
ইন্টার মায়ামির জার্সিতে লিওনেল মেসির অভিষেক হয়ে গেছে এরই মধ্যে। লিগ কাপে চার ম্যাচ খেলে ফেলেছেন তিনি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের এখন মেজর লিগ সকারে (এমএলএস) অভিষেক হওয়াটাই বাকি। তবে এই অভিষেক একটু দেরিতেই হবে।
মেসির এমএলএসে অভিষেক হওয়ার কথা ছিল ২০ আগস্ট শার্লট এফসির বিপক্ষে। তবে এখানে মায়ামির ঠাসা সূচি রয়েছে। লিগ কাপের কোয়ার্টার ফাইনালে পরশু ভোরে ডিআরভি পিএনকে স্টেডিয়ামে শার্লট এফসির বিপক্ষে খেলবে মায়ামি। এরপর টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল হবে ১৫ আগস্ট। আর তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল দুটো ম্যাচই হবে ১৯ আগস্ট। কোয়ার্টার ফাইনালে জিতলে ১৫ আগস্ট সেমি খেলতে হবে মায়ামিকে। সেমিতে জিতলে ১৯ আগস্ট খেলবে ফাইনাল। হারলে একই দিনে খেলতে হবে তৃতীয় স্থান নির্ধারণী। লিগ কাপ টুর্নামেন্ট চলার কারণেই মায়ামির এমএলএসের ম্যাচের তারিখ পেছানো হয়েছে। তবে কবে হবে তা এখনো জানানো হয়নি। ইন্টার মায়ামি গতকাল টুইট করেছে, ‘২০ আগস্ট শার্লট এফসির বিপক্ষে আমাদের এমএলএসের যে ম্যাচ হওয়ার কথা ছিল, তা বাতিল করা হয়েছে। লিগ কাপ চলায় তারিখ পরে ঘোষণা করা হবে। এমএলএস ম্যাচের ২০ আগস্টের টিকিট যারা কিনেছেন, সেই টিকিট দিয়ে নতুন তারিখে খেলা দেখতে পারবেন।’
এমএলএসে পয়েন্ট তালিকায় তলানিতে রয়েছে মায়ামি। ২২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে মায়ামি ইস্টার্ন কনফারেনসের পয়েন্ট তালিকায় রয়েছে ১৫ নম্বরে। একই কনফারেন্সে ৯ নম্বরে থাকা ডিসি ইউনাইটেডের পয়েন্ট ৩০। দুই কনফারেন্স থেকে ৯টি করে দল উঠবে এমএলএস কাপ প্লে অফে। ২৯ ক্লাব নিয়ে হচ্ছে এই মৌসুমের এমএলএস। ইস্টার্ন কনফারেন্সে খেলবে ১৫ ক্লাব ও ১৪ ক্লাব খেলবে ওয়েস্টার্ন কনফারেন্সে। প্রত্যেকেই ৩৪টি করে ম্যাচ খেলবে, যার মধ্যে নিজ কনফারেন্সের দলের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে দুটি করে ম্যাচ খেলবে দলগুলো। আর বাকি কনফারেন্সের চার অথবা পাঁচ দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে দলগুলো।
মায়ামির জার্সিতে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে ৭ গোল করেছেন মেসি ও ১ গোলে অ্যাসিস্ট করেছেন, যেখানে ২১ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে করেছেন ১ গোল। বাকি ৩ ম্যাচে দুটি করে গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।

ইন্টার মায়ামির জার্সিতে লিওনেল মেসির অভিষেক হয়ে গেছে এরই মধ্যে। লিগ কাপে চার ম্যাচ খেলে ফেলেছেন তিনি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের এখন মেজর লিগ সকারে (এমএলএস) অভিষেক হওয়াটাই বাকি। তবে এই অভিষেক একটু দেরিতেই হবে।
মেসির এমএলএসে অভিষেক হওয়ার কথা ছিল ২০ আগস্ট শার্লট এফসির বিপক্ষে। তবে এখানে মায়ামির ঠাসা সূচি রয়েছে। লিগ কাপের কোয়ার্টার ফাইনালে পরশু ভোরে ডিআরভি পিএনকে স্টেডিয়ামে শার্লট এফসির বিপক্ষে খেলবে মায়ামি। এরপর টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল হবে ১৫ আগস্ট। আর তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল দুটো ম্যাচই হবে ১৯ আগস্ট। কোয়ার্টার ফাইনালে জিতলে ১৫ আগস্ট সেমি খেলতে হবে মায়ামিকে। সেমিতে জিতলে ১৯ আগস্ট খেলবে ফাইনাল। হারলে একই দিনে খেলতে হবে তৃতীয় স্থান নির্ধারণী। লিগ কাপ টুর্নামেন্ট চলার কারণেই মায়ামির এমএলএসের ম্যাচের তারিখ পেছানো হয়েছে। তবে কবে হবে তা এখনো জানানো হয়নি। ইন্টার মায়ামি গতকাল টুইট করেছে, ‘২০ আগস্ট শার্লট এফসির বিপক্ষে আমাদের এমএলএসের যে ম্যাচ হওয়ার কথা ছিল, তা বাতিল করা হয়েছে। লিগ কাপ চলায় তারিখ পরে ঘোষণা করা হবে। এমএলএস ম্যাচের ২০ আগস্টের টিকিট যারা কিনেছেন, সেই টিকিট দিয়ে নতুন তারিখে খেলা দেখতে পারবেন।’
এমএলএসে পয়েন্ট তালিকায় তলানিতে রয়েছে মায়ামি। ২২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে মায়ামি ইস্টার্ন কনফারেনসের পয়েন্ট তালিকায় রয়েছে ১৫ নম্বরে। একই কনফারেন্সে ৯ নম্বরে থাকা ডিসি ইউনাইটেডের পয়েন্ট ৩০। দুই কনফারেন্স থেকে ৯টি করে দল উঠবে এমএলএস কাপ প্লে অফে। ২৯ ক্লাব নিয়ে হচ্ছে এই মৌসুমের এমএলএস। ইস্টার্ন কনফারেন্সে খেলবে ১৫ ক্লাব ও ১৪ ক্লাব খেলবে ওয়েস্টার্ন কনফারেন্সে। প্রত্যেকেই ৩৪টি করে ম্যাচ খেলবে, যার মধ্যে নিজ কনফারেন্সের দলের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে দুটি করে ম্যাচ খেলবে দলগুলো। আর বাকি কনফারেন্সের চার অথবা পাঁচ দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে দলগুলো।
মায়ামির জার্সিতে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে ৭ গোল করেছেন মেসি ও ১ গোলে অ্যাসিস্ট করেছেন, যেখানে ২১ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে করেছেন ১ গোল। বাকি ৩ ম্যাচে দুটি করে গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
৭ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
১০ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
১১ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১২ ঘণ্টা আগে