চলতি মাসে শেষ হচ্ছে মাইক্রোসফটের সঙ্গে হুয়াওয়ের লাইসেন্স চুক্তি। এই সময়ের মধ্যে চুক্তির মেয়াদ না বাড়ালে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে পিসি তৈরি ও বিক্রি করতে পারবে না হুয়াওয়ে। এই কারণে, হুয়াওয়ে সম্ভবত ওপেন সোর্স লিনাক্স অপারেটিং সিস্টেম বা নিজেদের তৈরি হারমনি ওএস ব্যবহার করতে হতে পারে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মাইড্রাইভার্স এ তথ্য জানিয়েছে।
এর আগে হুয়াওয়ে ঘোষণা করেছিল, ভবিষ্যতে তাদের পিসিতে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করবে না। এখন বিভিন্ন প্রতিবেদনে থেকে জানা যাচ্ছে যে, এপ্রিল মাসে কোম্পানিটি একটি নতুন পিসি চালু করতে যাচ্ছে, যা তাদের নিজস্ব হারমনি ওএসসহ চলবে।
হারমনি ওএস চীনের জন্য একটি কার্যকর সমাধান হতে পারে। তবে উইন্ডোজ ছাড়া হুয়াওয়ের ল্যাপটপগুলো ইউরোপ ও যুক্তরাষ্ট্রে তেমন জনপ্রিয়তা পাবে না।
হুয়াওয়ের কনজ্যুমার বিজনেস ইউনিটের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চেয়ারম্যান রিচার্ড ইউ জানিয়েছেন, যেহেতু কোম্পানিটি মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব কমার্সের এন্টিটি লিস্টে রয়েছে এবং আমেরিকান কোম্পানিগুলোকে তাদের সঙ্গে কাজ করার জন্য এক্সপোর্ট লাইসেন্স প্রয়োজন, তাই হুয়াওয়ে মাইক্রোসফট থেকে উইন্ডোজ লাইসেন্স নবায়ন করতে পারবে কি না, তা স্পষ্ট নয়। মাইক্রোসফট মার্কিন ডিপার্টমেন্ট অব কমার্স থেকে এক্সপোর্ট লাইসেন্স না পেলে হুয়াওয়ের বিদ্যমান পিসিগুলো হবে কোম্পানিটির উইন্ডোজ-ভিত্তিক শেষ পিসি।
এরপর কোম্পানিটিকে ওপেন সোর্স লিনাক্স ডিস্ট্রিবিউশন এবং তাদের নিজস্ব হারমনি ওএস ব্যবহার করতে হতে পারে, যা মূলত ওপেন সোর্স অ্যান্ড্রয়েডের ওপর ভিত্তি করে তৈরি। সম্প্রতি হুয়াওয়ে তাদের হারমনি ওএস নেক্সট ঘোষণা করেছে, যা অ্যান্ড্রয়েডের ওপর নির্ভর করে না।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, হুয়াওয়ে এপ্রিল মাসে একটি নতুন ‘এআই পিসি’ ল্যাপটপ লঞ্চ করবে, যা তাদের নিজস্ব কুনপেং সিপিইউ, হারমনি ওএসে চলবে। সেই সঙ্গে এতে বিভিন্ন ডিপসিক ল্যাঙ্গুয়েজ মডেল-ভিত্তিক অ্যাপ্লিকেশন থাকবে, যা ‘এআই পিসি’ নামের যথার্থতা প্রতিষ্ঠিত করবে। এটি কোম্পানির পূর্বের ঘোষণার সঙ্গে সংগতিপূর্ণ, যেখানে বলা হয়েছে, তারা উইন্ডোজ ব্যবহার থেকে সরে গেছে।
অন্যদিকে, হুয়াওয়ে তাদের প্রথম লিনাক্সচালিত ল্যাপটপ ‘মেটবুক ডি১৬ লিনাক্স এডিশন’ও উন্মোচন করবে, যা মেটবুক ডি১৬-এর বিদ্যমান হার্ডওয়্যার স্পেসিফিকেশন বজায় রাখবে। তবে এটি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পরিবর্তে লিনাক্স অপারেটিং সিস্টেমে চলবে।
বর্তমানে, উইন্ডোজ পিসি অপারেটিং সিস্টেম বাজারে বৃহত্তম অংশীদার। ফেব্রুয়ারি পর্যন্ত উইন্ডোজের বাজার শেয়ার ৭০ দশমিক ৬৫ শতাংশ, দ্বিতীয় অবস্থানে থাকা অ্যাপলের ম্যাকওএসের শেয়ার প্রায় ১৬ শতাংশ এবং লিনাক্সের শেয়ার ছিল ৩ দশমিক ৮ শতাংশ। আর ক্রোমওএসের শেয়ার ছিল ১ দশমিক ৮১ শতাংশ।
তথ্যসূত্র: টমসহার্ডওয়্যার
চলতি মাসে শেষ হচ্ছে মাইক্রোসফটের সঙ্গে হুয়াওয়ের লাইসেন্স চুক্তি। এই সময়ের মধ্যে চুক্তির মেয়াদ না বাড়ালে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে পিসি তৈরি ও বিক্রি করতে পারবে না হুয়াওয়ে। এই কারণে, হুয়াওয়ে সম্ভবত ওপেন সোর্স লিনাক্স অপারেটিং সিস্টেম বা নিজেদের তৈরি হারমনি ওএস ব্যবহার করতে হতে পারে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মাইড্রাইভার্স এ তথ্য জানিয়েছে।
এর আগে হুয়াওয়ে ঘোষণা করেছিল, ভবিষ্যতে তাদের পিসিতে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করবে না। এখন বিভিন্ন প্রতিবেদনে থেকে জানা যাচ্ছে যে, এপ্রিল মাসে কোম্পানিটি একটি নতুন পিসি চালু করতে যাচ্ছে, যা তাদের নিজস্ব হারমনি ওএসসহ চলবে।
