ফিচার ডেস্ক
প্রযুক্তির প্রসারের ফলে নতুন গ্যাজেট বাজারে আসছে নিয়মিত। বিনোদন থেকে শুরু করে দৈনন্দিন জীবন এবং কর্মক্ষেত্রেও সেগুলোর ব্যবহার ছড়িয়ে পড়েছে। তাই ব্যবহারকারীরা আশায় থাকে, কখন কোন গ্যাজেট প্রযুক্তির দুনিয়ায় ঝড় তুলবে। এরই মধ্যে স্যামসাং, অ্যাপল, গুগল, আমাজনের মতো অনেক বিগ টেক কোম্পানি তাদের নতুন প্রযুক্তির ঘোষণা দিয়েছে।
স্যামসাং এআর গ্লাসেস
অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তির দিকে বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো নজর দিয়েছে। স্যামসাং কয়েক বছর ধরে এআর প্রযুক্তি নিয়ে কাজ করছে। এবার প্রতিষ্ঠানটি এআর গ্লাস বাজারে আনার ঘোষণা দিয়েছে। এই গ্লাসের মাধ্যমে ব্যবহারকারীরা ভার্চুয়াল মিটিং, রিয়েল-টাইম ট্রান্সলেশনসহ বিভিন্ন ধরনের কাজ করতে পারবে।
আইপ্যাড ১১ জেনারেশন
এখন পর্যন্ত বাজারে অনেক ব্র্যান্ডের ট্যাবলেট থাকলেও ব্যবহারকারীদের আস্থা যেন আইপ্যাডেই রয়ে গেছে। ২০২২ সালে অ্যাপল তাদের আইপ্যাডের শেষ সংস্করণ বাজারে এনেছিল। ২০২৫ সালের মার্চে আসতে যাচ্ছে আইপ্যাডের ১১ প্রজন্ম।
গুগল পিক্সেল ওয়াচ ৪
গুগল পিক্সেল ওয়াচ ৪ আসতে যাচ্ছে ২০২৫ সালে। ব্যবহারকারীরা এতে পাবেন আরও ভালো ব্যাটারি লাইফ এবং উন্নত ফিটনেস ট্র্যাকিং ফিচার। এর আগে গুগল পিক্সেল ওয়াচ সিরিজের প্রথম তিনটি মডেল ২০২২ সালের অক্টোবর থেকে বাজারে আসা শুরু হয়।
স্যামসাং গ্যালাক্সি এস ২৫
গ্যালাক্সি এস ২৫ স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন। ২০২৫ সালের জানুয়ারিতে বাজারে আসতে পারে এটি। এই মোবাইল ফোনে নতুন স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ চিপ, উন্নত ক্যামেরা প্রযুক্তি এবং দ্রুত সফটওয়্যার আপডেটের সুবিধা থাকবে।
আমাজন অ্যালেক্সা
২০২৪ সালে বাজারে আসার কথা ছিল আমাজন অ্যালেক্সার নতুন ভার্সন। কিন্তু কিছু কাজ বাকি থাকায় জানানো হয়, ২০২৫ সালে আসবে তাদের এই স্মার্ট স্পিকার। এতে ব্যবহার করা হয়েছে আরও উন্নত প্রযুক্তি ও ভয়েস ফিচার। এ ছাড়া থাকছে উন্নত জেনারেটিভ এআই প্রযুক্তি।
অ্যাপল ম্যাকবুক প্রো
অ্যাপল তাদের ম্যাকবুক প্রো সিরিজের এম ৫ চিপ সংস্করণ আনতে যাচ্ছে ২০২৫ সালে। এতে থাকবে আরও উন্নত পারফরম্যান্স এবং দীর্ঘ ব্যাটারি লাইফ।
এক্সবক্স অ্যাডাপটিভ জয়স্টিক
মাইক্রোসফট তাদের এক্সবক্স অ্যাডাপটিভ কন্ট্রোলারের পরিপূরক হিসেবে নতুন অ্যাডাপটিভ জয়স্টিক আনতে যাচ্ছে। অফিশিয়াল ঘোষণা অনুযায়ী ২০২৫ সালের শুরুর দিকে এটি বাজারে আসবে। বিশেষভাবে শারীরিক প্রতিবন্ধী ব্যবহারকারীদের জন্য তৈরি হয়েছে জয়স্টিক। এটি ব্যবহারকারীদের এক্সবক্স কনসোল অথবা পিসির সঙ্গে সংযুক্ত করা যাবে।
সূত্র: শ্ল্যাশগিয়ার
প্রযুক্তির প্রসারের ফলে নতুন গ্যাজেট বাজারে আসছে নিয়মিত। বিনোদন থেকে শুরু করে দৈনন্দিন জীবন এবং কর্মক্ষেত্রেও সেগুলোর ব্যবহার ছড়িয়ে পড়েছে। তাই ব্যবহারকারীরা আশায় থাকে, কখন কোন গ্যাজেট প্রযুক্তির দুনিয়ায় ঝড় তুলবে। এরই মধ্যে স্যামসাং, অ্যাপল, গুগল, আমাজনের মতো অনেক বিগ টেক কোম্পানি তাদের নতুন প্রযুক্তির ঘোষণা দিয়েছে।
স্যামসাং এআর গ্লাসেস
অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তির দিকে বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো নজর দিয়েছে। স্যামসাং কয়েক বছর ধরে এআর প্রযুক্তি নিয়ে কাজ করছে। এবার প্রতিষ্ঠানটি এআর গ্লাস বাজারে আনার ঘোষণা দিয়েছে। এই গ্লাসের মাধ্যমে ব্যবহারকারীরা ভার্চুয়াল মিটিং, রিয়েল-টাইম ট্রান্সলেশনসহ বিভিন্ন ধরনের কাজ করতে পারবে।
