
ইন্টার মায়ামির জার্সিতে লিওনেল মেসির অভিষেক হয়ে গেছে এরই মধ্যে। লিগ কাপে চার ম্যাচ খেলে ফেলেছেন তিনি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের এখন মেজর লিগ সকারে (এমএলএস) অভিষেক হওয়াটাই বাকি। তবে এই অভিষেক একটু দেরিতেই হবে।
মেসির এমএলএসে অভিষেক হওয়ার কথা ছিল ২০ আগস্ট শার্লট এফসির বিপক্ষে। তবে এখানে মায়ামির ঠাসা সূচি রয়েছে। লিগ কাপের কোয়ার্টার ফাইনালে পরশু ভোরে ডিআরভি পিএনকে স্টেডিয়ামে শার্লট এফসির বিপক্ষে খেলবে মায়ামি। এরপর টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল হবে ১৫ আগস্ট। আর তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল দুটো ম্যাচই হবে ১৯ আগস্ট। কোয়ার্টার ফাইনালে জিতলে ১৫ আগস্ট সেমি খেলতে হবে মায়ামিকে। সেমিতে জিতলে ১৯ আগস্ট খেলবে ফাইনাল। হারলে একই দিনে খেলতে হবে তৃতীয় স্থান নির্ধারণী। লিগ কাপ টুর্নামেন্ট চলার কারণেই মায়ামির এমএলএসের ম্যাচের তারিখ পেছানো হয়েছে। তবে কবে হবে তা এখনো জানানো হয়নি। ইন্টার মায়ামি গতকাল টুইট করেছে, ‘২০ আগস্ট শার্লট এফসির বিপক্ষে আমাদের এমএলএসের যে ম্যাচ হওয়ার কথা ছিল, তা বাতিল করা হয়েছে। লিগ কাপ চলায় তারিখ পরে ঘোষণা করা হবে। এমএলএস ম্যাচের ২০ আগস্টের টিকিট যারা কিনেছেন, সেই টিকিট দিয়ে নতুন তারিখে খেলা দেখতে পারবেন।’
এমএলএসে পয়েন্ট তালিকায় তলানিতে রয়েছে মায়ামি। ২২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে মায়ামি ইস্টার্ন কনফারেনসের পয়েন্ট তালিকায় রয়েছে ১৫ নম্বরে। একই কনফারেন্সে ৯ নম্বরে থাকা ডিসি ইউনাইটেডের পয়েন্ট ৩০। দুই কনফারেন্স থেকে ৯টি করে দল উঠবে এমএলএস কাপ প্লে অফে। ২৯ ক্লাব নিয়ে হচ্ছে এই মৌসুমের এমএলএস। ইস্টার্ন কনফারেন্সে খেলবে ১৫ ক্লাব ও ১৪ ক্লাব খেলবে ওয়েস্টার্ন কনফারেন্সে। প্রত্যেকেই ৩৪টি করে ম্যাচ খেলবে, যার মধ্যে নিজ কনফারেন্সের দলের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে দুটি করে ম্যাচ খেলবে দলগুলো। আর বাকি কনফারেন্সের চার অথবা পাঁচ দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে দলগুলো।
মায়ামির জার্সিতে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে ৭ গোল করেছেন মেসি ও ১ গোলে অ্যাসিস্ট করেছেন, যেখানে ২১ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে করেছেন ১ গোল। বাকি ৩ ম্যাচে দুটি করে গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।

ইন্টার মায়ামির জার্সিতে লিওনেল মেসির অভিষেক হয়ে গেছে এরই মধ্যে। লিগ কাপে চার ম্যাচ খেলে ফেলেছেন তিনি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের এখন মেজর লিগ সকারে (এমএলএস) অভিষেক হওয়াটাই বাকি। তবে এই অভিষেক একটু দেরিতেই হবে।
