
লিওনেল মেসির ক্যাবিনেটে কত ট্রফি, সেটা হয়তো তিনি নিজেও বলতে পারবেন না। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে একের পর এক সফলতায় জেতেন একের পর এক পুরস্কার। গোল্ডেন বল, ব্যালন ডি’অর, ফিফা দ্য বেস্ট—সম্ভাব্য সব ধরনের পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। আর্লিং হালান্ডও মনে করেন, মেসিই সেরা।
একটা সময় ব্যালন ডি’অর জয়ে মেসির সঙ্গে প্রতিযোগিতা চলত ক্রিস্টিয়ানো রোনালদোর। মেসি সেই প্রতিযোগিতায় রোনালদোকে পেছনে ফেলেছেন আগেই। এমনকি রোনালদোর আগেই জিতে ফেলেন বিশ্বকাপ। ২০২২ বিশ্বকাপ জিতে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ জেতেন মেসি। একই সঙ্গে আর্জেন্টিনা ঘুচিয়েছে ৩৬ বছরের বিশ্বকাপখরা। এরপর গত বছরের ৩০ অক্টোবর অষ্টমবারের মতো জিতেছেন ব্যালন ডি’অর।
২০২৩ সালের ব্যালন ডি’অর জয়ে মেসির দারুণ প্রতিদ্বন্দ্বী ছিলেন আর্লিং হালান্ড। ২০২২-২৩ মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে এসে রেকর্ডের পর রেকর্ড গড়তে থাকেন হালান্ড। ম্যান সিটিতে প্রথম মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৫৩ ম্যাচে করেন ৫২ গোল। ক্যারিয়ারের প্রথম ট্রেবলও হালান্ড জেতে সিটির হয়ে। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলের দ্বিতীয় লেগে ম্যান সিটির প্রতিপক্ষ কোপেনহেগেন। সেই ম্যাচের আগে আজ হালান্ড যখন সংবাদসম্মেলনে আসেন, তখন মেসি ও ব্যালন ডি’অরের প্রসঙ্গ এসেছে। হালান্ড বলেন, ‘ভালো প্রশ্ন করেছেন। আমি জানি না। এখন আমার বয়স ২৩। তাই আমি সবগুলো শিরোপা আবারও জিততে চাই। এখন পর্যন্ত আমার দেখা সেরা খেলোয়াড়। হয়তোবা তার অবসর নিতে হবে। অন্যথায় অন্য কাউকে সেরা প্রমাণিত হতে হবে।’
২০২৩-২৪ মৌসুমেও হালান্ড আছেন দারুণ ছন্দে। সব ধরনের প্রতিযোগিতা মিলে চলতি মৌসুমে ৩১ ম্যাচ খেলে করেন ২৮ গোল। অ্যাসিস্ট করেছেন ৬ গোলে। অন্যদিকে মেসি ইন্টার মায়ামিতে গত বছরের জুলাই থেকে এখন পর্যন্ত খেলেন ১৫ ম্যাচ। করেছেন ১৪ গোল ও ৬ গোলে অ্যাসিস্ট করেন।

লিওনেল মেসির ক্যাবিনেটে কত ট্রফি, সেটা হয়তো তিনি নিজেও বলতে পারবেন না। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে একের পর এক সফলতায় জেতেন একের পর এক পুরস্কার। গোল্ডেন বল, ব্যালন ডি’অর, ফিফা দ্য বেস্ট—সম্ভাব্য সব ধরনের পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। আর্লিং হালান্ডও মনে করেন, মেসিই সেরা।
একটা সময় ব্যালন ডি’অর জয়ে মেসির সঙ্গে প্রতিযোগিতা চলত ক্রিস্টিয়ানো রোনালদোর। মেসি সেই প্রতিযোগিতায় রোনালদোকে পেছনে ফেলেছেন আগেই। এমনকি রোনালদোর আগেই জিতে ফেলেন বিশ্বকাপ। ২০২২ বিশ্বকাপ জিতে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ জেতেন মেসি। একই সঙ্গে আর্জেন্টিনা ঘুচিয়েছে ৩৬ বছরের বিশ্বকাপখরা। এরপর গত বছরের ৩০ অক্টোবর অষ্টমবারের মতো জিতেছেন ব্যালন ডি’অর।
২০২৩ সালের ব্যালন ডি’অর জয়ে মেসির দারুণ প্রতিদ্বন্দ্বী ছিলেন আর্লিং হালান্ড। ২০২২-২৩ মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে এসে রেকর্ডের পর রেকর্ড গড়তে থাকেন হালান্ড। ম্যান সিটিতে প্রথম মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৫৩ ম্যাচে করেন ৫২ গোল। ক্যারিয়ারের প্রথম ট্রেবলও হালান্ড জেতে সিটির হয়ে। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলের দ্বিতীয় লেগে ম্যান সিটির প্রতিপক্ষ কোপেনহেগেন। সেই ম্যাচের আগে আজ হালান্ড যখন সংবাদসম্মেলনে আসেন, তখন মেসি ও ব্যালন ডি’অরের প্রসঙ্গ এসেছে। হালান্ড বলেন, ‘ভালো প্রশ্ন করেছেন। আমি জানি না। এখন আমার বয়স ২৩। তাই আমি সবগুলো শিরোপা আবারও জিততে চাই। এখন পর্যন্ত আমার দেখা সেরা খেলোয়াড়। হয়তোবা তার অবসর নিতে হবে। অন্যথায় অন্য কাউকে সেরা প্রমাণিত হতে হবে।’
২০২৩-২৪ মৌসুমেও হালান্ড আছেন দারুণ ছন্দে। সব ধরনের প্রতিযোগিতা মিলে চলতি মৌসুমে ৩১ ম্যাচ খেলে করেন ২৮ গোল। অ্যাসিস্ট করেছেন ৬ গোলে। অন্যদিকে মেসি ইন্টার মায়ামিতে গত বছরের জুলাই থেকে এখন পর্যন্ত খেলেন ১৫ ম্যাচ। করেছেন ১৪ গোল ও ৬ গোলে অ্যাসিস্ট করেন।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৬ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৭ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৮ ঘণ্টা আগে