Ajker Patrika

সেরা তিনে কেন নেই মেসি, রোনালদো নেইমারের কেউই

সেরা তিনে কেন নেই মেসি, রোনালদো নেইমারের কেউই

লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোর সোনালি সময় তবে কি ধীরে ধীরে ফুরিয়ে আসছে! গত মৌসুমের মতো এবারও উয়েফার বর্ষসেরা ফুটবলারের দৌড়ে সেরা তিনে নেই মেসি, রোনালদো দুইজনের কেউই। সময়ের আরেক তারকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার তো সেরা দশেই নেই।

২০১১ সাল থেকে প্রতিবারই বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন মেসি-রোনালদোর অন্তত একজন। কিন্তু গত বারের মতো এবারও এই দুই তারকার কেউই জায়গা করে নিতে পারেননি। উয়েফা এই পুরস্কার দেওয়ার ক্ষেত্রে বরাবরই চ্যাম্পিয়নস লিগকে প্রাধান্য দিয়ে থাকে। সেখানে এবার ইউরোও হওয়ায় গুরুত্ব পেয়েছে সেটিও। ইউরোতে ভালো করতে পারেননি রোনালদোর পর্তুগাল। ক্লাব ফুটবলে মেসি, রোনালদোর ক্লাব চ্যাম্পিয়নস লিগে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। নেইমারের পিএসজি অবশ্য চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল পর্যন্ত খেলেছে। 

চ্যাম্পিয়নস লিগ তো দূরের কথা মেসি, নেইমার, রোনালদোর কেউই জিততে পারেননি নিজেদের লিগও। স্প্যানিশ লা লিগার শিরোপা হাতছাড়া করা মেসি তাঁর সাবেক ক্লাব বার্সার জার্সিতে জিতেছেন শুধু কোপা দেল রে। রোনালদোর জুভেন্টাস ৯ মৌসুম পর হাতছাড়া করেছে সিরি-আ। নেইমারের পিএসজিও লিগ ওয়ানে শিরোপা খুইয়েছে লিলের কাছে। সব মিলিয়ে ইউরোপীয় ক্লাব ফুটবলে গত মৌসুমটা ভালো যায়নি কারোরই।

মেসি এবারও তাই তালিকার চার নম্বরে। রোনালদো আছেন নয় নম্বরে আর নেইমার তো সেরা দশের মধ্যেই নেই। উয়েফার মনোনীত সেরা তিন ফুটবলারের দুজনই এবারের চ্যাম্পিয়নস লিগজয়ী। একজন চেলসির ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিও। অন্যজন ফ্রান্সের এনগোলো কান্তে। এর মধ্যে জর্জিনিও আবার ইতালির হয়ে ইউরোও জিতেছেন!

সেরা তিনের আরেকজন চ্যাম্পিয়নস লিগে রানার্সআপ ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। ডি ব্রুইনার বেলজিয়াম ইউরোর কোয়ার্টার ফাইনালেও খেলেছিল। উয়েফার বর্ষসেরা পুরস্কারের ১১ বছরের ইতিহাসে এই প্রথম মনোনীত সেরা তিনজনই মিডফিল্ডার। জর্জিনিও, কান্তে, ডি ব্রুইনার মধ্যে কে পাচ্ছেন বর্ষসেরার পুরস্কার সেটি অবশ্য এখনই জানার সুযোগ নেই। তুরস্কের ইস্তাম্বুলে ২৬ আগস্ট এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে জানা যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত