নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ম্যাচের একেবারে অন্তিম মুহূর্ত। বাংলাদেশ তখন সমতা ফেরাতে মরিয়া। বল নিয়ে কাড়িকুড়ি করতে পছন্দ ফয়সাল আহমেদ ফাহিমের। সেভাবেই সিঙ্গাপুরের মিডফিল্ডার ইরফান নাজিবকে কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি।বল নিয়ন্ত্রণে রেখে বক্সেও ঢুকে পড়েন এই ফরোয়ার্ড। কিন্তু তাঁকে ল্যাং মেরে বসেন নাজিব। ভিডিওতে তা ধরা পড়লেও রেফারির চোখে পড়েনি। বাংলাদেশের ফুটবলাররা তাই পেনাল্টির আবেদন জানিয়েও কোনো সুফল পায়নি।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রেফারির বিতর্কিত সেই সিদ্ধান্তটি নিয়ে ম্যাচ শেষে পরিষ্কারভাবে কিছুই বলতে পারেননি বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। যদিও তা নিয়ে আক্ষেপ আছে তাঁর। কিন্তু হারই মেনে নিতে হয় তাঁকে। জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের লড়াইয়ে সিঙ্গাপুরের কাছে ২–১ গোলে হেরেছে বাংলাদেশ।
হারের পর সংবাদ সম্মেলনে পেনাল্টি না পেয়ে কাবরেরা বলেন, ‘ওই বিষয়টা (পেনাল্টি) আমাকে আবারও দেখতে হবে। বিশেষ করে…ওটা আমি দেখিনি, তবে আমার কাছে মনে হয় এটা পরিষ্কার (পেনাল্টি), ওই সময়ে আমরা যেভাবে খেলছিলাম, পুরোদমে আক্রমণ করছিলাম, আমি যদি ভুল না ভেবে থাকি, ২-২ হতে পারত ওই সিদ্ধান্ত পক্ষে এলে। পেনাল্টি পেলে খুশি হতাম।’
বাংলাদেশের রক্ষণে ত্রাস সৃষ্টি করেছেন সং উই ইয়ং ও ইখসান ফান্দি । দিনশেষে তাঁরাই সিঙ্গাপুরের জয়ের নায়ক। কাবরেরা তা স্বীকার করে বলেন, ‘আমার মনে হয়, আমরা চাপের সঙ্গে মানিয়ে নিতে পারিনি। কিছু সময় সিঙ্গাপুর আমাদের ওপর যথেষ্ট আধিপত্য করেছে। আমরা তাদের মতো মানসম্পন্ন দলের বিপক্ষে সবসময় একইভাবে মানিয়ে নিয়ে খেলতে পারিনি। এটা আমাদের মেনে নিতে হবে। দ্বিতীয়ার্ধে আপনারও দেখেছেন আমরা আরও বেশি জমাট ছিলাম, তুলনামূলকভাবে প্রথমার্ধের চেয়ে ভালো ছিলাম। ঘুরে দাঁড়ানো গোলও পেলাম, কিন্তু সমতায় ফিরতে পারলাম না।’
হারের পেছনে ভুল কোথায় ছিল তা বলতে পারলেন না কাবরেরা, ‘আমি মনে করি, দুই সমশক্তির দলের মধ্যে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ ছিল। (ভুলের ব্যাপারে) আমি কী বলবো বুঝতে পারছি না।’
রাকিব গোল করলেও তাঁকে স্ট্রাইকার হিসেবে খেলানোয় তোপের মুখে পড়তে হয়েছে কাবরেরাকে, ‘রাকিব আমার কাছে সেরা স্ট্রাইকার। আমার কাছে বক্সে সে সেরা। বক্সে তার যে সামর্থ্য, আমি মনে করি, আপনি তার সাথে অন্য কারো তুলনা করতে পারেন না। রাকিবের মতো স্ট্রাইকার প্রতিপক্ষের জন্য কাজগুলো কঠিন করে তুলতে পারে, তবে এই মানের দল যখন ডিফেন্স করে নিচে নেমে, তখন কাজটা যে কারো জন্য কঠিন হয়ে যায়।’
ম্যাচের একেবারে অন্তিম মুহূর্ত। বাংলাদেশ তখন সমতা ফেরাতে মরিয়া। বল নিয়ে কাড়িকুড়ি করতে পছন্দ ফয়সাল আহমেদ ফাহিমের। সেভাবেই সিঙ্গাপুরের মিডফিল্ডার ইরফান নাজিবকে কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি।বল নিয়ন্ত্রণে রেখে বক্সেও ঢুকে পড়েন এই ফরোয়ার্ড। কিন্তু তাঁকে ল্যাং মেরে বসেন নাজিব। ভিডিওতে তা ধরা পড়লেও রেফারির চোখে পড়েনি। বাংলাদেশের ফুটবলাররা তাই পেনাল্টির আবেদন জানিয়েও কোনো সুফল পায়নি।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রেফারির বিতর্কিত সেই সিদ্ধান্তটি নিয়ে ম্যাচ শেষে পরিষ্কারভাবে কিছুই বলতে পারেননি বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। যদিও তা নিয়ে আক্ষেপ আছে তাঁর। কিন্তু হারই মেনে নিতে হয় তাঁকে। জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের লড়াইয়ে সিঙ্গাপুরের কাছে ২–১ গোলে হেরেছে বাংলাদেশ।
