
পাতলা ফোন হিসেবে ম্যাজিক ভি৩ মডেল উন্মোচন করল অনার। ফোনটি ভাঁজ করলে এর দৈর্ঘ্য হয় ৯.৭ মিলিমিটার। আর ভাঁজ খুললে ৪.৬৫ মিলিমিটার হয়। এটি গত ১২ জুলাই চীনের বাজার ছাড়া হয়েছে।
ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩। সেই সঙ্গে ৬৬ ওয়াট ক্ষমতার ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে। এ ছাড়া ক্যামেরার সঙ্গে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
অনার ম্যাজিক ভি৩ মডেলের দাম ও রং
অনার ম্যাজিক ভি৩ এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাশনাল স্টোরেজের সংস্করণের দাম ৮ হাজার ৯৯৯ চীনা ইয়ার্ন বা ১ লাখ ৪৫ হাজার ৯০১ টাকা।
অনার ম্যাজিক ভি৩ এর ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারন্যাল স্টোরেজের সংস্করণের দাম ৯ হাজার ৯৯৯ চীনা ইউয়ান বা ১ লাখ ৬২ হাজার ১১৪ টাকা।
অনার ম্যাজিক ভি৩ এর ১৬ জিবি র্যাম ও ১ টিবি (টেরাবাইট) ইন্টারন্যাল স্টোরেজের সংস্করণের দাম ১০ হাজার ৯৯৯ চীনা ইউয়ান বা ১ লাখ ৭৮ হাজার ৩২৭ টাকা।
জুলাই ১৯ থেকে চীন থেকে ফোনগুলো কেনা যাবে। মডেলটি কালো, সবুজ, লাল ও সাদা রঙে পাওয়া যাবে।
অনার ম্যাজিক ভি৩ মডেলের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ট্রিপল ক্যামেরা সেটাআপ। সেটআপটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৪০ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স ও ৫x অপটিক্যাল এবং ৫০x ডিজিটাল জুমসহ একটি ৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ ইউনিট রয়েছে।
কভার স্ক্রিনের সেলফি ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল
ভেতরের স্ক্রিনের সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
ওজন: ২২৯ গ্রাম।
মূল ডিসপ্লে: ৭ দশমিক ৯২ ইঞ্চি ফুল এইচডি ও এলটিপিও ওলেড ডিসপ্লে।
মূল ডিসপ্লে রেজল্যুশন: ২,৩৪৪ x ২,১৫৬ পিক্সেলস
কভার ডিসপ্লে: ৬ দশমিক ৪৩ ইঞ্চি ফুল এইচডি ও এলটিপিও ওলেড ডিসপ্লে।
কভার ডিসপ্লে রেজল্যুশন: ২৩৭৬ x ১০৮০ পিক্সেলস
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ (উভয় ডিসপ্লে)
ব্রাইটনেস: ৫০০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ম্যাজিক ওস ৮.০. ১
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ২
র্যাম: ১২ জিবি ও ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি (টেরাবাইট)
ব্লুটুথ: ৫.৩
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৫,০০০ এমএএইচ
চার্জিং: ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং
রং: কালো, সবুজ, লাল ও সাদা
গত বছরের ম্যাজিক ভিএস ২ এবং ম্যাজিক ভি২-এর উত্তরসূরি হিসেবে এসেছে অনার ম্যাজিক ভি৩ ফোনটি এসেছে। এগুলো সম্প্রতি লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬, ওয়ানপ্লাস ওপেন, অপো ফাইন্ড এন ৩ ফোল্ডেবল ফোনগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে।

পাতলা ফোন হিসেবে ম্যাজিক ভি৩ মডেল উন্মোচন করল অনার। ফোনটি ভাঁজ করলে এর দৈর্ঘ্য হয় ৯.৭ মিলিমিটার। আর ভাঁজ খুললে ৪.৬৫ মিলিমিটার হয়। এটি গত ১২ জুলাই চীনের বাজার ছাড়া হয়েছে।
ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩। সেই সঙ্গে ৬৬ ওয়াট ক্ষমতার ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে। এ ছাড়া ক্যামেরার সঙ্গে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
অনার ম্যাজিক ভি৩ মডেলের দাম ও রং
অনার ম্যাজিক ভি৩ এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাশনাল স্টোরেজের সংস্করণের দাম ৮ হাজার ৯৯৯ চীনা ইয়ার্ন বা ১ লাখ ৪৫ হাজার ৯০১ টাকা।
