ক্রীড়া ডেস্ক

জয় যেন ‘সোনার হরিণ’ হয়ে গিয়েছিল জার্মানির কাছে। এ বছরের ২৩ মার্চ ইতালির বিপক্ষে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে জয়ের পর টানা তিন ম্যাচ হেরেছিল জার্মানি। অবশেষে গত রাতে ১৬৮ দিন পর জয়ের দেখা পেল জার্মানরা।
রেইন এনার্জি স্টেডিয়ামে গত রাতে বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হয়েছে জার্মানি-নর্দার্ন আয়ারল্যান্ড। গ্রুপ ‘এ’র এই ম্যাচে নর্দার্ন আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে জার্মানি। ১৬৮ দিন পর জার্মানদের জয়ের রাতে গোলবন্যা বইয়ে দিয়েছে স্পেন-বেলজিয়াম। কাজাখস্তানকে ৬-০ গোলে হারিয়েছে বেলজিয়াম। একই ব্যবধানে তুরস্ককে হারিয়েছে স্পেন। স্প্যানিশরা এই বড় ব্যবধানে (৬-০ গোল) জয় পেয়েছে তুরস্কের মাঠে গিয়ে।
জার্মান কোচ ইউলিয়ান নাগলসমান রেইন এনার্জি স্টেডিয়ামে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে একাদশে ৫ পরিবর্তন এনেছেন। সুফলও নাগলসমান পেয়েছেন হাতেনাতে। ৭ মিনিটে জার্মানদের এগিয়ে দেন দলটির মিডফিল্ডার সার্জিও ন্যাব্রি। প্রথমার্ধ শেষ হওয়ার আগে সমতায় ফেরে নর্দার্ন আয়ারল্যান্ড। ৩৪ মিনিটে সমতাসূচক গোল করেন নর্দার্ন আয়ারল্যান্ডের মিডফিল্ডার আইজ্যাক প্রাইস। প্রথমার্ধ ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে জার্মানরা একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে। ৬৯ ও ৭২ মিনিটে জার্মানির অপর দুই গোল করেছেন নাদিয়েম আমিরি ও ফ্লোরিয়ান উইর্টজ।
৩-০ গোলে জিতে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার তিনে জার্মানি। গ্রুপে সবার ওপরে থাকা স্লোভাকিয়ার পয়েন্ট ৬। নর্দার্ন আয়ারল্যান্ডেরও পয়েন্ট ৩। কিন্তু গোল ব্যবধানের কারণে দলটি দুইয়ে। চারে থাকা লুক্সেমবার্গ এখনো কোনো পয়েন্ট পায়নি। ‘এ’ গ্রুপের চার দলের প্রত্যেকেই দুটি করে ম্যাচ খেলেছে। জার্মানি এর আগে নেশনস লিগে পর্তুগাল, ফ্রান্সের কাছে হেরেছে। বিশ্বকাপ বাছাইপর্বে স্লোভাকিয়ার কাছেও হেরেছিল জার্মানরা।
বিশ্বকাপ বাছাইপর্বে গত রাতে তুরকু অ্যারেনাতে স্পেন দাপট দেখিয়ে খেলেছে তুরস্কের বিপক্ষে। ৬-০ গোলের জয়ে গোল করেছেন তিন স্প্যানিশ ফুটবলার। যার মধ্যে হ্যাটট্রিক করেছেন মিডফিল্ডার মিকেল মেরিনো। ২২ মিনিট, প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫ মিনিটের পর ১ মিনিটে) এবং ৫৭ মিনিটে এই গোল তিনটি করেছেন মেরিনো। পেদ্রি করেছেন জোড়া গোল। অপর গোল করেছেন ফেরান তোরেস।
এদিকে বিশ্বকাপ বাছাইপর্বে ৬-০ গোলে জেতা একরকম অভ্যাস বানিয়ে ফেলেছে বেলজিয়াম। ৪ সেপ্টেম্বর লিখটেনস্টেইনের মাঠে তাদের বিপক্ষে ৬-০ গোলে জিতেছিল বেলজিয়ানরা। গত রাতে বেলজিয়াম দাপুটে জয় পেয়েছে নিজেদের মাঠে। লোটো পার্কে কাজাখস্তানের বিপক্ষে ৬-০ গোলে জিতেছে বেলজিয়াম। জোড়া গোল করেছেন কেভিন ডি ব্রুইনা ও জেরেমি ডোকু। একটি করে গোল করেছেন নিকোলাস রাসকিন ও টমাস মুনিয়ের। বিশাল জয়ে ‘জে’ গ্রুপের পয়েন্ট তালিকার দুইয়ে বেলজিয়ানরা। ৪ ম্যাচে তাদের পয়েন্ট ১০। গ্রুপে পাঁচ দলের মধ্যে সবার ওপরে থাকা নর্থ মেসিডোনিয়ার পয়েন্ট ১১। তিন, চার ও পাঁচে থাকা ওয়েলস, কাজাখস্তান ও লিখস্টেইনের পয়েন্ট ১০, ৩ ও ০।

