নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রথম ম্যাচ জেতার পর উত্তঙ্গু আত্মবিশ্বাস বাংলাদেশের ফুটবলারদের। ভাবটা এমন—‘এখন আর পায় কে!’ তবে প্রতিপক্ষ ভুটানও বসে নেই। প্রথম ম্যাচে হারের তিক্ততা ভুলে তারাও চাইছে জয়ে শেষ করতে। বাংলাদেশ অবশ্য শুধু জয় নিয়েই ভাবছে না, লক্ষ্য দ্বিতীয় প্রীতি ম্যাচে বড় জয়। অর্থাৎ আগের ম্যাচে এক গোলে জয়ের মতো আজ থিম্পুতে তেমন কিছু হোক, চান না সফরকারী ফুটবলাররা। সবাই যাতে মুগ্ধ হয়, যাতে মন ভরে যায়, এমন ফুটবলই উপহার দিতে চান মোরসালিনরা। যদিও এই ম্যাচে পাওয়া যাবে না প্রথম ম্যাচে চোট পাওয়া রাকিবকে।
ম্যাচ সেই থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে, যেখানে দাঁড়ালেই স্বাভাবিক নিশ্বাস নিতে কষ্ট হয়। বেশি দৌড়ালে মাথা ঘুরে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। আগের ম্যাচেও বেশ ভুগেছিল বাংলাদেশ। যদিও নিজেদের ঘরে খেলে অভ্যস্ত ভুটানের সমস্যা খুব একটা হয়নি। আর সেই মাঠেই বড় জয়ের খোঁজে নামবে হাভিয়ের কাবরেরার দল। অবশ্য ম্যাচের আগে আজকের পত্রিকাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দলের অন্যতম তারকা খেলোয়াড় শেখ মোরসালিন জানিয়েছেন, কঠিন হলেও কন্ডিশনটা তাঁদের অনেকখানি পড়া হয়ে গেছে, ‘এই কন্ডিশনটা একটু কঠিন। তা ছাড়া আমরা দু-তিন মাস খেলার বাইরে ছিলাম। এখানে আগেভাগে এসে ক্যাম্প করে কিছুটা খাপ খাওয়ানোর চেষ্টা করেছি। বলতে পারেন, অনেকটা খাপ খাইয়ে নিয়েছি। এখন দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চাই।’
ভুটান চাইবে প্রথম ম্যাচের ভুলত্রুটি শুধরে জয়ে ফিরতে। যদিও বাংলাদেশের বিপক্ষে তারা যতবার নেমেছে, একবার ছাড়া প্রতিবারই হেরে মাঠ ছেড়েছে। সর্বশেষ ম্যাচসহ দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছে ১৫ বার, যার মধ্যে একবার জেতে ভুটান, দুবার হয় ড্র। বাকি ১২ ম্যাচই জিতেছে বাংলাদেশ। ভুটানের কোচ আতসুশি নাকামুরার জন্যও এটি অগ্নিপরীক্ষা। একে তো বাংলাদেশের সঙ্গে রেকর্ড খারাপ, তার ওপর সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না তাঁর দলের। সব মিলিয়ে তাই একটা জয় বড্ড দরকার এই জাপানি কোচের।
এই ম্যাচ খেলে দলের র্যাঙ্কিং বাড়িয়ে নেওয়াও বাংলাদেশের লক্ষ্য বলে জানালেন দলের সহকারী কোচ হাসান আল মামুন, ‘আমাদের ভুটানে আসার পেছনে বড় একটা কারণ র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়া। প্রথম ম্যাচে কিছু ত্রুটি ছিল, সেগুলো নিয়ে আমরা কাজ করেছি। আশা করি, দ্বিতীয় ম্যাচটা আরও ভালো হবে।’
মামুনের চাওয়াটা দলের সবারই।

প্রথম ম্যাচ জেতার পর উত্তঙ্গু আত্মবিশ্বাস বাংলাদেশের ফুটবলারদের। ভাবটা এমন—‘এখন আর পায় কে!’ তবে প্রতিপক্ষ ভুটানও বসে নেই। প্রথম ম্যাচে হারের তিক্ততা ভুলে তারাও চাইছে জয়ে শেষ করতে। বাংলাদেশ অবশ্য শুধু জয় নিয়েই ভাবছে না, লক্ষ্য দ্বিতীয় প্রীতি ম্যাচে বড় জয়। অর্থাৎ আগের ম্যাচে এক গোলে জয়ের মতো আজ থিম্পুতে তেমন কিছু হোক, চান না সফরকারী ফুটবলাররা। সবাই যাতে মুগ্ধ হয়, যাতে মন ভরে যায়, এমন ফুটবলই উপহার দিতে চান মোরসালিনরা। যদিও এই ম্যাচে পাওয়া যাবে না প্রথম ম্যাচে চোট পাওয়া রাকিবকে।
