নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বদলি হয়ে মাঠ থেকে উঠে যাওয়ার সময় বোতল ছুড়ে সজোরে ঘুষি মারলেন ডাগআউটে। কোচের সিদ্ধান্তে নাখোশ ছিলেন বলেই হয়তো। তিনি না থাকায় বাংলাদেশের খেলায় প্রভাবও পড়ে কিছুটা। কিন্তু এভাবে ম্যাচে মেজাজ হারিয়ে কি নিজের ওপরই অযাচিত চাপ বয়ে আনছেন ফাহামিদুল ইসলাম।
বাংলাদেশ ফুটবলে ফাহামিদুলের আবির্ভাবটা হঠাৎ ধুমকেতুর মতো। গত ফেব্রুয়ারিতে ইতালি প্রবাসী এই উইঙ্গারকে জাতীয় দলের ক্যাম্পে ডাকেন কোচ হাভিয়ের কাবরেরা। সৌদি আরবে ক্যাম্পের পর জানা গেল মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে খেলবেন না তিনি। গুঞ্জন আছে মেজাজ হারানোর ফলেই তাঁকে চূড়ান্ত দলে রাখেননি কাবরেরা।
ফাহামিদুলের বাদ পড়া অবশ্য ভালো চোখে নিতে পারেনি সমর্থকেরা। বাফুফে ভবন থেকে শুরু করে টিম হোটেলও ঘেরাও করে দাবি জানায় ফাহামিদুলকে ফেরানোর। ভারতের বিপক্ষে না হলেও কাবরেরা ঠিকই তাঁকে দলে রাখেন গত জুনে ঘরের মাঠে অনুষ্ঠিত ভুটান ও সিঙ্গাপুর ম্যাচে।
ভুটানের বিপক্ষে প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর সুযোগ হয় তাঁর। শুরুর একাদশে ছিলেন সিঙ্গাপুরের বিপক্ষেও। কিন্তু ম্যাচের ২৩ মিনিটে অযথা মেজাজ গরম করে সিঙ্গাপুরের এক ফুটবলারের জার্সি টেনে ধরলে হলুদ কার্ড দেখতে হয় তাঁকে। বাকি ৩৫ মিনিট তাই খেলতে হয় দ্বিতীয় হলুদ কার্ডের শঙ্কা নিয়ে। যদিও ম্যাচের ৫৮ মিনিটে বদলি হন তিনি।
একই সময়ে জাতীয় দলের খেলা থাকলেও ফাহামিদুলকে এবার রাখা হয় অনূর্ধ্ব-২৩ দলে। শুধু ফাহামিদুল কেন জাতীয় দলের অনেকেই আছেন এখানে। বাফুফের স্বপ্নও তাই প্রথমবার অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপে জায়গা করে নেওয়ার। কিন্তু প্রথম ম্যাচে ভিয়েতনামের কাছে ২-০ হারের পর আজ ইয়েমেনের বিপক্ষে ১-০ গোলের হার পানি ঢেলে দিয়েছে আশায়।
দেরিতে দলে যোগ দেওয়ায় ফাহামিদুলকে প্রথম ম্যাচে খেলানো হয়নি। আজ ছিলেন শুরুর একাদশেই। ম্যাচের ১৩ মিনিটে ইয়েমেন অধিনায়ক ইমাদ হামুদ ট্যাকল করতে এলে তাঁকে দুহাত দিয়ে তুলে মাটিতে আছড়ে ফেলেন ফাহামিদুল। পরে তর্কাতর্কিও করেন। রেফারি অবশ্য পরিস্থিতি শান্ত করে দুজনের বিষয়টি সমঝোতা করতে বলেন। পরে আরও এক ফুটবলারের সঙ্গে ঝামেলা বাঁধে তাঁর। বদলি হওয়ায় সেই ক্ষোভও ঝারেন খোলাখুলি।
বয়স কেবল ১৯! হয়তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজেকে আরও পরিণত করবেন ফাহামিদুল। সেটা খেলায় হোক বা আচরণে।

বদলি হয়ে মাঠ থেকে উঠে যাওয়ার সময় বোতল ছুড়ে সজোরে ঘুষি মারলেন ডাগআউটে। কোচের সিদ্ধান্তে নাখোশ ছিলেন বলেই হয়তো। তিনি না থাকায় বাংলাদেশের খেলায় প্রভাবও পড়ে কিছুটা। কিন্তু এভাবে ম্যাচে মেজাজ হারিয়ে কি নিজের ওপরই অযাচিত চাপ বয়ে আনছেন ফাহামিদুল ইসলাম।
