ক্রীড়া ডেস্ক

‘থ্রি লায়নস’ খ্যাত ইংল্যান্ড আর আফ্রিকার ‘লায়নস অব তেরেঙ্গা’ সেনেগালের লড়াই। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হলেও নটিংহামের সিটি গ্রাউন্ডে রোমাঞ্চ ছিল টইটম্বুর। ম্যাচের শুরুতেই দুর্দান্ত গোলে গ্যালারিতে থ্রি লায়নদের সাদা সমুদ্রে উচ্ছ্বাসের ঢেউ তোলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন।
তার কিছুক্ষণ পরই ঘুরে দাঁড়িয়ে দৃশ্যপট বদলে দিলেন ইসমাইলা সার, হাবিব দিয়ারা ও চেইখ সাবালি। তাঁদের প্রত্যেকের একটি করে গোলে ইংল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে এক নতুন ইতিহাস গড়ল সেনেগাল। আফ্রিকা মহাদেশের প্রথম দল হিসেবে ইংল্যান্ডকে হারিয়েছে তারা।
ইংল্যান্ড আফ্রিকান দলের বিপক্ষে এর আগে ২১ ম্যাচে অপরাজিত ছিল। ১৫ ম্যাচে জিতেছে, ৬টি ড্র করেছে। ১৯৯০ সালে প্রীতি ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে হারতে বসেছিল, তবে স্টিভ বুল ৮৯ মিনিটে গোল করে ১-১ ড্র নিশ্চিত করেছিলেন। ইংল্যান্ড সবশেষ এবং প্রথমবার অন্য কোনো মহাদেশের দলের কাছে হেরেছিল ২০০৩ সালে। সেবার আপটন পার্কে অস্ট্রেলিয়া তাদের ৩-১ গোলে হারিয়েছিল।
ইতিহাস গড়ে উচ্ছ্বসিত সেনেগালের অধিনায়ক কালিদু কুলিবালি বলেন, ‘চমৎকার এক রাত। আমরা জানতাম এই ম্যাচে এ রকম কিছু করতে পারি। অসাধারণ এক অনুভূতি। আমরা ইতিহাস গড়তে অভ্যস্ত নই—আফকন (আফ্রিকার সেরা) জিতে একবার করেছি, আর আজ (গতকাল) রাতে আবার করলাম। আমরা চাই সেনেগালের হয়ে এভাবেই গল্প লিখে যেতে। দেখাতে চেয়েছি আমরা একটি ভালো দল।’

‘থ্রি লায়নস’ খ্যাত ইংল্যান্ড আর আফ্রিকার ‘লায়নস অব তেরেঙ্গা’ সেনেগালের লড়াই। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হলেও নটিংহামের সিটি গ্রাউন্ডে রোমাঞ্চ ছিল টইটম্বুর। ম্যাচের শুরুতেই দুর্দান্ত গোলে গ্যালারিতে থ্রি লায়নদের সাদা সমুদ্রে উচ্ছ্বাসের ঢেউ তোলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন।
তার কিছুক্ষণ পরই ঘুরে দাঁড়িয়ে দৃশ্যপট বদলে দিলেন ইসমাইলা সার, হাবিব দিয়ারা ও চেইখ সাবালি। তাঁদের প্রত্যেকের একটি করে গোলে ইংল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে এক নতুন ইতিহাস গড়ল সেনেগাল। আফ্রিকা মহাদেশের প্রথম দল হিসেবে ইংল্যান্ডকে হারিয়েছে তারা।
ইংল্যান্ড আফ্রিকান দলের বিপক্ষে এর আগে ২১ ম্যাচে অপরাজিত ছিল। ১৫ ম্যাচে জিতেছে, ৬টি ড্র করেছে। ১৯৯০ সালে প্রীতি ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে হারতে বসেছিল, তবে স্টিভ বুল ৮৯ মিনিটে গোল করে ১-১ ড্র নিশ্চিত করেছিলেন। ইংল্যান্ড সবশেষ এবং প্রথমবার অন্য কোনো মহাদেশের দলের কাছে হেরেছিল ২০০৩ সালে। সেবার আপটন পার্কে অস্ট্রেলিয়া তাদের ৩-১ গোলে হারিয়েছিল।
ইতিহাস গড়ে উচ্ছ্বসিত সেনেগালের অধিনায়ক কালিদু কুলিবালি বলেন, ‘চমৎকার এক রাত। আমরা জানতাম এই ম্যাচে এ রকম কিছু করতে পারি। অসাধারণ এক অনুভূতি। আমরা ইতিহাস গড়তে অভ্যস্ত নই—আফকন (আফ্রিকার সেরা) জিতে একবার করেছি, আর আজ (গতকাল) রাতে আবার করলাম। আমরা চাই সেনেগালের হয়ে এভাবেই গল্প লিখে যেতে। দেখাতে চেয়েছি আমরা একটি ভালো দল।’

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
৬ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
১০ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
১০ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১১ ঘণ্টা আগে