হারমনি ওএস চীনের জন্য একটি কার্যকর সমাধান হতে পারে। তবে উইন্ডোজ ছাড়া হুয়াওয়ের ল্যাপটপগুলো ইউরোপ ও যুক্তরাষ্ট্রে তেমন জনপ্রিয়তা পাবে না।
হুয়াওয়ের কনজ্যুমার বিজনেস ইউনিটের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চেয়ারম্যান রিচার্ড ইউ জানিয়েছেন, যেহেতু কোম্পানিটি মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব কমার্সের এন্টিটি লিস্টে রয়েছে এবং আমেরিকান কোম্পানিগুলোকে তাদের সঙ্গে কাজ করার জন্য এক্সপোর্ট লাইসেন্স প্রয়োজন, তাই হুয়াওয়ে মাইক্রোসফট থেকে উইন্ডোজ লাইসেন্স নবায়ন করতে পারবে কি না, তা স্পষ্ট নয়। মাইক্রোসফট মার্কিন ডিপার্টমেন্ট অব কমার্স থেকে এক্সপোর্ট লাইসেন্স না পেলে হুয়াওয়ের বিদ্যমান পিসিগুলো হবে কোম্পানিটির উইন্ডোজ-ভিত্তিক শেষ পিসি।
এরপর কোম্পানিটিকে ওপেন সোর্স লিনাক্স ডিস্ট্রিবিউশন এবং তাদের নিজস্ব হারমনি ওএস ব্যবহার করতে হতে পারে, যা মূলত ওপেন সোর্স অ্যান্ড্রয়েডের ওপর ভিত্তি করে তৈরি। সম্প্রতি হুয়াওয়ে তাদের হারমনি ওএস নেক্সট ঘোষণা করেছে, যা অ্যান্ড্রয়েডের ওপর নির্ভর করে না।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, হুয়াওয়ে এপ্রিল মাসে একটি নতুন ‘এআই পিসি’ ল্যাপটপ লঞ্চ করবে, যা তাদের নিজস্ব কুনপেং সিপিইউ, হারমনি ওএসে চলবে। সেই সঙ্গে এতে বিভিন্ন ডিপসিক ল্যাঙ্গুয়েজ মডেল-ভিত্তিক অ্যাপ্লিকেশন থাকবে, যা ‘এআই পিসি’ নামের যথার্থতা প্রতিষ্ঠিত করবে। এটি কোম্পানির পূর্বের ঘোষণার সঙ্গে সংগতিপূর্ণ, যেখানে বলা হয়েছে, তারা উইন্ডোজ ব্যবহার থেকে সরে গেছে।
অন্যদিকে, হুয়াওয়ে তাদের প্রথম লিনাক্সচালিত ল্যাপটপ ‘মেটবুক ডি১৬ লিনাক্স এডিশন’ও উন্মোচন করবে, যা মেটবুক ডি১৬-এর বিদ্যমান হার্ডওয়্যার স্পেসিফিকেশন বজায় রাখবে। তবে এটি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পরিবর্তে লিনাক্স অপারেটিং সিস্টেমে চলবে।
বর্তমানে, উইন্ডোজ পিসি অপারেটিং সিস্টেম বাজারে বৃহত্তম অংশীদার। ফেব্রুয়ারি পর্যন্ত উইন্ডোজের বাজার শেয়ার ৭০ দশমিক ৬৫ শতাংশ, দ্বিতীয় অবস্থানে থাকা অ্যাপলের ম্যাকওএসের শেয়ার প্রায় ১৬ শতাংশ এবং লিনাক্সের শেয়ার ছিল ৩ দশমিক ৮ শতাংশ। আর ক্রোমওএসের শেয়ার ছিল ১ দশমিক ৮১ শতাংশ।
তথ্যসূত্র: টমসহার্ডওয়্যার
বর্তমান ডিজিটাল যুগে অনলাইন শপিং হয়ে উঠেছে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই ক্ষেত্রে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তার ব্যবহারকারীদের জন্য এনেছে একটি সুবিধাজনক প্ল্যাটফর্ম—ফেসবুক মার্কেটপ্লেস। এটি এমন এক ডিজিটাল বাজার, যেখানে আপনি নানান ধরনের পণ্য সহজেই খুঁজে কিনতে পারেন, আবার নিজের ব্যবহৃত ব
৩ ঘণ্টা আগেঅ্যাপলের আগামী প্রজন্মের আইফোন বাজারে আসতে এখনো কয়েক মাস বাকি। তবে এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আইফোন ১৭ এয়ার। সম্প্রতি ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, এই মডেলটি হতে পারে অ্যাপলের ইতিহাসের সবচেয়ে পাতলা আইফোন—এমনকি একটি সাধারণ কাঠের পেন্সিলের চেয়েও পাতলা
২০ ঘণ্টা আগেব্যবহারকারীদের জন্য নতুন গোপনীয়তা সুরক্ষা ফিচার চালু করেছে বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ। ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ নামে ফিচারটি চ্যাট ও ছবির নিরাপত্তা আরও শক্তিশালী করবে বলে জানিয়েছে মেটা মালিকানাধীন প্রতিষ্ঠানটি।
২০ ঘণ্টা আগেটিকটকের সঙ্গে পাল্লা দিতে নিজস্ব ভিডিও এডিটিং অ্যাপ ‘এডিটস’ চালু করল ইনস্টাগ্রাম। অ্যাপটি এখন বিশ্বব্যাপী অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।
১ দিন আগে