
কোপা আমেরিকা ফাইনালের পর গত বছর ব্রাজিল-আর্জেন্টিনার আরেকটি ‘মহারণ’ দেখার অপেক্ষায় ছিল ফুটবল বিশ্ব। মহারণ হয়েছে ঠিকই, তবে অন্যভাবে।
সাও পাওলোতে গত ৫ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে নিজেদের ফুটবলশৈলী দেখাতেই নেমেছিলেন নেইমার জুনিয়র-লিওনেল মেসিরা। কিন্তু খেলা ৭ মিনিট গড়াতেই শুরু হয় মহানাটক।
বাগড়া দেন ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য তত্ত্বাবধানের কর্তারা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা আর্জেন্টিনার চার খেলোয়াড়ের বিরুদ্ধে কোয়ারেন্টিনের নিয়ম ভাঙার অভিযোগ আনেন তাঁরা। সেদিন তাঁদের আপত্তির মুখে সেখানেই বন্ধ হয়ে যায় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ধ্রুপদি লড়াই।
ম্যাচটি আনুষ্ঠানিকভাবে স্থগিত হয়ে যাওয়ার পর রেফারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ফিফার কাছে নিজেদের প্রতিবেদন দেন। দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থাও (কনমেবল) ম্যাচের ভাগ্য ফিফার হাতে ছেড়ে দেয়।
সবকিছু তদন্ত ও পর্যালোচনা করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আজ জানিয়েছে, স্থগিত হওয়া ম্যাচ নতুন করে মাঠে গড়াবে।
পণ্ড হয়ে যাওয়া ম্যাচে চার আর্জেন্টাইন খেলোয়াড় এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, জিওভানি লো সেলসো ও এমিলিয়ানো বুয়েন্দিয়ার বিরুদ্ধে কোয়ারেন্টিন নিয়ম ভঙ্গের অভিযোগ আগেই এনেছিল ব্রাজিলের স্বাস্থ্য বিভাগ। ওই দিন তাঁদের আটকেরও উদ্যোগ নেয় তারা। এই চার ফুটবলারের প্রত্যেককে দুই ম্যাচ করে নিষিদ্ধ করেছে ফিফা।
এ ছাড়া নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় এবং নির্দেশনা মানতে না পারায় ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশনকে (সিবিএফ) ৫ লাখ সুইস ফ্রাঁ (৪ কোটি ৬৫ লাখ টাকা) জরিমানা করেছে ফিফা।
আর করোনাবিধি ভেঙে চার ফুটবলারকে মাঠে নামানোয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) করা হয়েছে ২ লাখ সুইস ফ্রাঁ (১ কোটি ৮৬ লাখ টাকা) জরিমানা।
এখানেই শেষ নয়। ম্যাচ স্থগিত হওয়ার শাস্তিস্বরূপ দুই দলকেই ৫০ হাজার সুইস ফ্রাঁ (৪৬ লাখ ৫২ হাজার টাকা) জরিমানা দিতে হবে।
ফিফার এমন সিদ্ধান্তকে ‘লঘু পাপে গুরু দণ্ড’ মনে করছে এএফএ। এর বিরুদ্ধে শিগগিরই আপিল করা হবে বলে জানিয়েছেন সভাপতি ক্লদিও তাপিয়ে।
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি নতুন করে কবে, কোথায় হবে, সে ব্যাপারে কিছু জানায়নি ফিফা। তবে মার্চের উইন্ডোতে যে হচ্ছে না, তা একপ্রকার নিশ্চিত। কারণ আগামী মাসের শেষ সপ্তাহে দুই দলের আলাদা প্রতিপক্ষদের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে।
দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইয়ে শীর্ষ দুইয়ে থাকা ব্রাজিল (৩৯ পয়েন্ট) ও আর্জেন্টিনা (৩৫ পয়েন্ট) অনেক আগেই কাতার বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে।

কোপা আমেরিকা ফাইনালের পর গত বছর ব্রাজিল-আর্জেন্টিনার আরেকটি ‘মহারণ’ দেখার অপেক্ষায় ছিল ফুটবল বিশ্ব। মহারণ হয়েছে ঠিকই, তবে অন্যভাবে।