ম্যাচ সেই থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে, যেখানে দাঁড়ালেই স্বাভাবিক নিশ্বাস নিতে কষ্ট হয়। বেশি দৌড়ালে মাথা ঘুরে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। আগের ম্যাচেও বেশ ভুগেছিল বাংলাদেশ। যদিও নিজেদের ঘরে খেলে অভ্যস্ত ভুটানের সমস্যা খুব একটা হয়নি। আর সেই মাঠেই বড় জয়ের খোঁজে নামবে হাভিয়ের কাবরেরার দল। অবশ্য ম্যাচের আগে আজকের পত্রিকাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দলের অন্যতম তারকা খেলোয়াড় শেখ মোরসালিন জানিয়েছেন, কঠিন হলেও কন্ডিশনটা তাঁদের অনেকখানি পড়া হয়ে গেছে, ‘এই কন্ডিশনটা একটু কঠিন। তা ছাড়া আমরা দু-তিন মাস খেলার বাইরে ছিলাম। এখানে আগেভাগে এসে ক্যাম্প করে কিছুটা খাপ খাওয়ানোর চেষ্টা করেছি। বলতে পারেন, অনেকটা খাপ খাইয়ে নিয়েছি। এখন দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চাই।’
ভুটান চাইবে প্রথম ম্যাচের ভুলত্রুটি শুধরে জয়ে ফিরতে। যদিও বাংলাদেশের বিপক্ষে তারা যতবার নেমেছে, একবার ছাড়া প্রতিবারই হেরে মাঠ ছেড়েছে। সর্বশেষ ম্যাচসহ দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছে ১৫ বার, যার মধ্যে একবার জেতে ভুটান, দুবার হয় ড্র। বাকি ১২ ম্যাচই জিতেছে বাংলাদেশ। ভুটানের কোচ আতসুশি নাকামুরার জন্যও এটি অগ্নিপরীক্ষা। একে তো বাংলাদেশের সঙ্গে রেকর্ড খারাপ, তার ওপর সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না তাঁর দলের। সব মিলিয়ে তাই একটা জয় বড্ড দরকার এই জাপানি কোচের।
এই ম্যাচ খেলে দলের র্যাঙ্কিং বাড়িয়ে নেওয়াও বাংলাদেশের লক্ষ্য বলে জানালেন দলের সহকারী কোচ হাসান আল মামুন, ‘আমাদের ভুটানে আসার পেছনে বড় একটা কারণ র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়া। প্রথম ম্যাচে কিছু ত্রুটি ছিল, সেগুলো নিয়ে আমরা কাজ করেছি। আশা করি, দ্বিতীয় ম্যাচটা আরও ভালো হবে।’
মামুনের চাওয়াটা দলের সবারই।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
২৬ মিনিট আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
১ ঘণ্টা আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
২ ঘণ্টা আগে
আরও একবার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। ফাইনালে গতকাল রাতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় কাতালানরা। শিরোপা জেতায় স্বাভাবিকভাবেই বেজায় খুশি স্প্যানিশ জায়ান্টরা। তবে জয়টি যখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে তখন সেটা হয়ে দাঁড়ায় বিশেষ কিছুই; তেমনটাই মনে করিয়ে দিলেন বার্সার কোচ হান্সি
৩ ঘণ্টা আগে