নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেড।
জাতীয় স্টেডিয়ামে ষষ্ঠ মিনিটে আলিগুলোভ মাকসাতের কাটব্যাক থেকে সুযোগ পেয়েছিলেন ওলে মারচুক। কিন্তু লক্ষ্যে শট নিতে পারেননি তিনি। ১০ মিনিটে বক্সের বাইরে থেকে চাভেল গোমেজের শট ঠেকিয়ে দেন আবাহনী গোলরক্ষক মিতুল মারমা।
১২ মিনিটে কামরুলের দুর্বল ফ্রি কিক কোনো বিপদ তৈরি করতে পারেনি। একই মিনিটে আলিগুলোভের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন মিতুল। ১৮ মিনিটে একক চেষ্টায় আক্রমণে ওঠেন। একজন ডিফেন্ডার কাটিয়ে চিপ করলেও তা ঠিকঠাক না হওয়ায় বারের ওপর দিয়ে বাইরে চলে যায়।
মিতুলের ওপর যে চাপ পড়াবে সেটা অনুমিত ছিল। ২২ মিনিটে আরও একবার রক্ষাকর্তা হয়ে দাঁড়ান এই গোলরক্ষক। বক্সের ভেতর থেকে চাভেল গোমেজের শট ডানদিকে ঝাঁপিয়ে ঠেকান তিনি।
পাল্টা আক্রমণের অপেক্ষায় থাকা আবাহনী সুযোগ পায় ২৩ মিনিটে। হাসান মুরাদের দারুণ থ্রু বলে মুরাস ইউনাইটেডের ডিফেন্ডারকে পেছনে ফেলে বক্সে ঢুকে যান মোহাম্মদ আল আমিন। গোলরক্ষককেও একা পেয়েছিলেন তিনি। কিন্তু গোলমুখে শট না নিয়ে উলটো কাটব্যাক করতে গিয়ে সুযোগ নষ্ট করেন এই ফরোয়ার্ড। ৩১ মিনিটে আরও একবার হতাশ করে আকাশি-নীল জার্সিরা। একক প্রচেষ্টায় বক্সে ঢুকে যাওয়া দিয়াবাতের পাস থেকে মোহাম্মদ ইব্রাহিম লক্ষ্যভেদ করতে পারেননি।
৪৮ মিনিটে এগিয়ে যায় মুরাস। আন্দ্রি বাতসুলার ক্রসে হেডে গোল করেন আতাই ঝুমাশেভ। ৫২ মিনিটে আলিগুলোভ মাকসাতের শট বারের ওপর দিয়ে না গেলে ব্যবধান দ্বিগুণ হতে পারত। ঝিমিয়ে পড়া আবাহনী জেগে ওঠার চেষ্টা করে শেষ দিকে। ৭২ মিনিটে শেখ মোরসালিনের শট এক ফুটবলারের গায়ে লেগে প্রতিহত হয়। সেটাও খুব একটা উজ্জীবিত করতে পারেননি আবাহনী। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আবার আকাশি-নীলদের হৃদয় ভাঙেন ঝুমাশেভ। কামরুলের কাছ থেকে বল কেড়ে নিয়ে বক্সের দিকে ছুটতে থাকেন তিনি। দারুণ দৌড়ের মিতুলকে পরাস্ত করতে কোনো অসুবিধাই হয়নি তাঁর।
এমন এক গোলের পর যেন পূর্ণতা পায় মুরাস ভক্তদের। তাদের সঙ্গে তাল মেলান মোহামেডান স্পোর্টিং ক্লাবের এক সমর্থক। আবাহনীর হারে বরং খুশিই হয়েছেন তিনি, চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বলে কথা! অথচ আবাহনীর জায়গায় প্রাথমিক পর্বের এই ম্যাচে থাকার কথা ছিল লিগ চ্যাম্পিয়ন মোহামেডানের। এএফসি লাইসেন্স না থাকার কারণে সেই সুযোগ লুফে নিতে পারেনি তারা।

একেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেড।
জাতীয় স্টেডিয়ামে ষষ্ঠ মিনিটে আলিগুলোভ মাকসাতের কাটব্যাক থেকে সুযোগ পেয়েছিলেন ওলে মারচুক। কিন্তু লক্ষ্যে শট নিতে পারেননি তিনি। ১০ মিনিটে বক্সের বাইরে থেকে চাভেল গোমেজের শট ঠেকিয়ে দেন আবাহনী গোলরক্ষক মিতুল মারমা।
১২ মিনিটে কামরুলের দুর্বল ফ্রি কিক কোনো বিপদ তৈরি করতে পারেনি। একই মিনিটে আলিগুলোভের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন মিতুল। ১৮ মিনিটে একক চেষ্টায় আক্রমণে ওঠেন। একজন ডিফেন্ডার কাটিয়ে চিপ করলেও তা ঠিকঠাক না হওয়ায় বারের ওপর দিয়ে বাইরে চলে যায়।
