
পাতলা ফোন হিসেবে ম্যাজিক ভি৩ মডেল উন্মোচন করল অনার। ফোনটি ভাঁজ করলে এর দৈর্ঘ্য হয় ৯.৭ মিলিমিটার। আর ভাঁজ খুললে ৪.৬৫ মিলিমিটার হয়। এটি গত ১২ জুলাই চীনের বাজার ছাড়া হয়েছে।
ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩। সেই সঙ্গে ৬৬ ওয়াট ক্ষমতার ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে। এ ছাড়া ক্যামেরার সঙ্গে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
অনার ম্যাজিক ভি৩ মডেলের দাম ও রং
অনার ম্যাজিক ভি৩ এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাশনাল স্টোরেজের সংস্করণের দাম ৮ হাজার ৯৯৯ চীনা ইয়ার্ন বা ১ লাখ ৪৫ হাজার ৯০১ টাকা।
অনার ম্যাজিক ভি৩ এর ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারন্যাল স্টোরেজের সংস্করণের দাম ৯ হাজার ৯৯৯ চীনা ইউয়ান বা ১ লাখ ৬২ হাজার ১১৪ টাকা।
অনার ম্যাজিক ভি৩ এর ১৬ জিবি র্যাম ও ১ টিবি (টেরাবাইট) ইন্টারন্যাল স্টোরেজের সংস্করণের দাম ১০ হাজার ৯৯৯ চীনা ইউয়ান বা ১ লাখ ৭৮ হাজার ৩২৭ টাকা।
জুলাই ১৯ থেকে চীন থেকে ফোনগুলো কেনা যাবে। মডেলটি কালো, সবুজ, লাল ও সাদা রঙে পাওয়া যাবে।
অনার ম্যাজিক ভি৩ মডেলের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ট্রিপল ক্যামেরা সেটাআপ। সেটআপটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৪০ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স ও ৫x অপটিক্যাল এবং ৫০x ডিজিটাল জুমসহ একটি ৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ ইউনিট রয়েছে।
কভার স্ক্রিনের সেলফি ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল
ভেতরের স্ক্রিনের সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
ওজন: ২২৯ গ্রাম।
মূল ডিসপ্লে: ৭ দশমিক ৯২ ইঞ্চি ফুল এইচডি ও এলটিপিও ওলেড ডিসপ্লে।
মূল ডিসপ্লে রেজল্যুশন: ২,৩৪৪ x ২,১৫৬ পিক্সেলস
কভার ডিসপ্লে: ৬ দশমিক ৪৩ ইঞ্চি ফুল এইচডি ও এলটিপিও ওলেড ডিসপ্লে।
কভার ডিসপ্লে রেজল্যুশন: ২৩৭৬ x ১০৮০ পিক্সেলস
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ (উভয় ডিসপ্লে)
ব্রাইটনেস: ৫০০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ম্যাজিক ওস ৮.০. ১
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ২
র্যাম: ১২ জিবি ও ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি (টেরাবাইট)
ব্লুটুথ: ৫.৩
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৫,০০০ এমএএইচ
চার্জিং: ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং
রং: কালো, সবুজ, লাল ও সাদা
গত বছরের ম্যাজিক ভিএস ২ এবং ম্যাজিক ভি২-এর উত্তরসূরি হিসেবে এসেছে অনার ম্যাজিক ভি৩ ফোনটি এসেছে। এগুলো সম্প্রতি লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬, ওয়ানপ্লাস ওপেন, অপো ফাইন্ড এন ৩ ফোল্ডেবল ফোনগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে।

পাতলা ফোন হিসেবে ম্যাজিক ভি৩ মডেল উন্মোচন করল অনার। ফোনটি ভাঁজ করলে এর দৈর্ঘ্য হয় ৯.৭ মিলিমিটার। আর ভাঁজ খুললে ৪.৬৫ মিলিমিটার হয়। এটি গত ১২ জুলাই চীনের বাজার ছাড়া হয়েছে।
ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩। সেই সঙ্গে ৬৬ ওয়াট ক্ষমতার ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে। এ ছাড়া ক্যামেরার সঙ্গে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
অনার ম্যাজিক ভি৩ মডেলের দাম ও রং
অনার ম্যাজিক ভি৩ এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাশনাল স্টোরেজের সংস্করণের দাম ৮ হাজার ৯৯৯ চীনা ইয়ার্ন বা ১ লাখ ৪৫ হাজার ৯০১ টাকা।
