নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক আর্চারি থেকে রোমান সানার হঠাৎ অবসরে সরগরম হয়ে উঠেছিল ক্রীড়াঙ্গন। রোমান বনাম আর্চারি ফেডারেশনের পাল্টাপাল্টি কথা চালাচালিতে উঠেছিল বিতর্কের ঢেউ। সেই ফেডারেশনের কাছেই ক্ষমা চেয়ে আবারও আর্চারিতে ফিরে আসতে চান রোমান। ফেরার জন্য আর্চারি ফেডারেশনকে চিঠিও দিয়েছেন তিনি।
রোমানের চিঠি প্রাপ্তি নিশ্চিত করেছে আর্চারি ফেডারেশন। গত ২ মে ফেডারেশন বরাবর ক্ষমা চেয়ে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। তিনি বলেন, ‘রোমান সানার চিঠি আমরা পেয়েছি। জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করে সে চিঠিটি দিয়েছে। আমরা এই চিঠি সভাপতির কাছে পাঠিয়েছি। তিনি পুরো বিষয়টি দেখবেন।’
অবসরের পর তিরন্দাজদের দাবি-দাওয়া নিয়ে ফেডারেশনকে এক হাত নিয়েছিলেন রোমান। একাধিক গণমাধ্যমে আসা তাঁর সেসব বক্তব্য উসকে দিয়েছিল বিতর্কের আগুন। জবাবে পাল্টা বক্তব্য এসেছিল ফেডারেশনের সাধারণ সম্পাদকের কাছ থেকেও। রোমানকে পাগলও বলেছিলেন রাজীব উদ্দিন।
ফেডারেশনকে পাঠানো চিঠিতে রোমান ফেডারেশন সংক্রান্ত অযাচিত মন্তব্যে ভাবমূর্তি ক্ষুণ্নের জন্য দুঃখ প্রকাশ করেছেন। নিজের মন্তব্যের জন্য ভুল স্বীকার করে ফেডারেশনের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন দেশসেরা এই আর্চার। একই সঙ্গে জাতীয় দলে না খেলার সিদ্ধান্ত থেকে ফিরে এসে আবার দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে সুনাম বয়ে আনার জন্য ফেডারেশনের কাছে সুযোগও চেয়েছেন।
কিন্তু ক্ষমা চাওয়ার পরও রোমানকে নিয়ে যে রাজীব উদ্দিনের ক্ষোভ কমছে না এবং দ্রুত রোমানের ক্ষমা মুক্তি ঘটবে এমন ইঙ্গিতই মিলছে সাধারণ সম্পাদকের পরবর্তী কথায়। রাজীব উদ্দিন বলেছেন, ‘সভাপতি মহোদয় চিঠি দেখবেন। এরপর তিনি প্রয়োজনবোধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। রোমানের বিষয়ে কারও কোনো একক সিদ্ধান্ত নেই, যা হয়েছিল ফেডারেশনের নির্বাহী সভায় এবং সামনে কিছু হলেও সেটা সভার মাধ্যমেই হবে।’

গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক আর্চারি থেকে রোমান সানার হঠাৎ অবসরে সরগরম হয়ে উঠেছিল ক্রীড়াঙ্গন। রোমান বনাম আর্চারি ফেডারেশনের পাল্টাপাল্টি কথা চালাচালিতে উঠেছিল বিতর্কের ঢেউ। সেই ফেডারেশনের কাছেই ক্ষমা চেয়ে আবারও আর্চারিতে ফিরে আসতে চান রোমান। ফেরার জন্য আর্চারি ফেডারেশনকে চিঠিও দিয়েছেন তিনি।
রোমানের চিঠি প্রাপ্তি নিশ্চিত করেছে আর্চারি ফেডারেশন। গত ২ মে ফেডারেশন বরাবর ক্ষমা চেয়ে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। তিনি বলেন, ‘রোমান সানার চিঠি আমরা পেয়েছি। জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করে সে চিঠিটি দিয়েছে। আমরা এই চিঠি সভাপতির কাছে পাঠিয়েছি। তিনি পুরো বিষয়টি দেখবেন।’
অবসরের পর তিরন্দাজদের দাবি-দাওয়া নিয়ে ফেডারেশনকে এক হাত নিয়েছিলেন রোমান। একাধিক গণমাধ্যমে আসা তাঁর সেসব বক্তব্য উসকে দিয়েছিল বিতর্কের আগুন। জবাবে পাল্টা বক্তব্য এসেছিল ফেডারেশনের সাধারণ সম্পাদকের কাছ থেকেও। রোমানকে পাগলও বলেছিলেন রাজীব উদ্দিন।
ফেডারেশনকে পাঠানো চিঠিতে রোমান ফেডারেশন সংক্রান্ত অযাচিত মন্তব্যে ভাবমূর্তি ক্ষুণ্নের জন্য দুঃখ প্রকাশ করেছেন। নিজের মন্তব্যের জন্য ভুল স্বীকার করে ফেডারেশনের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন দেশসেরা এই আর্চার। একই সঙ্গে জাতীয় দলে না খেলার সিদ্ধান্ত থেকে ফিরে এসে আবার দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে সুনাম বয়ে আনার জন্য ফেডারেশনের কাছে সুযোগও চেয়েছেন।
কিন্তু ক্ষমা চাওয়ার পরও রোমানকে নিয়ে যে রাজীব উদ্দিনের ক্ষোভ কমছে না এবং দ্রুত রোমানের ক্ষমা মুক্তি ঘটবে এমন ইঙ্গিতই মিলছে সাধারণ সম্পাদকের পরবর্তী কথায়। রাজীব উদ্দিন বলেছেন, ‘সভাপতি মহোদয় চিঠি দেখবেন। এরপর তিনি প্রয়োজনবোধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। রোমানের বিষয়ে কারও কোনো একক সিদ্ধান্ত নেই, যা হয়েছিল ফেডারেশনের নির্বাহী সভায় এবং সামনে কিছু হলেও সেটা সভার মাধ্যমেই হবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
২ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
৩ ঘণ্টা আগে