মিতুলের ওপর যে চাপ পড়াবে সেটা অনুমিত ছিল। ২২ মিনিটে আরও একবার রক্ষাকর্তা হয়ে দাঁড়ান এই গোলরক্ষক। বক্সের ভেতর থেকে চাভেল গোমেজের শট ডানদিকে ঝাঁপিয়ে ঠেকান তিনি।
পাল্টা আক্রমণের অপেক্ষায় থাকা আবাহনী সুযোগ পায় ২৩ মিনিটে। হাসান মুরাদের দারুণ থ্রু বলে মুরাস ইউনাইটেডের ডিফেন্ডারকে পেছনে ফেলে বক্সে ঢুকে যান মোহাম্মদ আল আমিন। গোলরক্ষককেও একা পেয়েছিলেন তিনি। কিন্তু গোলমুখে শট না নিয়ে উলটো কাটব্যাক করতে গিয়ে সুযোগ নষ্ট করেন এই ফরোয়ার্ড। ৩১ মিনিটে আরও একবার হতাশ করে আকাশি-নীল জার্সিরা। একক প্রচেষ্টায় বক্সে ঢুকে যাওয়া দিয়াবাতের পাস থেকে মোহাম্মদ ইব্রাহিম লক্ষ্যভেদ করতে পারেননি।
৪৮ মিনিটে এগিয়ে যায় মুরাস। আন্দ্রি বাতসুলার ক্রসে হেডে গোল করেন আতাই ঝুমাশেভ। ৫২ মিনিটে আলিগুলোভ মাকসাতের শট বারের ওপর দিয়ে না গেলে ব্যবধান দ্বিগুণ হতে পারত। ঝিমিয়ে পড়া আবাহনী জেগে ওঠার চেষ্টা করে শেষ দিকে। ৭২ মিনিটে শেখ মোরসালিনের শট এক ফুটবলারের গায়ে লেগে প্রতিহত হয়। সেটাও খুব একটা উজ্জীবিত করতে পারেননি আবাহনী। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আবার আকাশি-নীলদের হৃদয় ভাঙেন ঝুমাশেভ। কামরুলের কাছ থেকে বল কেড়ে নিয়ে বক্সের দিকে ছুটতে থাকেন তিনি। দারুণ দৌড়ের মিতুলকে পরাস্ত করতে কোনো অসুবিধাই হয়নি তাঁর।
এমন এক গোলের পর যেন পূর্ণতা পায় মুরাস ভক্তদের। তাদের সঙ্গে তাল মেলান মোহামেডান স্পোর্টিং ক্লাবের এক সমর্থক। আবাহনীর হারে বরং খুশিই হয়েছেন তিনি, চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বলে কথা! অথচ আবাহনীর জায়গায় প্রাথমিক পর্বের এই ম্যাচে থাকার কথা ছিল লিগ চ্যাম্পিয়ন মোহামেডানের। এএফসি লাইসেন্স না থাকার কারণে সেই সুযোগ লুফে নিতে পারেনি তারা।

ছেলেদের সাফে গতকাল লড়াই হলো বেশ। অথচ মেয়েদের সাফে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারল না ভারত। অধিনায়ক সাবিনা খাতুনের জোড়া গোলে দারুণ জয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতকে আজ ৩-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল।
৯ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), আইপিএল, পাকিস্তান সুপার লিগ, আইএল টি-টোয়েন্টি, এসএ টোয়েন্টিসহ বিশ্বের প্রায় সব ধরনের টুর্নামেন্টেই দেখা যায় আফগানিস্তানের ক্রিকেটারদের। মোহাম্মদ নবি, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজল হক ফারুকিদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই টুর্নামেন্টগুলোতে
১ ঘণ্টা আগে
সময় যত এগোচ্ছে, ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ-উদ্দীপনা বাড়ছে। শুরু হলেও এখনই টের পাওয়া যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ আমেজ। ৩৩ দিনে ৫০০ কোটিরও বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। ২০০-এর বেশি দেশের বিপুল পরিমাণ দর্শক মাঠে বসে খেলা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বক্তব্য ঘিরে গতকাল থেকেই উত্তপ্ত দেশের ক্রিকেট। তিনি পদত্যাগ না করলে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন গত রাতেই সব ধরনের ক্রিকেট বন্ধের হুমকি দিয়েছেন। ক্রিকেটাররা হোটেল শেরাটনে যাচ্ছেন।
৩ ঘণ্টা আগে