মেসির এমএলএসে অভিষেক হওয়ার কথা ছিল ২০ আগস্ট শার্লট এফসির বিপক্ষে। তবে এখানে মায়ামির ঠাসা সূচি রয়েছে। লিগ কাপের কোয়ার্টার ফাইনালে পরশু ভোরে ডিআরভি পিএনকে স্টেডিয়ামে শার্লট এফসির বিপক্ষে খেলবে মায়ামি। এরপর টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল হবে ১৫ আগস্ট। আর তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল দুটো ম্যাচই হবে ১৯ আগস্ট। কোয়ার্টার ফাইনালে জিতলে ১৫ আগস্ট সেমি খেলতে হবে মায়ামিকে। সেমিতে জিতলে ১৯ আগস্ট খেলবে ফাইনাল। হারলে একই দিনে খেলতে হবে তৃতীয় স্থান নির্ধারণী। লিগ কাপ টুর্নামেন্ট চলার কারণেই মায়ামির এমএলএসের ম্যাচের তারিখ পেছানো হয়েছে। তবে কবে হবে তা এখনো জানানো হয়নি। ইন্টার মায়ামি গতকাল টুইট করেছে, ‘২০ আগস্ট শার্লট এফসির বিপক্ষে আমাদের এমএলএসের যে ম্যাচ হওয়ার কথা ছিল, তা বাতিল করা হয়েছে। লিগ কাপ চলায় তারিখ পরে ঘোষণা করা হবে। এমএলএস ম্যাচের ২০ আগস্টের টিকিট যারা কিনেছেন, সেই টিকিট দিয়ে নতুন তারিখে খেলা দেখতে পারবেন।’
এমএলএসে পয়েন্ট তালিকায় তলানিতে রয়েছে মায়ামি। ২২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে মায়ামি ইস্টার্ন কনফারেনসের পয়েন্ট তালিকায় রয়েছে ১৫ নম্বরে। একই কনফারেন্সে ৯ নম্বরে থাকা ডিসি ইউনাইটেডের পয়েন্ট ৩০। দুই কনফারেন্স থেকে ৯টি করে দল উঠবে এমএলএস কাপ প্লে অফে। ২৯ ক্লাব নিয়ে হচ্ছে এই মৌসুমের এমএলএস। ইস্টার্ন কনফারেন্সে খেলবে ১৫ ক্লাব ও ১৪ ক্লাব খেলবে ওয়েস্টার্ন কনফারেন্সে। প্রত্যেকেই ৩৪টি করে ম্যাচ খেলবে, যার মধ্যে নিজ কনফারেন্সের দলের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে দুটি করে ম্যাচ খেলবে দলগুলো। আর বাকি কনফারেন্সের চার অথবা পাঁচ দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে দলগুলো।
মায়ামির জার্সিতে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে ৭ গোল করেছেন মেসি ও ১ গোলে অ্যাসিস্ট করেছেন, যেখানে ২১ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে করেছেন ১ গোল। বাকি ৩ ম্যাচে দুটি করে গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।

রেকর্ড দামে নিয়েও মোস্তাফিজুর রহমানের কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়ার ঘটনায় তোলপাড় বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। ক্রিকেটের বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে সিলেটে আজ ‘মিনি বিসিবি’ উদ্বোধন করলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যম কর্মীদের কাছে অবশ্য মিনি বিসিবির চেয়ে বেশি জানার আগ্র
২ ঘণ্টা আগে
অবিশ্বাস্য কিছু করে ফেলার দুয়ারেই ছিল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। শেষ ১৩ মিনিটে যেভাবে মেলে ধরে নিজেদের, তাতে বসুন্ধরা কিংসের কাঁপুনি ছুটে যায়। ৩ গোলে এগিয়ে থেকেও হারের শঙ্কায় ছিল মারিও গোমেসের দল। শেষ পর্যন্ত মাঠ ছাড়ে ৩-৩ গোলের ড্র নিয়ে
৩ ঘণ্টা আগে
নারী শুটারদের যৌন ও মানসিক নিপীড়নের অভিযোগ থাকা বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের যুগ্ম সম্পাদক জিএম হায়দার সাজ্জাদকে পদ থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ১ জানুয়ারি এনএসসির নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়ে
৫ ঘণ্টা আগে
চলতি বিগ ব্যাশে হোবার্টে হারিকেন্সের হয়ে দুর্দান্ত বোলিং করছেন রিশাদ হোসেন। সিডনি থান্ডারের হয়ে আজ উইকেট না পেলেও সবচেয়ে কম রান দিয়েছেন এই লেগস্পিনার। রিশাদের হিসেবি বোলিংয়ের দিনে বিগ ব্যাশে নিজের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন ডেভিড ওয়ার্নার।
৫ ঘণ্টা আগে