প্রযুক্তি ডেস্ক

বিশ্বের দ্রুততম গতির প্রসেসর বাজারে নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক বহুজাতিক প্রযুক্তি কোম্পানি ইন্টেল। প্রসেসরটির মডেল কোর আই৯-১৩৯০০ কেএস। অন্যান্য প্রসেসর থেকে পাওয়ার ও টার্বো স্পিডের দিক থেকে নতুন এই প্রসেসর অধিক উন্নত।
কোনো প্রকার ওভার ক্লকিং ছাড়াই থার্মাল ভেলোসিটি বুস্ট প্রযুক্তি ব্যবহার করে প্রসেসরটির ক্লক স্পিড ৬ গিগাহার্টজ টার্বো ফ্রিকোয়েন্সি পর্যন্ত বাড়ে। তাই বলা হচ্ছে, এই প্রসেসর বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুততম ডেস্কটপ প্রসেসর।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের তথ্য অনুযায়ী, মূলত ডেস্কটপে ভারী কাজের জন্য বানানো হয়েছে এই নতুন প্রসেসর। ইন্টেলের ২৪ কোরের নতুন এই প্রসেসরে রয়েছে ৩৬ এমবি ইন্টেল স্মার্ট ক্যাশ এবং ২০টি পিসিএলই লেন। নতুন এই প্রসেসর গত ১২ জানুয়ারি থেকে বাজারে পাওয়া যাচ্ছে। প্রসেসরের দাম নির্ধারণ করা হয়েছে ন্যূনতম ৬৯৯ ডলার।
প্রসেসরের সিপিইউ স্পিড বেশি হওয়ায় অন্যান্য ডেস্কটপ চিপের তুলনায় বাড়তি বিদ্যুৎ খরচ হবে ইন্টেলের এই নতুন চিপে। ইন্টেলের কোর আই৯-১৩৯০০কে প্রসেসরের বেস পাওয়ার ছিল ১২৫ ওয়াট। যেখানে এই প্রসেসর ১৫০ ওয়াট পাওয়ার সমর্থন করে। এ ছাড়া, সর্বাধিক সক্ষমতা ব্যবহার করা হলে ডেস্কটপটি গড়ে ২৫০ ওয়াটেরও বেশি বিদ্যুৎ ব্যবহার করবে।
বহুজাতিক চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি) তাদের ফ্ল্যাগশিপ রাইজেন ৯ সিরিজের ‘৭৯৫০ এক্স থ্রিডি’ প্রসেসর বাজারে আনবে আগামী ফেব্রুয়ারিতে।
এটির স্ট্যান্ডার্ড ক্লকস্পিড ৫ দশমিক ৭ গিগাহার্টজ। এতে থাকছে ১৪৪ এমবি থ্রিডি ভিক্যাশ প্রযুক্তি। এই প্রযুক্তিতে সিপিউতে বাড়তি ক্যাশ যুক্ত করার সুযোগ রয়েছে।

বিশ্বের দ্রুততম গতির প্রসেসর বাজারে নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক বহুজাতিক প্রযুক্তি কোম্পানি ইন্টেল। প্রসেসরটির মডেল কোর আই৯-১৩৯০০ কেএস। অন্যান্য প্রসেসর থেকে পাওয়ার ও টার্বো স্পিডের দিক থেকে নতুন এই প্রসেসর অধিক উন্নত।
কোনো প্রকার ওভার ক্লকিং ছাড়াই থার্মাল ভেলোসিটি বুস্ট প্রযুক্তি ব্যবহার করে প্রসেসরটির ক্লক স্পিড ৬ গিগাহার্টজ টার্বো ফ্রিকোয়েন্সি পর্যন্ত বাড়ে। তাই বলা হচ্ছে, এই প্রসেসর বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুততম ডেস্কটপ প্রসেসর।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের তথ্য অনুযায়ী, মূলত ডেস্কটপে ভারী কাজের জন্য বানানো হয়েছে এই নতুন প্রসেসর। ইন্টেলের ২৪ কোরের নতুন এই প্রসেসরে রয়েছে ৩৬ এমবি ইন্টেল স্মার্ট ক্যাশ এবং ২০টি পিসিএলই লেন। নতুন এই প্রসেসর গত ১২ জানুয়ারি থেকে বাজারে পাওয়া যাচ্ছে। প্রসেসরের দাম নির্ধারণ করা হয়েছে ন্যূনতম ৬৯৯ ডলার।
প্রসেসরের সিপিইউ স্পিড বেশি হওয়ায় অন্যান্য ডেস্কটপ চিপের তুলনায় বাড়তি বিদ্যুৎ খরচ হবে ইন্টেলের এই নতুন চিপে। ইন্টেলের কোর আই৯-১৩৯০০কে প্রসেসরের বেস পাওয়ার ছিল ১২৫ ওয়াট। যেখানে এই প্রসেসর ১৫০ ওয়াট পাওয়ার সমর্থন করে। এ ছাড়া, সর্বাধিক সক্ষমতা ব্যবহার করা হলে ডেস্কটপটি গড়ে ২৫০ ওয়াটেরও বেশি বিদ্যুৎ ব্যবহার করবে।
বহুজাতিক চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি) তাদের ফ্ল্যাগশিপ রাইজেন ৯ সিরিজের ‘৭৯৫০ এক্স থ্রিডি’ প্রসেসর বাজারে আনবে আগামী ফেব্রুয়ারিতে।
এটির স্ট্যান্ডার্ড ক্লকস্পিড ৫ দশমিক ৭ গিগাহার্টজ। এতে থাকছে ১৪৪ এমবি থ্রিডি ভিক্যাশ প্রযুক্তি। এই প্রযুক্তিতে সিপিউতে বাড়তি ক্যাশ যুক্ত করার সুযোগ রয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিওয়াইডি জানিয়েছে, ২০২৫ সালে তাদের ব্যাটারিচালিত গাড়ির বিক্রি প্রায় ২৮ শতাংশ বৃদ্ধি পেয়ে সাড়ে ২২ লাখের বেশি হয়েছে।
১০ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জয়জয়কারের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। এর জন্য মূলত সাধারণ মানুষের পকেটে টান পড়ছে। বিশেষ করে কম্পিউটার এবং স্মার্টফোনের অন্যতম প্রধান যন্ত্রাংশ ‘র্যাম’-এর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ২০২৬ সালে প্রযুক্তি পণ্যের বাজারকে অস্থির করে তোলার ইঙ্গিত দিচ্
১২ ঘণ্টা আগে
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম পুনরায় সচল হওয়া নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি ও আতঙ্ক দূর করতে বার্তা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৬ ঘণ্টা আগে
চলতি বছরকে এআইয়ের জন্য ‘স্কেল-আপ ইয়ার’ বললে ভুল হবে না। স্টার্টআপ ফান্ডিং থেকে শুরু করে ডেটা সেন্টার, বিদ্যুৎ এনার্জি অবকাঠামো, জাতীয় নীতি—সবখানে এআই এখন ভূরাজনীতির খেলা।
৪ দিন আগে