সাও পাওলোতে গত ৫ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে নিজেদের ফুটবলশৈলী দেখাতেই নেমেছিলেন নেইমার জুনিয়র-লিওনেল মেসিরা। কিন্তু খেলা ৭ মিনিট গড়াতেই শুরু হয় মহানাটক।
বাগড়া দেন ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য তত্ত্বাবধানের কর্তারা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা আর্জেন্টিনার চার খেলোয়াড়ের বিরুদ্ধে কোয়ারেন্টিনের নিয়ম ভাঙার অভিযোগ আনেন তাঁরা। সেদিন তাঁদের আপত্তির মুখে সেখানেই বন্ধ হয়ে যায় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ধ্রুপদি লড়াই।
ম্যাচটি আনুষ্ঠানিকভাবে স্থগিত হয়ে যাওয়ার পর রেফারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ফিফার কাছে নিজেদের প্রতিবেদন দেন। দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থাও (কনমেবল) ম্যাচের ভাগ্য ফিফার হাতে ছেড়ে দেয়।
সবকিছু তদন্ত ও পর্যালোচনা করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আজ জানিয়েছে, স্থগিত হওয়া ম্যাচ নতুন করে মাঠে গড়াবে।
পণ্ড হয়ে যাওয়া ম্যাচে চার আর্জেন্টাইন খেলোয়াড় এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, জিওভানি লো সেলসো ও এমিলিয়ানো বুয়েন্দিয়ার বিরুদ্ধে কোয়ারেন্টিন নিয়ম ভঙ্গের অভিযোগ আগেই এনেছিল ব্রাজিলের স্বাস্থ্য বিভাগ। ওই দিন তাঁদের আটকেরও উদ্যোগ নেয় তারা। এই চার ফুটবলারের প্রত্যেককে দুই ম্যাচ করে নিষিদ্ধ করেছে ফিফা।
এ ছাড়া নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় এবং নির্দেশনা মানতে না পারায় ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশনকে (সিবিএফ) ৫ লাখ সুইস ফ্রাঁ (৪ কোটি ৬৫ লাখ টাকা) জরিমানা করেছে ফিফা।
আর করোনাবিধি ভেঙে চার ফুটবলারকে মাঠে নামানোয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) করা হয়েছে ২ লাখ সুইস ফ্রাঁ (১ কোটি ৮৬ লাখ টাকা) জরিমানা।
এখানেই শেষ নয়। ম্যাচ স্থগিত হওয়ার শাস্তিস্বরূপ দুই দলকেই ৫০ হাজার সুইস ফ্রাঁ (৪৬ লাখ ৫২ হাজার টাকা) জরিমানা দিতে হবে।
ফিফার এমন সিদ্ধান্তকে ‘লঘু পাপে গুরু দণ্ড’ মনে করছে এএফএ। এর বিরুদ্ধে শিগগিরই আপিল করা হবে বলে জানিয়েছেন সভাপতি ক্লদিও তাপিয়ে।
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি নতুন করে কবে, কোথায় হবে, সে ব্যাপারে কিছু জানায়নি ফিফা। তবে মার্চের উইন্ডোতে যে হচ্ছে না, তা একপ্রকার নিশ্চিত। কারণ আগামী মাসের শেষ সপ্তাহে দুই দলের আলাদা প্রতিপক্ষদের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে।
দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইয়ে শীর্ষ দুইয়ে থাকা ব্রাজিল (৩৯ পয়েন্ট) ও আর্জেন্টিনা (৩৫ পয়েন্ট) অনেক আগেই কাতার বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে।

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
১০ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
১৩ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
১৩ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১৪ ঘণ্টা আগে