আইপ্যাড ১১ জেনারেশন
এখন পর্যন্ত বাজারে অনেক ব্র্যান্ডের ট্যাবলেট থাকলেও ব্যবহারকারীদের আস্থা যেন আইপ্যাডেই রয়ে গেছে। ২০২২ সালে অ্যাপল তাদের আইপ্যাডের শেষ সংস্করণ বাজারে এনেছিল। ২০২৫ সালের মার্চে আসতে যাচ্ছে আইপ্যাডের ১১ প্রজন্ম।
গুগল পিক্সেল ওয়াচ ৪
গুগল পিক্সেল ওয়াচ ৪ আসতে যাচ্ছে ২০২৫ সালে। ব্যবহারকারীরা এতে পাবেন আরও ভালো ব্যাটারি লাইফ এবং উন্নত ফিটনেস ট্র্যাকিং ফিচার। এর আগে গুগল পিক্সেল ওয়াচ সিরিজের প্রথম তিনটি মডেল ২০২২ সালের অক্টোবর থেকে বাজারে আসা শুরু হয়।
স্যামসাং গ্যালাক্সি এস ২৫
গ্যালাক্সি এস ২৫ স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন। ২০২৫ সালের জানুয়ারিতে বাজারে আসতে পারে এটি। এই মোবাইল ফোনে নতুন স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ চিপ, উন্নত ক্যামেরা প্রযুক্তি এবং দ্রুত সফটওয়্যার আপডেটের সুবিধা থাকবে।
আমাজন অ্যালেক্সা
২০২৪ সালে বাজারে আসার কথা ছিল আমাজন অ্যালেক্সার নতুন ভার্সন। কিন্তু কিছু কাজ বাকি থাকায় জানানো হয়, ২০২৫ সালে আসবে তাদের এই স্মার্ট স্পিকার। এতে ব্যবহার করা হয়েছে আরও উন্নত প্রযুক্তি ও ভয়েস ফিচার। এ ছাড়া থাকছে উন্নত জেনারেটিভ এআই প্রযুক্তি।
অ্যাপল ম্যাকবুক প্রো
অ্যাপল তাদের ম্যাকবুক প্রো সিরিজের এম ৫ চিপ সংস্করণ আনতে যাচ্ছে ২০২৫ সালে। এতে থাকবে আরও উন্নত পারফরম্যান্স এবং দীর্ঘ ব্যাটারি লাইফ।
এক্সবক্স অ্যাডাপটিভ জয়স্টিক
মাইক্রোসফট তাদের এক্সবক্স অ্যাডাপটিভ কন্ট্রোলারের পরিপূরক হিসেবে নতুন অ্যাডাপটিভ জয়স্টিক আনতে যাচ্ছে। অফিশিয়াল ঘোষণা অনুযায়ী ২০২৫ সালের শুরুর দিকে এটি বাজারে আসবে। বিশেষভাবে শারীরিক প্রতিবন্ধী ব্যবহারকারীদের জন্য তৈরি হয়েছে জয়স্টিক। এটি ব্যবহারকারীদের এক্সবক্স কনসোল অথবা পিসির সঙ্গে সংযুক্ত করা যাবে।
সূত্র: শ্ল্যাশগিয়ার
প্রযুক্তি বিশ্বে চীনের আধিপত্য দিনকে দিন বেড়েই চলেছে। তীব্র আকার ধারণ করেছে যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তি লড়াই। এরই মধ্যে তাইওয়ানের প্রযুক্তি বাজারেও প্রভাব বিস্তার করছে দেশটি। তাইওয়ানের পুরনো প্রযুক্তির চিপ বাজারে চীনের চিপের আধিক্য দেখা যেতে শুরু হয়েছে।
১ ঘণ্টা আগেচলতি বছর বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় মেহেদী হাসান খানের সঙ্গে আরও তিনজন একুশে পদক পেতে যাচ্ছেন। যাঁরা মেহেদী হাসানের সঙ্গে অভ্র কি বোর্ড তৈরিতে যুক্ত ছিলেন। আজ রোববার সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নিজের ভেরিভায়েড ফেসবুকে এ কথা জানান।
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে নিষিদ্ধের হাত থেকে টিকটককে বাঁচিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বরাবর এই চীনা সংস্থার মার্কিন মালিকানা দেশেই রাখার পক্ষে বলে এসেছেন। ধারণা করা হচ্ছিল, ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ক এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি কিনবেন।
১ দিন আগেতখন কম্পিউটারে বাংলা লেখার জনপ্রিয় সফটওয়্যার বিজয়। কিন্তু ইন্টারনেটে বাংলা লেখার জন্য সেটি কোনো কাজের ছিল না। ইউনিকোড না থাকায় বিজয় ক্রমেই অকেজো হয়ে পড়ছিল। সেই নতুন সময়ের দাবিতেই এল ‘অভ্র’। মেহদী হাসান খান নামের এক তরুণ সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে তৈরি করলেন অভ্র সফটওয়্যার।
৩ দিন আগে