
গোল তো বটেই, গোল ছাড়াও ফুটবলে করা যায় আরও অনেক রেকর্ড। এবারের বিশ্বকাপে বয়সের দিক থেকে এক রেকর্ড করলেন গাভি। গতকাল আল থুমামা স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে রেকর্ড করেছেন স্পেনের এই মিডফিল্ডার।
কোস্টারিকাকে গতকাল ৭-০ গোলে উড়িয়ে দেয় স্পেন। স্পেনের পঞ্চম গোলটি করেন গাভি। ম্যাচের ৭৪ মিনিটে আলভারো মোরাতার ক্রস থেকে দারুণ এক শটে লক্ষ্য ভেদ করেন গাভি। তাতে স্পেনের কনিষ্ঠতম ফুটবলার হিসেবে বিশ্বকাপে গোলের রেকর্ড করেন তিনি। ১৮ বছর ১১০ দিন বয়সে বিশ্বকাপে গোল করেন স্প্যানিশ এই মিডফিল্ডার। তাতে ৬৪ বছরের বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠতম ফুটবলার হিসেবে এই রেকর্ড করলেন গাভি। ১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে ১৭ বছর ২৩৯ দিন বয়সে গোলের রেকর্ড করেছিলেন পেলে। ব্রাজিলিয়ান এই কিংবদন্তি বিশ্বকাপ ইতিহাসেই কনিষ্ঠতম গোলদাতা।
সব মিলিয়ে বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় কনিষ্ঠতম ফুটবলার হিসেবে গোল করেন গাভি। পেলে আর গাভির মাঝে আছেন মেক্সিকোর ম্যানুয়েল রোহা। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে গোল করেছিলেন রোহা। মেক্সিকান এই ডিফেন্ডারের তখন বয়স ছিল ১৮ বছর ৯৩ দিন।
বিশ্বকাপ ফুটবলে কনিষ্ঠতম পাঁচ গোলদাতা
১. পেলে (ব্রাজিল)-১৭ বছর ২৩৯ দিন; প্রতিপক্ষ: ওয়েলস; ১৯৫৮ বিশ্বকাপ
২. ম্যানুয়েল রোহা (মেক্সিকো)-১৮ বছর ৯৩ দিন; প্রতিপক্ষ: ওয়েলস; ১৯৩০ বিশ্বকাপ
৩. গাভি (স্পেন)-১৮ বছর ১১০ দিন; প্রতিপক্ষ: কোস্টারিকা; ২০২২ বিশ্বকাপ
৪. মাইকেল ওয়েন (ইংল্যান্ড)-১৮ বছর ১৯০ দিন; প্রতিপক্ষ: রোমানিয়া; ১৯৯৮ বিশ্বকাপ
৫. নিকোলি কোভাক্স (রোমানিয়া)-১৮ বছর ১৯৭ দিন; প্রতিপক্ষ: পেরু; ১৯৩০ বিশ্বকাপ

গোল তো বটেই, গোল ছাড়াও ফুটবলে করা যায় আরও অনেক রেকর্ড। এবারের বিশ্বকাপে বয়সের দিক থেকে এক রেকর্ড করলেন গাভি। গতকাল আল থুমামা স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে রেকর্ড করেছেন স্পেনের এই মিডফিল্ডার।
কোস্টারিকাকে গতকাল ৭-০ গোলে উড়িয়ে দেয় স্পেন। স্পেনের পঞ্চম গোলটি করেন গাভি। ম্যাচের ৭৪ মিনিটে আলভারো মোরাতার ক্রস থেকে দারুণ এক শটে লক্ষ্য ভেদ করেন গাভি। তাতে স্পেনের কনিষ্ঠতম ফুটবলার হিসেবে বিশ্বকাপে গোলের রেকর্ড করেন তিনি। ১৮ বছর ১১০ দিন বয়সে বিশ্বকাপে গোল করেন স্প্যানিশ এই মিডফিল্ডার। তাতে ৬৪ বছরের বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠতম ফুটবলার হিসেবে এই রেকর্ড করলেন গাভি। ১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে ১৭ বছর ২৩৯ দিন বয়সে গোলের রেকর্ড করেছিলেন পেলে। ব্রাজিলিয়ান এই কিংবদন্তি বিশ্বকাপ ইতিহাসেই কনিষ্ঠতম গোলদাতা।
সব মিলিয়ে বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় কনিষ্ঠতম ফুটবলার হিসেবে গোল করেন গাভি। পেলে আর গাভির মাঝে আছেন মেক্সিকোর ম্যানুয়েল রোহা। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে গোল করেছিলেন রোহা। মেক্সিকান এই ডিফেন্ডারের তখন বয়স ছিল ১৮ বছর ৯৩ দিন।
বিশ্বকাপ ফুটবলে কনিষ্ঠতম পাঁচ গোলদাতা
১. পেলে (ব্রাজিল)-১৭ বছর ২৩৯ দিন; প্রতিপক্ষ: ওয়েলস; ১৯৫৮ বিশ্বকাপ
২. ম্যানুয়েল রোহা (মেক্সিকো)-১৮ বছর ৯৩ দিন; প্রতিপক্ষ: ওয়েলস; ১৯৩০ বিশ্বকাপ
৩. গাভি (স্পেন)-১৮ বছর ১১০ দিন; প্রতিপক্ষ: কোস্টারিকা; ২০২২ বিশ্বকাপ
৪. মাইকেল ওয়েন (ইংল্যান্ড)-১৮ বছর ১৯০ দিন; প্রতিপক্ষ: রোমানিয়া; ১৯৯৮ বিশ্বকাপ
৫. নিকোলি কোভাক্স (রোমানিয়া)-১৮ বছর ১৯৭ দিন; প্রতিপক্ষ: পেরু; ১৯৩০ বিশ্বকাপ

চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু টানা দুই হারে কিছুটা বিপর্যস্ত নুরুল হাসান সোহানের দল। নোয়াখালী এক্সপ্রেসের পর গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরেছে তারা। নিজেদের অষ্টম ম্যাচে আজ রংপুরের প্রতিপক্ষ সিলেট টাইটানস। দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে রা
১১ মিনিট আগে
২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১৩ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৭ ঘণ্টা আগে