বাংলাদেশ ফুটবলে ফাহামিদুলের আবির্ভাবটা হঠাৎ ধুমকেতুর মতো। গত ফেব্রুয়ারিতে ইতালি প্রবাসী এই উইঙ্গারকে জাতীয় দলের ক্যাম্পে ডাকেন কোচ হাভিয়ের কাবরেরা। সৌদি আরবে ক্যাম্পের পর জানা গেল মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে খেলবেন না তিনি। গুঞ্জন আছে মেজাজ হারানোর ফলেই তাঁকে চূড়ান্ত দলে রাখেননি কাবরেরা।
ফাহামিদুলের বাদ পড়া অবশ্য ভালো চোখে নিতে পারেনি সমর্থকেরা। বাফুফে ভবন থেকে শুরু করে টিম হোটেলও ঘেরাও করে দাবি জানায় ফাহামিদুলকে ফেরানোর। ভারতের বিপক্ষে না হলেও কাবরেরা ঠিকই তাঁকে দলে রাখেন গত জুনে ঘরের মাঠে অনুষ্ঠিত ভুটান ও সিঙ্গাপুর ম্যাচে।
ভুটানের বিপক্ষে প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর সুযোগ হয় তাঁর। শুরুর একাদশে ছিলেন সিঙ্গাপুরের বিপক্ষেও। কিন্তু ম্যাচের ২৩ মিনিটে অযথা মেজাজ গরম করে সিঙ্গাপুরের এক ফুটবলারের জার্সি টেনে ধরলে হলুদ কার্ড দেখতে হয় তাঁকে। বাকি ৩৫ মিনিট তাই খেলতে হয় দ্বিতীয় হলুদ কার্ডের শঙ্কা নিয়ে। যদিও ম্যাচের ৫৮ মিনিটে বদলি হন তিনি।
একই সময়ে জাতীয় দলের খেলা থাকলেও ফাহামিদুলকে এবার রাখা হয় অনূর্ধ্ব-২৩ দলে। শুধু ফাহামিদুল কেন জাতীয় দলের অনেকেই আছেন এখানে। বাফুফের স্বপ্নও তাই প্রথমবার অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপে জায়গা করে নেওয়ার। কিন্তু প্রথম ম্যাচে ভিয়েতনামের কাছে ২-০ হারের পর আজ ইয়েমেনের বিপক্ষে ১-০ গোলের হার পানি ঢেলে দিয়েছে আশায়।
দেরিতে দলে যোগ দেওয়ায় ফাহামিদুলকে প্রথম ম্যাচে খেলানো হয়নি। আজ ছিলেন শুরুর একাদশেই। ম্যাচের ১৩ মিনিটে ইয়েমেন অধিনায়ক ইমাদ হামুদ ট্যাকল করতে এলে তাঁকে দুহাত দিয়ে তুলে মাটিতে আছড়ে ফেলেন ফাহামিদুল। পরে তর্কাতর্কিও করেন। রেফারি অবশ্য পরিস্থিতি শান্ত করে দুজনের বিষয়টি সমঝোতা করতে বলেন। পরে আরও এক ফুটবলারের সঙ্গে ঝামেলা বাঁধে তাঁর। বদলি হওয়ায় সেই ক্ষোভও ঝারেন খোলাখুলি।
বয়স কেবল ১৯! হয়তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজেকে আরও পরিণত করবেন ফাহামিদুল। সেটা খেলায় হোক বা আচরণে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে একটি ট্রেন্ড চলছে—১০ বছর আগে-পরে কার কেমন পরিবর্তন। বিরাট কোহলি যেন একটুও বদলাননি। ১০ বছর আগেও যেমন খ্যাপাটে ছিলেন, এখনো তা-ই। এখনো তিনি উইকেটে থাকা মানে ভারতের আশা জিইয়ে রাখা। আজ তেমনই এক ইনিংস খেললেন তিনি। তুলে নিয়েছেন ওয়ানডেতে ৫৪তম সেঞ্চুরি। কিন্তু এড়াতে পারেননি ভা
১১ মিনিট আগে
রংপুর রাইডার্সের কাছে হারের পরই নিশ্চিত হয়েছিল– ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলছে না ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে বিপিএল শেষ করল মোহাম্মদ মিঠুনের দল।
১৮ মিনিট আগে
কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে প্রতীক্ষিত জয়ের স্বাদ পেল বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে আজ ভুটানকে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখল সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন ফরোয়ার্ড মঈন আহমেদ।
১ ঘণ্টা আগে