাখলে একনজরে ব্যক্তিগত ও পেশাগত মেসেজের মধ্যে পার্থক্য করা যায়। এটি ভুলক্রমে অন্য কাউকে মেসেজ পাঠানোর সম্ভাবনাও কমিয়ে দেয়। ফলে, আপনার চ্যাট প্ল্যাটফর্ম আরও কার্যকর, সুসংগঠিত হয়ে ওঠে।
চ্যাট থিম দুইভাবে পরিবর্তন করা যায়। একটি হলো—একেবারে সবগুলো চ্যাটে একই (ডিফল্ট) থিম (যুক্ত করা। আরেকটি হলো–প্রতিটি চ্যাট থিম আলাদাভাবে পরিবর্তন করা। ফিচারটি ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি স্মার্টফোনে ইনস্টল থাকতে হবে। নতুন আপডেটে হোয়াটসঅ্যাপে ৩০টি নতুন ওয়ালপেপার যুক্ত হয়েছে।
অ্যান্ড্রয়েডে সবগুলো চ্যাটে একই থিম যুক্ত করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. ওপরের দিকে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন। এর ফলে মেনু চালু হবে।
৩. মেনু থেকে ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন।
৪. এখন ‘চ্যাটস’ অপশনে ট্যাপ করুন।
৫. এবার ‘ডিফল্ট চ্যাট থিম’ অপশনে ট্যাপ করুন। এখানে চ্যাট থিম কাস্টমাইজ করার জন্য বিভিন্ন অপশন দেখা যাবে—
অ্যান্ড্রয়েডে প্রতিটি চ্যাট থিম আলাদাভাবে পরিবর্তন করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. যে চ্যাটের থিম পরিবর্তন করতে চাইছেন তার ওপর ট্যাপ করুন।
৩. এবার ওপরের দিকে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন। এর ফলে মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘চ্যাট থিম’ অপশনে ট্যাপ করুন।
৫. চ্যাটের রং পরিবর্তন—এই অপশনে ট্যাপ করে টেক্সটের রং পরিবর্তন করার জন্য বিভিন্ন ধরনের রং দেখতে পারবেন। পছন্দমতো রঙের ওপর ট্যাপ করুন। এখন ডান পাশে থাকা ‘সূর্যের’ মতো আইকোনে ট্যাপ করে রংটি কালচে বা হালকা করতে পারবেন। রং বাছাই হলে ওপরের টিক চিহ্নে ট্যাপ করুন।
৬. চ্যাট ওয়ালপেপার পরিবর্তন করুন—এই অপশনে ট্যাপ করে চ্যাটের ওয়ালপেপার পরিবর্তন করতে পারবেন। হোয়াটসঅ্যাপে কয়েকটি রঙিন ওয়ালপেপার থাকে, সেগুলো থেকে নির্বাচন করতে পারবেন বা ‘সেট এ কালার’ অপশন থেকে এক রঙের কোনো থিম নির্বাচন করতে পারবেন। সেই সঙ্গে ফোনের গ্যালারি থেকে ওয়ালপেপার নির্বাচন করতে পারবেন। এ জন্য ‘চুজ ফ্রম গ্যালারি’ অপশনটি নির্বাচন করুন। এখন বাম পাশে থাকা ‘সূর্যের মতো আইকোনে ট্যাপ করে ওয়ালপেপারের রংটি কালচে বা হালকা করতে পারবেন। এবার কাঙ্ক্ষিত চ্যাট থিম নির্বাচন করে ওপরের দিকে থাকা সবুজ আইকোনে ট্যাপ করুন।
তবে এবার সবগুলো চ্যাটে একই ধরনের টেক্সটের রং ও ওয়ালপেপার পরিবর্তন করলে শুধু একটি চ্যাটেই এসব পরিবর্তন দেখা যাবে।
প্রতিনিয়ত নানা ধরনের বার্তা আদান-প্রদান করা হয় হোয়াটসঅ্যাপে। এর ফলে প্ল্যাটফর্মটি ব্যবহারের একঘেয়েমি আসতে পারে। তবে হোয়াটসঅ্যাপের চ্যাট থিম পরিবর্তন করে সেটি আরও আকর্ষণীয় ও বৈচিত্র্যময় করা যায়। থিম পরিবর্তন করে আপনি চ্যাটের ব্যাকগ্রাউন্ড, ফন্টের রং এবং স্টাইল কাস্টমাইজ করতে পারেন, যা আপনার চ্যাটিং অভিজ্ঞতাকে আরও আনন্দময় ও ব্যক্তিগত করে তোলে।
এ ছাড়া, প্রতিটি চ্যাটের থিম আলাদা রাখলে একনজরে ব্যক্তিগত ও পেশাগত মেসেজের মধ্যে পার্থক্য করা যায়। এটি ভুলক্রমে অন্য কাউকে মেসেজ পাঠানোর সম্ভাবনাও কমিয়ে দেয়। ফলে, আপনার চ্যাট প্ল্যাটফর্ম আরও কার্যকর, সুসংগঠিত হয়ে ওঠে।
চ্যাট থিম দুইভাবে পরিবর্তন করা যায়। একটি হলো—একেবারে সবগুলো চ্যাটে একই (ডিফল্ট) থিম (যুক্ত করা। আরেকটি হলো–প্রতিটি চ্যাট থিম আলাদাভাবে পরিবর্তন করা। ফিচারটি ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি স্মার্টফোনে ইনস্টল থাকতে হবে। নতুন আপডেটে হোয়াটসঅ্যাপে ৩০টি নতুন ওয়ালপেপার যুক্ত হয়েছে।