অনার ম্যাজিক ভি৩ এর ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারন্যাল স্টোরেজের সংস্করণের দাম ৯ হাজার ৯৯৯ চীনা ইউয়ান বা ১ লাখ ৬২ হাজার ১১৪ টাকা।
অনার ম্যাজিক ভি৩ এর ১৬ জিবি র্যাম ও ১ টিবি (টেরাবাইট) ইন্টারন্যাল স্টোরেজের সংস্করণের দাম ১০ হাজার ৯৯৯ চীনা ইউয়ান বা ১ লাখ ৭৮ হাজার ৩২৭ টাকা।
জুলাই ১৯ থেকে চীন থেকে ফোনগুলো কেনা যাবে। মডেলটি কালো, সবুজ, লাল ও সাদা রঙে পাওয়া যাবে।
অনার ম্যাজিক ভি৩ মডেলের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ট্রিপল ক্যামেরা সেটাআপ। সেটআপটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৪০ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স ও ৫x অপটিক্যাল এবং ৫০x ডিজিটাল জুমসহ একটি ৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ ইউনিট রয়েছে।
কভার স্ক্রিনের সেলফি ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল
ভেতরের স্ক্রিনের সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
ওজন: ২২৯ গ্রাম।
মূল ডিসপ্লে: ৭ দশমিক ৯২ ইঞ্চি ফুল এইচডি ও এলটিপিও ওলেড ডিসপ্লে।
মূল ডিসপ্লে রেজল্যুশন: ২,৩৪৪ x ২,১৫৬ পিক্সেলস
কভার ডিসপ্লে: ৬ দশমিক ৪৩ ইঞ্চি ফুল এইচডি ও এলটিপিও ওলেড ডিসপ্লে।
কভার ডিসপ্লে রেজল্যুশন: ২৩৭৬ x ১০৮০ পিক্সেলস
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ (উভয় ডিসপ্লে)
ব্রাইটনেস: ৫০০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ম্যাজিক ওস ৮.০. ১
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ২
র্যাম: ১২ জিবি ও ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি (টেরাবাইট)
ব্লুটুথ: ৫.৩
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৫,০০০ এমএএইচ
চার্জিং: ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং
রং: কালো, সবুজ, লাল ও সাদা
গত বছরের ম্যাজিক ভিএস ২ এবং ম্যাজিক ভি২-এর উত্তরসূরি হিসেবে এসেছে অনার ম্যাজিক ভি৩ ফোনটি এসেছে। এগুলো সম্প্রতি লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬, ওয়ানপ্লাস ওপেন, অপো ফাইন্ড এন ৩ ফোল্ডেবল ফোনগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে।

নিউইয়র্কে করা এই মামলায় বলা হয়েছে, এক্সএআইয়ের পণ্য গ্রোক এমন এক জেনারেটিভ এআই চ্যাটবট, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুক্তভোগীদের পোশাকহীন করে, অপমান করে এবং তাঁদের যৌন নিপীড়ন করে।
১ দিন আগে
কম্পিউটার মানেই কি কেবল ইলেকট্রনিক চিপ আর বিদ্যুৎ? এই ধারণা বদলে দিতে পারে বিজ্ঞানীদের নতুন এক আবিষ্কার। পশ্চিম চীনের একটি প্রাচীন সমাধিতে ২ হাজার বছর পুরোনো এক বিস্ময়কর যন্ত্রের সন্ধান পাওয়া গেছে, যা আধুনিক কম্পিউটারের আদি রূপ হতে পারে বলে দাবি করছেন চীনা বিজ্ঞানীরা।
৩ দিন আগে
ফ্রিল্যান্সারদের জন্য ডিজিটাল নিবন্ধন ও আইডি কার্ড ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম চালু করেছে সরকার। এর ফলে ফ্রিল্যান্সাররা সরকার স্বীকৃত ফ্রিল্যান্সার আইডি কার্ড পাবেন, যা ব্যাংকিং সেবা, ঋণ ও ক্রেডিট সুবিধা, আর্থিক প্রণোদনা ও সরকারি-বেসরকারি প্রশিক্ষণে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করবে এবং পেশাগত মর্যাদা...
৪ দিন আগে
দেশের সাধারণ মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দিতে এবং ডিজিটাল সেবা আরও সহজলভ্য করতে বড় ধরনের পদক্ষেপের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে কাগজের নোট ছাপানো ও ব্যবস্থাপনায় বছরে রাষ্ট্রের ব্যয় হয় প্রায় ৫০০ কোটি টাকা।
৪ দিন আগে