
‘রেকর্ড’ আর ‘হ্যারি কেইন’—শব্দ দুটি যেন বেশ সমার্থক হয়ে গেছে। বায়ার্ন মিউনিখে এসে গোলের বন্যা বইয়ে দিচ্ছেন। পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকা কেইন করে চলেছেন একের পর এক রেকর্ড।
আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতের বায়ার্ন মিউনিখ-মাইনৎস ম্যাচটিকে চাইলে হ্যারি কেইন-মাইনৎস ম্যাচও বলা যায়। কেননা, বুন্দেসলিগার ম্যাচটিতে হ্যারি কেইনের ঝলকানিতেই তো বায়ার্ন রীতিমতো পর্যুদস্ত করেছে মাইনৎসকে। মাইনৎসের বিপক্ষে বায়ার্ন জিতেছে ৮-১ গোলে। আট গোলের পাঁচটিতেই অবদান রেখেছেন কেইন। যার মধ্যে করেছেন হ্যাটট্রিক ও দুই গোলে অ্যাসিস্ট করেছেন কেইন। ২০২৩-২৪ মৌসুমের বুন্দেসলিগায় এটা তাঁর চতুর্থ হ্যাটট্রিক। তাতে বুন্দেসলিগায় অভিষেক মৌসুমে প্রথম খেলোয়াড় হিসেবে চার হ্যাটট্রিকের কীর্তি গড়ে ফেললেন কেইন। একই সঙ্গে বুন্দেসলিগায় আটবার দুই বা তার বেশি গোল করেছেন বায়ার্নের এই স্ট্রাইকার। বুন্দেসলিগায় অভিষেক মৌসুমে এমন কীর্তিও আর কেউ করতে পারেননি। জোড়া রেকর্ড গড়ার পর কেইন আরও অনেক রেকর্ড গড়ার ইঙ্গিত দিয়েছেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হাস্যোজ্জ্বল এক ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘আসছে আরও।’
টটেনহাম থেকে গত বছর বায়ার্ন মিউনিখে এসেছেন কেইন। ২০২৩-২৪ মৌসুমে বায়ার্নের জার্সিতে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৩৪ ম্যাচে করেন ৩৬ গোল। যার মধ্যে বুন্দেসলিগায় করেছেন ৩০ গোল এবং খেলেছেন ২৫ ম্যাচ। যদি বুন্দেসলিগায় বাকি থাকা ৯ ম্যাচে ১২ গোল করতে পারেন, তাহলে টুর্নামেন্টের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়বেন কেইন। ২০২০-২১ মৌসুমে রবার্ট লেভানডফস্কির ৪১ গোল এখনো পর্যন্ত বুন্দেসলিগার এক মৌসুমে সর্বোচ্চ গোল। লেভাও রেকর্ড গড়েন বায়ার্নের হয়ে।
এর আগে ব্রিটেনের প্রথম ফুটবলার হিসেবে উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে গোলের ফিফটি পূর্ণ করেন কেইন। আলিয়াঞ্জ অ্যারেনায় ৫ মার্চ লাৎসিওর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে লাৎসিওর বিপক্ষে করেন জোড়া গোল। উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে কেইনের গোল এখন ৫১।

‘রেকর্ড’ আর ‘হ্যারি কেইন’—শব্দ দুটি যেন বেশ সমার্থক হয়ে গেছে। বায়ার্ন মিউনিখে এসে গোলের বন্যা বইয়ে দিচ্ছেন। পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকা কেইন করে চলেছেন একের পর এক রেকর্ড।
আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতের বায়ার্ন মিউনিখ-মাইনৎস ম্যাচটিকে চাইলে হ্যারি কেইন-মাইনৎস ম্যাচও বলা যায়। কেননা, বুন্দেসলিগার ম্যাচটিতে হ্যারি কেইনের ঝলকানিতেই তো বায়ার্ন রীতিমতো পর্যুদস্ত করেছে মাইনৎসকে। মাইনৎসের বিপক্ষে বায়ার্ন জিতেছে ৮-১ গোলে। আট গোলের পাঁচটিতেই অবদান রেখেছেন কেইন। যার মধ্যে করেছেন হ্যাটট্রিক ও দুই গোলে অ্যাসিস্ট করেছেন কেইন। ২০২৩-২৪ মৌসুমের বুন্দেসলিগায় এটা তাঁর চতুর্থ হ্যাটট্রিক। তাতে বুন্দেসলিগায় অভিষেক মৌসুমে প্রথম খেলোয়াড় হিসেবে চার হ্যাটট্রিকের কীর্তি গড়ে ফেললেন কেইন। একই সঙ্গে বুন্দেসলিগায় আটবার দুই বা তার বেশি গোল করেছেন বায়ার্নের এই স্ট্রাইকার। বুন্দেসলিগায় অভিষেক মৌসুমে এমন কীর্তিও আর কেউ করতে পারেননি। জোড়া রেকর্ড গড়ার পর কেইন আরও অনেক রেকর্ড গড়ার ইঙ্গিত দিয়েছেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হাস্যোজ্জ্বল এক ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘আসছে আরও।’
টটেনহাম থেকে গত বছর বায়ার্ন মিউনিখে এসেছেন কেইন। ২০২৩-২৪ মৌসুমে বায়ার্নের জার্সিতে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৩৪ ম্যাচে করেন ৩৬ গোল। যার মধ্যে বুন্দেসলিগায় করেছেন ৩০ গোল এবং খেলেছেন ২৫ ম্যাচ। যদি বুন্দেসলিগায় বাকি থাকা ৯ ম্যাচে ১২ গোল করতে পারেন, তাহলে টুর্নামেন্টের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়বেন কেইন। ২০২০-২১ মৌসুমে রবার্ট লেভানডফস্কির ৪১ গোল এখনো পর্যন্ত বুন্দেসলিগার এক মৌসুমে সর্বোচ্চ গোল। লেভাও রেকর্ড গড়েন বায়ার্নের হয়ে।
এর আগে ব্রিটেনের প্রথম ফুটবলার হিসেবে উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে গোলের ফিফটি পূর্ণ করেন কেইন। আলিয়াঞ্জ অ্যারেনায় ৫ মার্চ লাৎসিওর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে লাৎসিওর বিপক্ষে করেন জোড়া গোল। উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে কেইনের গোল এখন ৫১।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশের পরই বিষয়টা একরকম নিশ্চিত ছিল। বাকি ছিল কেবলমাত্র আনুষ্ঠানিকতা। এবার সে ঘোষণাও দিল কলকাতা নাইট রাইডার্স। ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ মেনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসরের দল থেকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কলকাতা।
১১ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্ব শেষ হবে আজ। এর আগেই বোমা ফাটালেন কিউবা মিচেল। পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে বসুন্ধরা কিংস ছেড়েছেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার।
১ ঘণ্টা আগে
২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম খুশির বার্তা নিয়ে হাজির হয়েছিল মোস্তাফিজুর রহমানের জন্য। নিলাম থেকে তাঁকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে টেনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু দল পেলেও কোটি টাকার টুর্নামেন্টে কাটার মাস্টারের খেলা নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের প্রতিনিধি ও বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেককে একটা ধন্যবাদ দিতেই পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে শুরুতে তাঁর প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। পরে সম্মান দেখিয়ে এই অভিজ্ঞ ক্রিকেটারকে দলে নেয় রংপুর।
২ ঘণ্টা আগে