
ইন্টার মায়ামিতে আজ লিওনেল মেসির দিনটা ছিল ‘মিশ্র অনুভূতির’ এক দিন। গোল করে দলকে তো তিনি জিতিয়েছেন। একই সঙ্গে আর্জেন্টিনার এই ফরোয়ার্ড ক্লাবের হয়ে প্রথম হলুদ কার্ডও দেখলেন। তবে বিপক্ষ দলের কোচের কাছে তা একটু কমই হয়েছে বলে মনে হচ্ছে।
ডিআরভি পিএনকে স্টেডিয়ামে লিগ কাপের রাউন্ড অব ৩২ এর ম্যাচে মুখোমুখি হয়েছে ইন্টার মায়ামি ও অরলান্ডো সিটি। ম্যাচের ২১ মিনিটে অরলান্ডোর এক খেলোয়াড়কে ফাউল করেন মেসি। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি। এছাড়া প্রথমার্ধের শেষে বিরতির সময়ে অরলান্ডোর মিডফিল্ডার সিজার আরাউহোর সঙ্গে ধাক্কাধাক্বি হয়েছে মেসির। এই ঘটনায় আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে রেফারি হলুদ কার্ড দেননি। যা হলে মায়ামির জার্সিতে প্রথম লাল কার্ডও পাওয়া হতো তাঁর (মেসি)। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে অরলান্ডো সিটির কোচ অস্কার প্যারেজা ম্যাচ শেষে সাংবাদিকদের বলেন, ‘আজ রাতটা ছিল সার্কাস। মেসির দ্বিতীয় হলুদ কার্ড পাওয়া উচিত ছিল (যা দেওয়া হয়নি। সে যদি মেসিও হয়, তাও আমার বলতে কোনো দ্বিধা নেই। আমরা খুবই হতাশ। এই ম্যাচে এমন কিছু ঘটনা ঘটেছে, যা হওয়া উচিত হয়নি।’
অরলান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়ে লিগ কাপের শেষ ষোলোয় পৌঁছেছে ইন্টার মায়ামি। এই ম্যাচে জোড়া গোল করেন মেসি ও আরেক গোল করেন জোসেফ মার্তিনেজ। তাছাড়া মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৫ গোল করেছেন মেসি ও ১ গোলে অ্যাসিস্ট করেছেন। সব ম্যাচই তিনি খেলেছেন লিগ কাপে। এর আগে লিগ কাপে আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে মায়ামি। সেই ম্যাচে দুই গোল করেছিলেন ও অ্যাসিস্ট করেছিলেন এক গোলে। এরপর পরশু লিগ কাপের শেষ ষোলোর ম্যাচে মায়ামির প্রতিপক্ষ এফসি ডালাস।

ইন্টার মায়ামিতে আজ লিওনেল মেসির দিনটা ছিল ‘মিশ্র অনুভূতির’ এক দিন। গোল করে দলকে তো তিনি জিতিয়েছেন। একই সঙ্গে আর্জেন্টিনার এই ফরোয়ার্ড ক্লাবের হয়ে প্রথম হলুদ কার্ডও দেখলেন। তবে বিপক্ষ দলের কোচের কাছে তা একটু কমই হয়েছে বলে মনে হচ্ছে।
ডিআরভি পিএনকে স্টেডিয়ামে লিগ কাপের রাউন্ড অব ৩২ এর ম্যাচে মুখোমুখি হয়েছে ইন্টার মায়ামি ও অরলান্ডো সিটি। ম্যাচের ২১ মিনিটে অরলান্ডোর এক খেলোয়াড়কে ফাউল করেন মেসি। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি। এছাড়া প্রথমার্ধের শেষে বিরতির সময়ে অরলান্ডোর মিডফিল্ডার সিজার আরাউহোর সঙ্গে ধাক্কাধাক্বি হয়েছে মেসির। এই ঘটনায় আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে রেফারি হলুদ কার্ড দেননি। যা হলে মায়ামির জার্সিতে প্রথম লাল কার্ডও পাওয়া হতো তাঁর (মেসি)। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে অরলান্ডো সিটির কোচ অস্কার প্যারেজা ম্যাচ শেষে সাংবাদিকদের বলেন, ‘আজ রাতটা ছিল সার্কাস। মেসির দ্বিতীয় হলুদ কার্ড পাওয়া উচিত ছিল (যা দেওয়া হয়নি। সে যদি মেসিও হয়, তাও আমার বলতে কোনো দ্বিধা নেই। আমরা খুবই হতাশ। এই ম্যাচে এমন কিছু ঘটনা ঘটেছে, যা হওয়া উচিত হয়নি।’
অরলান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়ে লিগ কাপের শেষ ষোলোয় পৌঁছেছে ইন্টার মায়ামি। এই ম্যাচে জোড়া গোল করেন মেসি ও আরেক গোল করেন জোসেফ মার্তিনেজ। তাছাড়া মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৫ গোল করেছেন মেসি ও ১ গোলে অ্যাসিস্ট করেছেন। সব ম্যাচই তিনি খেলেছেন লিগ কাপে। এর আগে লিগ কাপে আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে মায়ামি। সেই ম্যাচে দুই গোল করেছিলেন ও অ্যাসিস্ট করেছিলেন এক গোলে। এরপর পরশু লিগ কাপের শেষ ষোলোর ম্যাচে মায়ামির প্রতিপক্ষ এফসি ডালাস।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশের পরই বিষয়টা একরকম নিশ্চিত ছিল। বাকি ছিল কেবলমাত্র আনুষ্ঠানিকতা। এবার সে ঘোষণাও দিল কলকাতা নাইট রাইডার্স। ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ মেনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসরের দল থেকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কলকাতা।
১১ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্ব শেষ হবে আজ। এর আগেই বোমা ফাটালেন কিউবা মিচেল। পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে বসুন্ধরা কিংস ছেড়েছেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার।
১ ঘণ্টা আগে
২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম খুশির বার্তা নিয়ে হাজির হয়েছিল মোস্তাফিজুর রহমানের জন্য। নিলাম থেকে তাঁকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে টেনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু দল পেলেও কোটি টাকার টুর্নামেন্টে কাটার মাস্টারের খেলা নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের প্রতিনিধি ও বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেককে একটা ধন্যবাদ দিতেই পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে শুরুতে তাঁর প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। পরে সম্মান দেখিয়ে এই অভিজ্ঞ ক্রিকেটারকে দলে নেয় রংপুর।
২ ঘণ্টা আগে