
প্রথম দুই ম্যাচ ড্র করে অলিম্পিকের টিকিট কাটা বেশ কঠিন হয়ে গিয়েছিল আর্জেন্টিনার জন্য। ২০২৪ অলিম্পিক বাছাইয়ের দক্ষিণ আমেরিকা অঞ্চলের চূড়ান্ত পর্বে গত রাতে ব্রাজিলের বিপক্ষে তাই জয়ের কোনো বিকল্প ছিল না আর্জেন্টিনার। সেই ম্যাচে ব্রাজিলকে হারিয়ে প্যারিস অলিম্পিকের টিকিট নিশ্চিত করল আর্জেন্টিনা।
কারাকাসের এস্তাদিও নেসিওনাল ব্রিজিদো ইরিয়ার্তে স্টেডিয়ামে গত রাতে মুখোমুখি হয়েছে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল ও আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। অলিম্পিক বাছাইয়ের চূড়ান্তপর্বের এই ম্যাচে অবশ্য দাপট বেশি ছিল আর্জেন্টিনার। ৬১ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর আর্জেন্টিনা নেয় ৩ শট। অন্যদিকে ব্রাজিল ৩৯ শতাংশ বল দখলে রেখে ৩ শট করে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। ৭৮ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন আর্জেন্টিনার স্ট্রাইকার লুসিয়ানো গুন্দু। গুন্দুকে অ্যাসিস্ট করেন দলটির মিডফিল্ডার ভ্যালেন্তিন বার্সো। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ১-০ গোলের জয় পায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে। তাতেই ২০১৬ ও ২০২০ অলিম্পিকে স্বর্ণপদকজয়ী ব্রাজিলের এবারের পথচলা থেমে যায় বাছাইয়ের চূড়ান্তপর্বে।
এস্তাদিও নেসিওনাল ব্রিজিদো ইরিয়ার্তে স্টেডিয়ামে অন্য ম্যাচে মুখোমুখি হয়েছে প্যারাগুয়ে অনূর্ধ্ব-২৩ দল ও ভেনেজুয়েলা অনূর্ধ্ব-২৩ দল। এই ম্যাচে প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। ৪৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন প্যারাগুয়ের মিডফিল্ডার দিয়েগো গোমেজ। এরপর প্যারাগুয়ের দ্বিতীয় গোল
৭৫ মিনিটে করেন দলটির স্ট্রাইকার মার্সেলো পেরেজ। শেষ পর্যন্ত ভেনেজুয়েলার বিপক্ষে ২-০ গোলের জয় পায় প্যারাগুয়ে।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্ব শেষ হয়েছে আজ। ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, ভেনেজুয়েলা প্রত্যেকেই তিনটি করে ম্যাচ খেলেছে। যেখানে ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে প্যারাগুয়ে। ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। তিন ও চারে থাকা ব্রাজিল ও ভেনেজুয়েলার পয়েন্ট ৩ ও ১। ব্রাজিল তিন ম্যাচের মধ্যে এক ম্যাচ জিতেছে ও দুই ম্যাচ হেরেছে। সেরা দুইয়ে থাকায় প্যারাগুয়ে ও আর্জেন্টিনা নিশ্চিত করেছে প্যারিস অলিম্পিক।

প্রথম দুই ম্যাচ ড্র করে অলিম্পিকের টিকিট কাটা বেশ কঠিন হয়ে গিয়েছিল আর্জেন্টিনার জন্য। ২০২৪ অলিম্পিক বাছাইয়ের দক্ষিণ আমেরিকা অঞ্চলের চূড়ান্ত পর্বে গত রাতে ব্রাজিলের বিপক্ষে তাই জয়ের কোনো বিকল্প ছিল না আর্জেন্টিনার। সেই ম্যাচে ব্রাজিলকে হারিয়ে প্যারিস অলিম্পিকের টিকিট নিশ্চিত করল আর্জেন্টিনা।
কারাকাসের এস্তাদিও নেসিওনাল ব্রিজিদো ইরিয়ার্তে স্টেডিয়ামে গত রাতে মুখোমুখি হয়েছে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল ও আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। অলিম্পিক বাছাইয়ের চূড়ান্তপর্বের এই ম্যাচে অবশ্য দাপট বেশি ছিল আর্জেন্টিনার। ৬১ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর আর্জেন্টিনা নেয় ৩ শট। অন্যদিকে ব্রাজিল ৩৯ শতাংশ বল দখলে রেখে ৩ শট করে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। ৭৮ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন আর্জেন্টিনার স্ট্রাইকার লুসিয়ানো গুন্দু। গুন্দুকে অ্যাসিস্ট করেন দলটির মিডফিল্ডার ভ্যালেন্তিন বার্সো। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ১-০ গোলের জয় পায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে। তাতেই ২০১৬ ও ২০২০ অলিম্পিকে স্বর্ণপদকজয়ী ব্রাজিলের এবারের পথচলা থেমে যায় বাছাইয়ের চূড়ান্তপর্বে।
এস্তাদিও নেসিওনাল ব্রিজিদো ইরিয়ার্তে স্টেডিয়ামে অন্য ম্যাচে মুখোমুখি হয়েছে প্যারাগুয়ে অনূর্ধ্ব-২৩ দল ও ভেনেজুয়েলা অনূর্ধ্ব-২৩ দল। এই ম্যাচে প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। ৪৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন প্যারাগুয়ের মিডফিল্ডার দিয়েগো গোমেজ। এরপর প্যারাগুয়ের দ্বিতীয় গোল
৭৫ মিনিটে করেন দলটির স্ট্রাইকার মার্সেলো পেরেজ। শেষ পর্যন্ত ভেনেজুয়েলার বিপক্ষে ২-০ গোলের জয় পায় প্যারাগুয়ে।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্ব শেষ হয়েছে আজ। ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, ভেনেজুয়েলা প্রত্যেকেই তিনটি করে ম্যাচ খেলেছে। যেখানে ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে প্যারাগুয়ে। ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। তিন ও চারে থাকা ব্রাজিল ও ভেনেজুয়েলার পয়েন্ট ৩ ও ১। ব্রাজিল তিন ম্যাচের মধ্যে এক ম্যাচ জিতেছে ও দুই ম্যাচ হেরেছে। সেরা দুইয়ে থাকায় প্যারাগুয়ে ও আর্জেন্টিনা নিশ্চিত করেছে প্যারিস অলিম্পিক।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সম্প্রতি দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে দলে জায়গা হয়নি হাসান মাহমুদের। তাতে অবশ্য আক্ষেপ নেই এই পেসারের। বরং নিজের কাজেই পূর্ণ মনোযোগ দিচ্ছেন হাসান।
১৬ মিনিট আগে
আফ্রিকান কাপ অব নেশনসের (আফকন) সেমিফাইনালের অপেক্ষা ফুরাল মরক্কোর। শুক্রবার দিবাগত রাতে কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে পৌঁছে গেছে মরক্কানরা। এর মাধ্যমে ২২ বছর পর আফ্রিকার শ্রেষ্ঠত্বের মঞ্চের সেমিফাইনালে পা রাখল দলটি।
১ ঘণ্টা আগে
ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এই সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা ও আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
১৩ ঘণ্টা আগে
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে খুবই বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল নোয়াখালী এক্সপ্রেস। টানা ৬ হারে খাদের কিনারার পৌঁছে যায় তারা। অবশেষে বিপিএলে প্রথম জয়ের দেখা পেল নোয়াখালী। আজ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে হায়দার আলীর দল।
১৩ ঘণ্টা আগে