
গোল তো বটেই, গোল ছাড়াও ফুটবলে করা যায় আরও অনেক রেকর্ড। এবারের বিশ্বকাপে বয়সের দিক থেকে এক রেকর্ড করলেন গাভি। গতকাল আল থুমামা স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে রেকর্ড করেছেন স্পেনের এই মিডফিল্ডার।
কোস্টারিকাকে গতকাল ৭-০ গোলে উড়িয়ে দেয় স্পেন। স্পেনের পঞ্চম গোলটি করেন গাভি। ম্যাচের ৭৪ মিনিটে আলভারো মোরাতার ক্রস থেকে দারুণ এক শটে লক্ষ্য ভেদ করেন গাভি। তাতে স্পেনের কনিষ্ঠতম ফুটবলার হিসেবে বিশ্বকাপে গোলের রেকর্ড করেন তিনি। ১৮ বছর ১১০ দিন বয়সে বিশ্বকাপে গোল করেন স্প্যানিশ এই মিডফিল্ডার। তাতে ৬৪ বছরের বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠতম ফুটবলার হিসেবে এই রেকর্ড করলেন গাভি। ১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে ১৭ বছর ২৩৯ দিন বয়সে গোলের রেকর্ড করেছিলেন পেলে। ব্রাজিলিয়ান এই কিংবদন্তি বিশ্বকাপ ইতিহাসেই কনিষ্ঠতম গোলদাতা।
সব মিলিয়ে বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় কনিষ্ঠতম ফুটবলার হিসেবে গোল করেন গাভি। পেলে আর গাভির মাঝে আছেন মেক্সিকোর ম্যানুয়েল রোহা। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে গোল করেছিলেন রোহা। মেক্সিকান এই ডিফেন্ডারের তখন বয়স ছিল ১৮ বছর ৯৩ দিন।
বিশ্বকাপ ফুটবলে কনিষ্ঠতম পাঁচ গোলদাতা
১. পেলে (ব্রাজিল)-১৭ বছর ২৩৯ দিন; প্রতিপক্ষ: ওয়েলস; ১৯৫৮ বিশ্বকাপ
২. ম্যানুয়েল রোহা (মেক্সিকো)-১৮ বছর ৯৩ দিন; প্রতিপক্ষ: ওয়েলস; ১৯৩০ বিশ্বকাপ
৩. গাভি (স্পেন)-১৮ বছর ১১০ দিন; প্রতিপক্ষ: কোস্টারিকা; ২০২২ বিশ্বকাপ
৪. মাইকেল ওয়েন (ইংল্যান্ড)-১৮ বছর ১৯০ দিন; প্রতিপক্ষ: রোমানিয়া; ১৯৯৮ বিশ্বকাপ
৫. নিকোলি কোভাক্স (রোমানিয়া)-১৮ বছর ১৯৭ দিন; প্রতিপক্ষ: পেরু; ১৯৩০ বিশ্বকাপ

গোল তো বটেই, গোল ছাড়াও ফুটবলে করা যায় আরও অনেক রেকর্ড। এবারের বিশ্বকাপে বয়সের দিক থেকে এক রেকর্ড করলেন গাভি। গতকাল আল থুমামা স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে রেকর্ড করেছেন স্পেনের এই মিডফিল্ডার।
কোস্টারিকাকে গতকাল ৭-০ গোলে উড়িয়ে দেয় স্পেন। স্পেনের পঞ্চম গোলটি করেন গাভি। ম্যাচের ৭৪ মিনিটে আলভারো মোরাতার ক্রস থেকে দারুণ এক শটে লক্ষ্য ভেদ করেন গাভি। তাতে স্পেনের কনিষ্ঠতম ফুটবলার হিসেবে বিশ্বকাপে গোলের রেকর্ড করেন তিনি। ১৮ বছর ১১০ দিন বয়সে বিশ্বকাপে গোল করেন স্প্যানিশ এই মিডফিল্ডার। তাতে ৬৪ বছরের বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠতম ফুটবলার হিসেবে এই রেকর্ড করলেন গাভি। ১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে ১৭ বছর ২৩৯ দিন বয়সে গোলের রেকর্ড করেছিলেন পেলে। ব্রাজিলিয়ান এই কিংবদন্তি বিশ্বকাপ ইতিহাসেই কনিষ্ঠতম গোলদাতা।
সব মিলিয়ে বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় কনিষ্ঠতম ফুটবলার হিসেবে গোল করেন গাভি। পেলে আর গাভির মাঝে আছেন মেক্সিকোর ম্যানুয়েল রোহা। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে গোল করেছিলেন রোহা। মেক্সিকান এই ডিফেন্ডারের তখন বয়স ছিল ১৮ বছর ৯৩ দিন।
বিশ্বকাপ ফুটবলে কনিষ্ঠতম পাঁচ গোলদাতা
১. পেলে (ব্রাজিল)-১৭ বছর ২৩৯ দিন; প্রতিপক্ষ: ওয়েলস; ১৯৫৮ বিশ্বকাপ
২. ম্যানুয়েল রোহা (মেক্সিকো)-১৮ বছর ৯৩ দিন; প্রতিপক্ষ: ওয়েলস; ১৯৩০ বিশ্বকাপ
৩. গাভি (স্পেন)-১৮ বছর ১১০ দিন; প্রতিপক্ষ: কোস্টারিকা; ২০২২ বিশ্বকাপ
৪. মাইকেল ওয়েন (ইংল্যান্ড)-১৮ বছর ১৯০ দিন; প্রতিপক্ষ: রোমানিয়া; ১৯৯৮ বিশ্বকাপ
৫. নিকোলি কোভাক্স (রোমানিয়া)-১৮ বছর ১৯৭ দিন; প্রতিপক্ষ: পেরু; ১৯৩০ বিশ্বকাপ

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৫ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৬ ঘণ্টা আগে