
ম্যাচ জিতেও যেন হেরে গেছে ব্রাজিল। গিনির বিপক্ষে ৪-১ গোলের জয় পেলেও মহৎ উদ্দেশ্যে হেরে গেছে তারা। লা লিগায় বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিয়ুস জুনিয়রের পাশে দাঁড়াতে গতকাল কালো জার্সি পরেছিল সেলেসাওরা। কিন্তু সেই ম্যাচেই আবার মাঠের বাইরে বর্ণবাদের থাবা পড়েছে।
বাইরে ভিনির এক বন্ধুর সঙ্গে বর্ণবাদী আচরণ করায় সফল না হওয়ার কথা বলা হচ্ছে। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান তারকা সামাজিক মাধ্যমে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘যখন মাঠে ঐতিহাসিক কালো জার্সিতে খেলছিলাম এবং আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, তখন স্টেডিয়ামের প্রবেশপথে আমার বন্ধুকে অপমান ও উপহাস করা হয়েছিল। এমন আচরণ দুঃখজন। ব্যাকস্টেজ জঘন্য। সবকিছু প্রকাশ্যে আনতে জিজ্ঞেস করতে চাই, নিরাপত্তা ক্যামেরার ফুটেজ কোথায়?’
খেলা শুরুর আগে প্রবেশপথে ভিনিসিয়ুসের বন্ধু ও উপদেষ্টা ফিলিপে সিলভার সঙ্গে এমন আচরণ করেছেন এক নিরাপত্তাকর্মী। ব্রাজিলিয়ান তারকার বন্ধুর উদ্দেশে পকেট থেকে কলা বের করে নিরাপত্তারক্ষী বলেন, ‘হাত ওপরে তোলো, তোমার জন্য এটাই আমার পিস্তল।’
ইতিহাসে প্রথমবারে মতো গতকাল কালো জার্সিতে খেলেছে সেলেসাওরা। তবে পুরো ম্যাচ নয়, শুধু প্রথমার্ধে। পরে হলুদ জার্সিতে খেলেছে তারা। ম্যাচ শুরুর আগে দুই দল বর্ণবাদবিরোধী স্লোগান ‘বর্ণবাদ নিয়ে কোনো খেলা নয়’ লেখা ব্যানার হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানায়।
টানা দুই ম্যাচ হারার পর গতকাল জয়ে ফিরেছে ব্রাজিল। সেটিও আবার নিজেদের চিরচেনা আধিপত্য দেখিয়ে। প্রতিপক্ষকে ৪-১ গোলে বিধ্বস্ত করে। অভিষেকে গোল করে ব্রাজিলকে প্রথম লিড এনে দেন জোয়েলিন্টন। ২৭ মিনিটে নিউক্যাসল তারকার করা গোলের তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। ২ গোলে পিছিয়ে পড়ে ৩৬ মিনিটে ১ গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল গিনি। গোলটি করেন সেরহাউ গুইরাসি।
দ্বিতীয়ার্ধে অবশ্য গিনির ম্যাচে ফেরার ইঙ্গিত সফল হয়নি। উল্টো আরও দুই গোল হজম করে তারা। ৪৭ মিনিটে এদের মিলিতোর গোলের পর পেনাল্টি থেকে গোল করেন ভিনিসিয়ুস। প্রথমবারে মতো কাল ১০ নম্বর জার্সি পরা রিয়াল মাদ্রিদ তারকা ম্যাচের ৮৮ মিনিটে সফল স্পটকিকটি নেন।

ম্যাচ জিতেও যেন হেরে গেছে ব্রাজিল। গিনির বিপক্ষে ৪-১ গোলের জয় পেলেও মহৎ উদ্দেশ্যে হেরে গেছে তারা। লা লিগায় বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিয়ুস জুনিয়রের পাশে দাঁড়াতে গতকাল কালো জার্সি পরেছিল সেলেসাওরা। কিন্তু সেই ম্যাচেই আবার মাঠের বাইরে বর্ণবাদের থাবা পড়েছে।
বাইরে ভিনির এক বন্ধুর সঙ্গে বর্ণবাদী আচরণ করায় সফল না হওয়ার কথা বলা হচ্ছে। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান তারকা সামাজিক মাধ্যমে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘যখন মাঠে ঐতিহাসিক কালো জার্সিতে খেলছিলাম এবং আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, তখন স্টেডিয়ামের প্রবেশপথে আমার বন্ধুকে অপমান ও উপহাস করা হয়েছিল। এমন আচরণ দুঃখজন। ব্যাকস্টেজ জঘন্য। সবকিছু প্রকাশ্যে আনতে জিজ্ঞেস করতে চাই, নিরাপত্তা ক্যামেরার ফুটেজ কোথায়?’
খেলা শুরুর আগে প্রবেশপথে ভিনিসিয়ুসের বন্ধু ও উপদেষ্টা ফিলিপে সিলভার সঙ্গে এমন আচরণ করেছেন এক নিরাপত্তাকর্মী। ব্রাজিলিয়ান তারকার বন্ধুর উদ্দেশে পকেট থেকে কলা বের করে নিরাপত্তারক্ষী বলেন, ‘হাত ওপরে তোলো, তোমার জন্য এটাই আমার পিস্তল।’
ইতিহাসে প্রথমবারে মতো গতকাল কালো জার্সিতে খেলেছে সেলেসাওরা। তবে পুরো ম্যাচ নয়, শুধু প্রথমার্ধে। পরে হলুদ জার্সিতে খেলেছে তারা। ম্যাচ শুরুর আগে দুই দল বর্ণবাদবিরোধী স্লোগান ‘বর্ণবাদ নিয়ে কোনো খেলা নয়’ লেখা ব্যানার হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানায়।
টানা দুই ম্যাচ হারার পর গতকাল জয়ে ফিরেছে ব্রাজিল। সেটিও আবার নিজেদের চিরচেনা আধিপত্য দেখিয়ে। প্রতিপক্ষকে ৪-১ গোলে বিধ্বস্ত করে। অভিষেকে গোল করে ব্রাজিলকে প্রথম লিড এনে দেন জোয়েলিন্টন। ২৭ মিনিটে নিউক্যাসল তারকার করা গোলের তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। ২ গোলে পিছিয়ে পড়ে ৩৬ মিনিটে ১ গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল গিনি। গোলটি করেন সেরহাউ গুইরাসি।
দ্বিতীয়ার্ধে অবশ্য গিনির ম্যাচে ফেরার ইঙ্গিত সফল হয়নি। উল্টো আরও দুই গোল হজম করে তারা। ৪৭ মিনিটে এদের মিলিতোর গোলের পর পেনাল্টি থেকে গোল করেন ভিনিসিয়ুস। প্রথমবারে মতো কাল ১০ নম্বর জার্সি পরা রিয়াল মাদ্রিদ তারকা ম্যাচের ৮৮ মিনিটে সফল স্পটকিকটি নেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
১ ঘণ্টা আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১ ঘণ্টা আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
২ ঘণ্টা আগে