
ব্রাজিল, আর্জেন্টিনা—দুই দলেরই একসঙ্গে প্যারিস অলিম্পিকে যাওয়া সম্ভব ছিল না। জয় ছাড়া অন্য কোনো সমীকরণ ছিল না দল দুটির সামনে। সেখানে ব্রাজিলকে কাঁদিয়ে অলিম্পিকের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
কারাকাসের এস্তাদিও নেসিওনাল ব্রিজিদো ইরিয়ার্তে স্টেডিয়ামে গত রাতে মুখোমুখি হয়েছে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল ও আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। বয়সভিত্তিক টুর্নামেন্টের ম্যাচটি ছিল অলিম্পিক বাছাইয়ের চূড়ান্তপর্বে নিজেদের শেষ ম্যাচ। আর্জেন্টিনা পেয়েছে ১-০ গোলের জয়। তাতে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে থেকে অলিম্পিক নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলকে অভিনন্দন জানিয়েছেন লিওনেল মেসি। ইনস্টাগ্রাম স্টোরিতে ম্যাচের স্কোরকার্ড পোস্ট করে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার লিখেছেন, ‘ভামোস।’
২০২১ সালে মারাকানায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। সেবার জয়সূচক গোল করেছিলেন আনহেল দি মারিয়া। আজ কারাকাসের ম্যাচটিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দাপট ছিল আর্জেন্টিনার। ৬১ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর আর্জেন্টিনা নেয় ৩ শট। অন্যদিকে ব্রাজিল ৩৯ শতাংশ বল দখলে রেখে ৩ শট করে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর। ৭৮ মিনিটে ম্যাচের জয়সূচক গোল করেন আর্জেন্টিনার স্ট্রাইকার লুসিয়ানো গুন্দু। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলকে অভিনন্দন জানিয়েছেন দি মারিয়াও। ম্যাচের স্কোরকার্ড পোস্ট করে দি মারিয়া নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘আর্জেন্টিনার জন্য তা (ব্রাজিলকে হারানো) দারুণ ব্যাপার। অভিনন্দন। তোমাদের প্রাপ্য।’
দক্ষিণ আমেরিকা অঞ্চলের অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্ব শেষ হয়েছে আজ। ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, ভেনেজুয়েলা প্রত্যেকেই তিনটি করে ম্যাচ খেলেছে। যেখানে ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে প্যারাগুয়ে। ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। তিন ও চারে থাকা ব্রাজিল ও ভেনেজুয়েলার পয়েন্ট ৩ ও ১। ব্রাজিল তিন ম্যাচের মধ্যে এক ম্যাচ জিতেছে ও দুই ম্যাচ হেরেছে। সেরা দুইয়ে থাকায় প্যারাগুয়ে ও আর্জেন্টিনা নিশ্চিত করেছে প্যারিস অলিম্পিক।

ব্রাজিল, আর্জেন্টিনা—দুই দলেরই একসঙ্গে প্যারিস অলিম্পিকে যাওয়া সম্ভব ছিল না। জয় ছাড়া অন্য কোনো সমীকরণ ছিল না দল দুটির সামনে। সেখানে ব্রাজিলকে কাঁদিয়ে অলিম্পিকের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
কারাকাসের এস্তাদিও নেসিওনাল ব্রিজিদো ইরিয়ার্তে স্টেডিয়ামে গত রাতে মুখোমুখি হয়েছে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল ও আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। বয়সভিত্তিক টুর্নামেন্টের ম্যাচটি ছিল অলিম্পিক বাছাইয়ের চূড়ান্তপর্বে নিজেদের শেষ ম্যাচ। আর্জেন্টিনা পেয়েছে ১-০ গোলের জয়। তাতে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে থেকে অলিম্পিক নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলকে অভিনন্দন জানিয়েছেন লিওনেল মেসি। ইনস্টাগ্রাম স্টোরিতে ম্যাচের স্কোরকার্ড পোস্ট করে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার লিখেছেন, ‘ভামোস।’
২০২১ সালে মারাকানায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। সেবার জয়সূচক গোল করেছিলেন আনহেল দি মারিয়া। আজ কারাকাসের ম্যাচটিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দাপট ছিল আর্জেন্টিনার। ৬১ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর আর্জেন্টিনা নেয় ৩ শট। অন্যদিকে ব্রাজিল ৩৯ শতাংশ বল দখলে রেখে ৩ শট করে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর। ৭৮ মিনিটে ম্যাচের জয়সূচক গোল করেন আর্জেন্টিনার স্ট্রাইকার লুসিয়ানো গুন্দু। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলকে অভিনন্দন জানিয়েছেন দি মারিয়াও। ম্যাচের স্কোরকার্ড পোস্ট করে দি মারিয়া নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘আর্জেন্টিনার জন্য তা (ব্রাজিলকে হারানো) দারুণ ব্যাপার। অভিনন্দন। তোমাদের প্রাপ্য।’
দক্ষিণ আমেরিকা অঞ্চলের অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্ব শেষ হয়েছে আজ। ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, ভেনেজুয়েলা প্রত্যেকেই তিনটি করে ম্যাচ খেলেছে। যেখানে ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে প্যারাগুয়ে। ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। তিন ও চারে থাকা ব্রাজিল ও ভেনেজুয়েলার পয়েন্ট ৩ ও ১। ব্রাজিল তিন ম্যাচের মধ্যে এক ম্যাচ জিতেছে ও দুই ম্যাচ হেরেছে। সেরা দুইয়ে থাকায় প্যারাগুয়ে ও আর্জেন্টিনা নিশ্চিত করেছে প্যারিস অলিম্পিক।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৮ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৯ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৯ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১২ ঘণ্টা আগে