হারের পর সংবাদ সম্মেলনে পেনাল্টি না পেয়ে কাবরেরা বলেন, ‘ওই বিষয়টা (পেনাল্টি) আমাকে আবারও দেখতে হবে। বিশেষ করে…ওটা আমি দেখিনি, তবে আমার কাছে মনে হয় এটা পরিষ্কার (পেনাল্টি), ওই সময়ে আমরা যেভাবে খেলছিলাম, পুরোদমে আক্রমণ করছিলাম, আমি যদি ভুল না ভেবে থাকি, ২-২ হতে পারত ওই সিদ্ধান্ত পক্ষে এলে। পেনাল্টি পেলে খুশি হতাম।’
বাংলাদেশের রক্ষণে ত্রাস সৃষ্টি করেছেন সং উই ইয়ং ও ইখসান ফান্দি । দিনশেষে তাঁরাই সিঙ্গাপুরের জয়ের নায়ক। কাবরেরা তা স্বীকার করে বলেন, ‘আমার মনে হয়, আমরা চাপের সঙ্গে মানিয়ে নিতে পারিনি। কিছু সময় সিঙ্গাপুর আমাদের ওপর যথেষ্ট আধিপত্য করেছে। আমরা তাদের মতো মানসম্পন্ন দলের বিপক্ষে সবসময় একইভাবে মানিয়ে নিয়ে খেলতে পারিনি। এটা আমাদের মেনে নিতে হবে। দ্বিতীয়ার্ধে আপনারও দেখেছেন আমরা আরও বেশি জমাট ছিলাম, তুলনামূলকভাবে প্রথমার্ধের চেয়ে ভালো ছিলাম। ঘুরে দাঁড়ানো গোলও পেলাম, কিন্তু সমতায় ফিরতে পারলাম না।’
হারের পেছনে ভুল কোথায় ছিল তা বলতে পারলেন না কাবরেরা, ‘আমি মনে করি, দুই সমশক্তির দলের মধ্যে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ ছিল। (ভুলের ব্যাপারে) আমি কী বলবো বুঝতে পারছি না।’
রাকিব গোল করলেও তাঁকে স্ট্রাইকার হিসেবে খেলানোয় তোপের মুখে পড়তে হয়েছে কাবরেরাকে, ‘রাকিব আমার কাছে সেরা স্ট্রাইকার। আমার কাছে বক্সে সে সেরা। বক্সে তার যে সামর্থ্য, আমি মনে করি, আপনি তার সাথে অন্য কারো তুলনা করতে পারেন না। রাকিবের মতো স্ট্রাইকার প্রতিপক্ষের জন্য কাজগুলো কঠিন করে তুলতে পারে, তবে এই মানের দল যখন ডিফেন্স করে নিচে নেমে, তখন কাজটা যে কারো জন্য কঠিন হয়ে যায়।’
২১৮ রানের লিড নিয়ে আজ আবারও ব্যাটিংয়ে নামবে অস্ট্রেলিয়া। হাতে আছে দুই উইকেট। হতে পারে লর্ডসে আজই শিরোপা উৎসব হয়ে যেতে পারে। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
৩ মিনিট আগেফুটবলে জিততে হলে গোলের কোনো বিকল্প নেই। প্রতিপক্ষ যেমন হোক, প্রতিটি দলই খেলায় নামে জেতার উদ্দেশ্য নিয়ে। তবে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচ নিয়ে বাংলাদেশ দলের প্রত্যাশার মাত্রা একটু বাড়তি ছিল। কিন্তু সেই প্রত্যাশা পরে রূপ নিয়েছে হতাশায়।
২৬ মিনিট আগেআগামী মৌসুমে সিরি আ চ্যাম্পিয়ন নাপোলির হয়ে খেলবেন কেভিন ডি ব্রুইনা। দল বদলে ফ্রি এজেন্ট হিসেবে দুই বছরের চুক্তিতে গতকাল বুধবার ইতালিয়ান ক্লাবটিতে যোগ দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে নাপোলি লিখেছে, ‘আমাদের একজন হতে পেরে কেভিন গর্বিত।’
১৩ ঘণ্টা আগেপ্রথম দিন বল হাতে নায়ক ছিলেন কাগিসো রাবাদা। তিনি পাঁচ উইকেট তুলে নিলে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিন প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয়ে গিয়েছিল ২১২ রানে। গতকাল যে যন্ত্রণা নিয়ে অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স তাঁদের ব্যাটারদের একের পর এক আউট হতে দেখেছেন, সেই যন্ত্রণা আজ দ্বিতীয় দিন তিনি ফিরিয়ে দিল
১৪ ঘণ্টা আগে