
লিওনেল মেসির সঙ্গে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সম্পর্ক একরকম ভেঙে গেছে। চলতি মৌসুম শেষেই পিএসজি ছাড়ার কথা জানিয়েছেন আর্জেন্টাইন এই তারকা ফুটবলার। আর মেসি চলে গেলে পিএসজি আফসোস করবে বলে মনে করেন হাভিয়ের মাশচেরানো।
সৌদি আরবের পর্যটন দূত হিসেবে মরুর দেশে কদিন আগে পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন মেসি। এই বেড়াতে গিয়েই যেন নিজের বিপদ ডেকে আনেন তিনি। ক্লাবের অনুমতি ছাড়া সৌদিতে যাওয়ায় পিএসজি থেকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পেয়েছেন আর্জেন্টাইন এই তারকা ফুটবলার। এ ছাড়া সমর্থকদের দুয়োধ্বনি তো আছেই। ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, আর্জেন্টাইন তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি নবায়ন করবে না পিএসজি। ফরাসি এই ক্লাবের সঙ্গে সম্পর্ক রাখতে চান না মেসি নিজেও। যেখানে ২০২১ থেকে এখন পর্যন্ত পিএসজির হয়ে ৭১ ম্যাচে করেছেন ৩১ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৩৪ গোলে। ২০২১-২২ লিগ ওয়ান, ২০২২ ট্রফি দেস চ্যাম্পিয়নস জিততে অবদান রেখেছেন মেসি।
পিএসজিতে মেসির এই অবদানের কথাই যেন মনে করিয়ে দিয়েছেন মাশচেরানো। আর্জেন্টিনার সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডার বলেন, ‘আগামী ১০ বছরের মধ্যে তারা (পিএসজি) আফসোস করা শুরু করবে। বিশ্বের যেকোনো দল মেসিকে পাঁচ মিনিটের জন্য হলেও খেলাবে। এভাবে শেষ হওয়া কেউই চায় না। মেসির কোনো কিছু যদি সমালোচনার ঊর্ধ্বে থাকে, তবে সেটা তাঁর পেশাদারিত্ব। ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় কেউ যদি হয়েও থাকে, সেখানে মেসির মতো পেশাদার খেলায়াড় পাওয়া কঠিন।’
মেসির পরবর্তী গন্তব্য নিয়ে চলছে আলাপ-আলোচনা। পুরোনো ক্লাব বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে বেশি। বার্সার পাশাপাশি অন্যান্য ক্লাবে যাওয়ার কথাও শোনা যাচ্ছে। সৌদি আরবের ক্লাব আল হিলাল ৪০০ মিলিয়ন ইউরোর (বাংলাদেশি ৪ হাজার ৬৮৬ কোটি টাকা) প্রস্তাব দিয়েছিল আর্জেন্টিনার বিশ্বজয়ী এই ফুটবলারকে। এমনকি মেজর লিগ সকারেও (এমএলএস) যেতে পারেন তিনি।

লিওনেল মেসির সঙ্গে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সম্পর্ক একরকম ভেঙে গেছে। চলতি মৌসুম শেষেই পিএসজি ছাড়ার কথা জানিয়েছেন আর্জেন্টাইন এই তারকা ফুটবলার। আর মেসি চলে গেলে পিএসজি আফসোস করবে বলে মনে করেন হাভিয়ের মাশচেরানো।
সৌদি আরবের পর্যটন দূত হিসেবে মরুর দেশে কদিন আগে পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন মেসি। এই বেড়াতে গিয়েই যেন নিজের বিপদ ডেকে আনেন তিনি। ক্লাবের অনুমতি ছাড়া সৌদিতে যাওয়ায় পিএসজি থেকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পেয়েছেন আর্জেন্টাইন এই তারকা ফুটবলার। এ ছাড়া সমর্থকদের দুয়োধ্বনি তো আছেই। ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, আর্জেন্টাইন তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি নবায়ন করবে না পিএসজি। ফরাসি এই ক্লাবের সঙ্গে সম্পর্ক রাখতে চান না মেসি নিজেও। যেখানে ২০২১ থেকে এখন পর্যন্ত পিএসজির হয়ে ৭১ ম্যাচে করেছেন ৩১ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৩৪ গোলে। ২০২১-২২ লিগ ওয়ান, ২০২২ ট্রফি দেস চ্যাম্পিয়নস জিততে অবদান রেখেছেন মেসি।
পিএসজিতে মেসির এই অবদানের কথাই যেন মনে করিয়ে দিয়েছেন মাশচেরানো। আর্জেন্টিনার সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডার বলেন, ‘আগামী ১০ বছরের মধ্যে তারা (পিএসজি) আফসোস করা শুরু করবে। বিশ্বের যেকোনো দল মেসিকে পাঁচ মিনিটের জন্য হলেও খেলাবে। এভাবে শেষ হওয়া কেউই চায় না। মেসির কোনো কিছু যদি সমালোচনার ঊর্ধ্বে থাকে, তবে সেটা তাঁর পেশাদারিত্ব। ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় কেউ যদি হয়েও থাকে, সেখানে মেসির মতো পেশাদার খেলায়াড় পাওয়া কঠিন।’
মেসির পরবর্তী গন্তব্য নিয়ে চলছে আলাপ-আলোচনা। পুরোনো ক্লাব বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে বেশি। বার্সার পাশাপাশি অন্যান্য ক্লাবে যাওয়ার কথাও শোনা যাচ্ছে। সৌদি আরবের ক্লাব আল হিলাল ৪০০ মিলিয়ন ইউরোর (বাংলাদেশি ৪ হাজার ৬৮৬ কোটি টাকা) প্রস্তাব দিয়েছিল আর্জেন্টিনার বিশ্বজয়ী এই ফুটবলারকে। এমনকি মেজর লিগ সকারেও (এমএলএস) যেতে পারেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
২৯ মিনিট আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে হবে নাকি শ্রীলঙ্কায়, তা নিয়ে এখনো জটিলতা কাটেনি। এরই মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিস্ফোরক এক বক্তব্য দিয়েছেন।
২ ঘণ্টা আগে