জয় যেন ‘সোনার হরিণ’ হয়ে গিয়েছিল জার্মানির কাছে। এ বছরের ২৩ মার্চ ইতালির বিপক্ষে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে জয়ের পর টানা তিন ম্যাচ হেরেছিল জার্মানি। অবশেষে গত রাতে ১৬৮ দিন পর জয়ের দেখা পেল জার্মানরা।
রেইন এনার্জি স্টেডিয়ামে গত রাতে বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হয়েছে জার্মানি-নর্দার্ন আয়ারল্যান্ড। গ্রুপ ‘এ’র এই ম্যাচে নর্দার্ন আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে জার্মানি। ১৬৮ দিন পর জার্মানদের জয়ের রাতে গোলবন্যা বইয়ে দিয়েছে স্পেন-বেলজিয়াম। কাজাখস্তানকে ৬-০ গোলে হারিয়েছে বেলজিয়াম। একই ব্যবধানে তুরস্ককে হারিয়েছে স্পেন। স্প্যানিশরা এই বড় ব্যবধানে (৬-০ গোল) জয় পেয়েছে তুরস্কের মাঠে গিয়ে।
জার্মান কোচ ইউলিয়ান নাগলসমান রেইন এনার্জি স্টেডিয়ামে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে একাদশে ৫ পরিবর্তন এনেছেন। সুফলও নাগলসমান পেয়েছেন হাতেনাতে। ৭ মিনিটে জার্মানদের এগিয়ে দেন দলটির মিডফিল্ডার সার্জিও ন্যাব্রি। প্রথমার্ধ শেষ হওয়ার আগে সমতায় ফেরে নর্দার্ন আয়ারল্যান্ড। ৩৪ মিনিটে সমতাসূচক গোল করেন নর্দার্ন আয়ারল্যান্ডের মিডফিল্ডার আইজ্যাক প্রাইস। প্রথমার্ধ ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে জার্মানরা একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে। ৬৯ ও ৭২ মিনিটে জার্মানির অপর দুই গোল করেছেন নাদিয়েম আমিরি ও ফ্লোরিয়ান উইর্টজ।
৩-০ গোলে জিতে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার তিনে জার্মানি। গ্রুপে সবার ওপরে থাকা স্লোভাকিয়ার পয়েন্ট ৬। নর্দার্ন আয়ারল্যান্ডেরও পয়েন্ট ৩। কিন্তু গোল ব্যবধানের কারণে দলটি দুইয়ে। চারে থাকা লুক্সেমবার্গ এখনো কোনো পয়েন্ট পায়নি। ‘এ’ গ্রুপের চার দলের প্রত্যেকেই দুটি করে ম্যাচ খেলেছে। জার্মানি এর আগে নেশনস লিগে পর্তুগাল, ফ্রান্সের কাছে হেরেছে। বিশ্বকাপ বাছাইপর্বে স্লোভাকিয়ার কাছেও হেরেছিল জার্মানরা।
বিশ্বকাপ বাছাইপর্বে গত রাতে তুরকু অ্যারেনাতে স্পেন দাপট দেখিয়ে খেলেছে তুরস্কের বিপক্ষে। ৬-০ গোলের জয়ে গোল করেছেন তিন স্প্যানিশ ফুটবলার। যার মধ্যে হ্যাটট্রিক করেছেন মিডফিল্ডার মিকেল মেরিনো। ২২ মিনিট, প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫ মিনিটের পর ১ মিনিটে) এবং ৫৭ মিনিটে এই গোল তিনটি করেছেন মেরিনো। পেদ্রি করেছেন জোড়া গোল। অপর গোল করেছেন ফেরান তোরেস।
এদিকে বিশ্বকাপ বাছাইপর্বে ৬-০ গোলে জেতা একরকম অভ্যাস বানিয়ে ফেলেছে বেলজিয়াম। ৪ সেপ্টেম্বর লিখটেনস্টেইনের মাঠে তাদের বিপক্ষে ৬-০ গোলে জিতেছিল বেলজিয়ানরা। গত রাতে বেলজিয়াম দাপুটে জয় পেয়েছে নিজেদের মাঠে। লোটো পার্কে কাজাখস্তানের বিপক্ষে ৬-০ গোলে জিতেছে বেলজিয়াম। জোড়া গোল করেছেন কেভিন ডি ব্রুইনা ও জেরেমি ডোকু। একটি করে গোল করেছেন নিকোলাস রাসকিন ও টমাস মুনিয়ের। বিশাল জয়ে ‘জে’ গ্রুপের পয়েন্ট তালিকার দুইয়ে বেলজিয়ানরা। ৪ ম্যাচে তাদের পয়েন্ট ১০। গ্রুপে পাঁচ দলের মধ্যে সবার ওপরে থাকা নর্থ মেসিডোনিয়ার পয়েন্ট ১১। তিন, চার ও পাঁচে থাকা ওয়েলস, কাজাখস্তান ও লিখস্টেইনের পয়েন্ট ১০, ৩ ও ০।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১০ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৪ ঘণ্টা আগে