Ajker Patrika

বাংলাদেশকে ২ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট দিল গুগল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশকে ২ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট দিল গুগল

প্রথমবারের মতো বাংলাদেশকে ভ্যাট দিল গুগল। মে ও জুন মাস মিলিয়ে মোট ২ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট দিয়েছে এ মার্কিন প্রযুক্তি জায়ান্ট। এর আগে ভ্যাট পরিশোধ ও ভ্যাট রিটার্ন জমা দেওয়াসহ সরাসরি ভ্যাট সংক্রান্ত সেবা পেতে বিআইএন নেয় বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান। 

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে নিবন্ধিত প্রতিষ্ঠান। গত ২৩ মে গুগল এশিয়া প্যাসিফিক লিমিটেড নামে সিঙ্গাপুরের ঠিকানা ব্যবহার করে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ভ্যাট নিবন্ধন নিয়েছে প্রতিষ্ঠানটি। সিঙ্গাপুরের সিটিব্যাংক এনএ–এর মাধ্যমে ভ্যাটের টাকা পাঠিয়েছে গুগল। মে মাসের ৫৫ লাখ ৫৬ হাজার ৭০৪ টাকা আর জুনের ১ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার ৮৩২ টাকা দিয়েছে গুগল। 

গুগলের পরপরই ভ্যাট নিবন্ধন নেয় ই–কমার্স জায়ান্ট আমাজন ও বিশ্বসেরা বিনোদনধর্মী ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। এর আগে গত ১২ জুন ফেসবুক তিনটি পৃথক প্রতিষ্ঠান থেকে নিবন্ধন পেতে অনলাইনে আবেদন করে। যাচাই–বাছাই শেষে ১৩ জুন তারা অনুমোদন পায়। আর জুলাই মাসে সিটিব্যাংক এনএর মাধ্যমে ২ কোটি ৪৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেয় ফেসবুকের বহুজাতিক নিরীক্ষা সংস্থা প্রাইসওয়াটারহাউসকুপারস, বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...