অ্যান্ড্রয়েডে সবগুলো চ্যাটে একই থিম যুক্ত করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. ওপরের দিকে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন। এর ফলে মেনু চালু হবে।
৩. মেনু থেকে ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন।
৪. এখন ‘চ্যাটস’ অপশনে ট্যাপ করুন।
৫. এবার ‘ডিফল্ট চ্যাট থিম’ অপশনে ট্যাপ করুন। এখানে চ্যাট থিম কাস্টমাইজ করার জন্য বিভিন্ন অপশন দেখা যাবে—
অ্যান্ড্রয়েডে প্রতিটি চ্যাট থিম আলাদাভাবে পরিবর্তন করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. যে চ্যাটের থিম পরিবর্তন করতে চাইছেন তার ওপর ট্যাপ করুন।
৩. এবার ওপরের দিকে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন। এর ফলে মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘চ্যাট থিম’ অপশনে ট্যাপ করুন।
৫. চ্যাটের রং পরিবর্তন—এই অপশনে ট্যাপ করে টেক্সটের রং পরিবর্তন করার জন্য বিভিন্ন ধরনের রং দেখতে পারবেন। পছন্দমতো রঙের ওপর ট্যাপ করুন। এখন ডান পাশে থাকা ‘সূর্যের’ মতো আইকোনে ট্যাপ করে রংটি কালচে বা হালকা করতে পারবেন। রং বাছাই হলে ওপরের টিক চিহ্নে ট্যাপ করুন।
৬. চ্যাট ওয়ালপেপার পরিবর্তন করুন—এই অপশনে ট্যাপ করে চ্যাটের ওয়ালপেপার পরিবর্তন করতে পারবেন। হোয়াটসঅ্যাপে কয়েকটি রঙিন ওয়ালপেপার থাকে, সেগুলো থেকে নির্বাচন করতে পারবেন বা ‘সেট এ কালার’ অপশন থেকে এক রঙের কোনো থিম নির্বাচন করতে পারবেন। সেই সঙ্গে ফোনের গ্যালারি থেকে ওয়ালপেপার নির্বাচন করতে পারবেন। এ জন্য ‘চুজ ফ্রম গ্যালারি’ অপশনটি নির্বাচন করুন। এখন বাম পাশে থাকা ‘সূর্যের মতো আইকোনে ট্যাপ করে ওয়ালপেপারের রংটি কালচে বা হালকা করতে পারবেন। এবার কাঙ্ক্ষিত চ্যাট থিম নির্বাচন করে ওপরের দিকে থাকা সবুজ আইকোনে ট্যাপ করুন।
তবে এবার সবগুলো চ্যাটে একই ধরনের টেক্সটের রং ও ওয়ালপেপার পরিবর্তন করলে শুধু একটি চ্যাটেই এসব পরিবর্তন দেখা যাবে।
আধুনিক যুগে অধিকাংশের কাছে অন্তত ডজনখানেক ডিজিটাল অ্যাকাউন্ট রয়েছে। যেমন—ই-মেইল, সোশ্যাল মিডিয়া, পেমেন্ট সার্ভিস অ্যাকাউন্ট। এসব ডিজিটাল প্ল্যাটফর্মে পাসওয়ার্ডগুলো নিরাপদ এবং সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাসওয়ার্ড দুর্বল হলে বিভিন্ন সংবেদনশীল তথ্য চুরি হয়ে যেতে পারে।
৩ ঘণ্টা আগেচলতি মাসে শেষ হচ্ছে মাইক্রোসফটের সঙ্গে হুয়াওয়ের লাইসেন্স চুক্তি। এই সময়ের মধ্যে চুক্তির মেয়াদ না বাড়ালে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে পিসি তৈরি ও বিক্রি করতে পারবে না হুয়াওয়ে। এই কারণে, হুয়াওয়ে সম্ভবত ওপেন সোর্স লিনাক্স অপারেটিং সিস্টেম বা নিজেদের তৈরি হারমনি ওএস ব্যবহার করতে হতে পারে...
৫ ঘণ্টা আগেনতুন দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল প্রকাশ করেছে চীনের ইন্টারনেট সার্চ জায়ান্ট বাইদু। এর মধ্যে একটি নতুন রিজনিং বা যৌক্তিক মডেল রয়েছে। কোম্পানিটি দাবি করছে, রিজনিং মডেলটি ডিপসিকের মডেলের সমান কার্যকরী। এসব মডেল বিনা মূল্যে ব্যবহার করা যাবে। এর ফলে এআই খাতে প্রতিযোগিতা আরও তীব্র হতে চলছে।
৬ ঘণ্টা আগেগুগল অ্যাসিস্ট্যান্টের জায়গা নিতে চলেছে গুগলের জনপ্রিয় এআই চ্যাটবট জেমিনি। চলতি বছরেই অ্যান্ড্রয়েড ডিভাইসে এই পরিবর্তন দেখা যাবে। গত শুক্রবার (১৪ মার্চ) এক ব্লগ পোস্টে এ ঘোষণা দিয়েছে গুগল।
৯ ঘণ্টা আগে