অনার ম্যাজিক ভি৩ এর ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারন্যাল স্টোরেজের সংস্করণের দাম ৯ হাজার ৯৯৯ চীনা ইউয়ান বা ১ লাখ ৬২ হাজার ১১৪ টাকা।
অনার ম্যাজিক ভি৩ এর ১৬ জিবি র্যাম ও ১ টিবি (টেরাবাইট) ইন্টারন্যাল স্টোরেজের সংস্করণের দাম ১০ হাজার ৯৯৯ চীনা ইউয়ান বা ১ লাখ ৭৮ হাজার ৩২৭ টাকা।
জুলাই ১৯ থেকে চীন থেকে ফোনগুলো কেনা যাবে। মডেলটি কালো, সবুজ, লাল ও সাদা রঙে পাওয়া যাবে।
অনার ম্যাজিক ভি৩ মডেলের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ট্রিপল ক্যামেরা সেটাআপ। সেটআপটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৪০ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স ও ৫x অপটিক্যাল এবং ৫০x ডিজিটাল জুমসহ একটি ৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ ইউনিট রয়েছে।
কভার স্ক্রিনের সেলফি ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল
ভেতরের স্ক্রিনের সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
ওজন: ২২৯ গ্রাম।
মূল ডিসপ্লে: ৭ দশমিক ৯২ ইঞ্চি ফুল এইচডি ও এলটিপিও ওলেড ডিসপ্লে।
মূল ডিসপ্লে রেজল্যুশন: ২,৩৪৪ x ২,১৫৬ পিক্সেলস
কভার ডিসপ্লে: ৬ দশমিক ৪৩ ইঞ্চি ফুল এইচডি ও এলটিপিও ওলেড ডিসপ্লে।
কভার ডিসপ্লে রেজল্যুশন: ২৩৭৬ x ১০৮০ পিক্সেলস
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ (উভয় ডিসপ্লে)
ব্রাইটনেস: ৫০০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ম্যাজিক ওস ৮.০. ১
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ২
র্যাম: ১২ জিবি ও ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি (টেরাবাইট)
ব্লুটুথ: ৫.৩
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৫,০০০ এমএএইচ
চার্জিং: ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং
রং: কালো, সবুজ, লাল ও সাদা
গত বছরের ম্যাজিক ভিএস ২ এবং ম্যাজিক ভি২-এর উত্তরসূরি হিসেবে এসেছে অনার ম্যাজিক ভি৩ ফোনটি এসেছে। এগুলো সম্প্রতি লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬, ওয়ানপ্লাস ওপেন, অপো ফাইন্ড এন ৩ ফোল্ডেবল ফোনগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কারণে প্রযুক্তি খাতে চাকরি কমার খবর ইতিমধ্যে সবার জানা। এবার জানা যাচ্ছে, সেই প্রভাব পড়তে পারে ব্যাংকিং খাতেও। বিনিয়োগ ব্যাংক মরগ্যান স্ট্যানলের এক সাম্প্রতিক প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে যে চলতি বছর থেকে ব্যাংকিং খাতে বড় পরিসরে চাকরি কমতে পারে।
৩৮ মিনিট আগে
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ‘গ্রোক’ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তীব্র হয়েছে। গ্রোক-এর মাধ্যমে তৈরি ছবিতে নারী ও শিশুদের ডিজিটালি ‘নগ্ন’ বা অর্ধনগ্ন করে তোলার অভিযোগে ভারত, মালয়েশিয়া ও ফ্রান্স এক্সের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে।
১২ ঘণ্টা আগে
ইলন মাস্কের এআই প্ল্যাটফর্ম গ্রোক। যাত্রার শুরু থেকেই বিতর্কের মুখে এই চ্যাটবট। এবার এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে নারী-শিশুদের ‘ন্যুড’ ছবি বানিয়ে দেওয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ আলোড়ন তুলেছে ব্যবহারকারীরা। গত ডিসেম্বরের শেষ দিকে গ্রোক-এ ‘এডিট ইমেজ’ অপশন চালুর পরই এসব অভিযোগ সামনে আসে।
৩ দিন আগে
গতকাল বৃহস্পতিবার বিওয়াইডি জানিয়েছে, ২০২৫ সালে তাদের ব্যাটারিচালিত গাড়ির বিক্রি প্রায় ২৮ শতাংশ বৃদ্ধি পেয়ে সাড়ে ২২ লাখের বেশি হয়েছে।
৪ দিন আগে