Ajker Patrika

মেসির লাল কার্ড না পাওয়া বিপক্ষ কোচের কাছে ‘সার্কাস’ 

মেসির লাল কার্ড না পাওয়া বিপক্ষ কোচের কাছে ‘সার্কাস’ 

ইন্টার মায়ামিতে আজ লিওনেল মেসির দিনটা ছিল ‘মিশ্র অনুভূতির’ এক দিন। গোল করে দলকে তো তিনি জিতিয়েছেন। একই সঙ্গে আর্জেন্টিনার এই ফরোয়ার্ড ক্লাবের হয়ে প্রথম হলুদ কার্ডও দেখলেন। তবে বিপক্ষ দলের কোচের কাছে তা একটু কমই হয়েছে বলে মনে হচ্ছে। 

ডিআরভি পিএনকে স্টেডিয়ামে লিগ কাপের রাউন্ড অব ৩২ এর ম্যাচে মুখোমুখি হয়েছে ইন্টার মায়ামি ও অরলান্ডো সিটি। ম্যাচের ২১ মিনিটে অরলান্ডোর এক খেলোয়াড়কে ফাউল করেন মেসি। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি। এছাড়া প্রথমার্ধের শেষে বিরতির সময়ে অরলান্ডোর মিডফিল্ডার সিজার আরাউহোর সঙ্গে ধাক্কাধাক্বি হয়েছে মেসির। এই ঘটনায় আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে রেফারি হলুদ কার্ড দেননি। যা হলে মায়ামির জার্সিতে প্রথম লাল কার্ডও পাওয়া হতো তাঁর (মেসি)। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে অরলান্ডো সিটির কোচ অস্কার প্যারেজা ম্যাচ শেষে সাংবাদিকদের বলেন, ‘আজ রাতটা ছিল সার্কাস। মেসির দ্বিতীয় হলুদ কার্ড পাওয়া উচিত ছিল (যা দেওয়া হয়নি। সে যদি মেসিও হয়, তাও আমার বলতে কোনো দ্বিধা নেই। আমরা খুবই হতাশ। এই ম্যাচে এমন কিছু ঘটনা ঘটেছে, যা হওয়া উচিত হয়নি।’ 

অরলান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়ে লিগ কাপের শেষ ষোলোয় পৌঁছেছে ইন্টার মায়ামি। এই ম্যাচে জোড়া গোল করেন মেসি ও আরেক গোল করেন জোসেফ মার্তিনেজ। তাছাড়া মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৫ গোল করেছেন মেসি ও ১ গোলে অ্যাসিস্ট করেছেন। সব ম্যাচই তিনি খেলেছেন লিগ কাপে। এর আগে লিগ কাপে আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে মায়ামি। সেই ম্যাচে দুই গোল করেছিলেন ও অ্যাসিস্ট করেছিলেন এক গোলে। এরপর পরশু লিগ কাপের শেষ ষোলোর ম্যাচে মায়ামির প্রতিপক্ষ এফসি ডালাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে, তীব্র শীত কমবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

‘ভারতে বাংলাদেশের খেলতে না চাওয়া ক্রিকেটের জন্য লজ্জার’

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত