ক্রীড়া ডেস্ক

যত কাণ্ড কাঠমান্ডুতে—গোয়েন্দা চরিত্র ফেলুদার এই গল্পের নামটাই এখন আপনাদের বেশি করে মনে পড়বে। কারণ সেই কাঠমাণ্ডুতে টানা দুবার বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। দুবারই টুর্নামেন্ট-সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা।
দশরথ রঙ্গশালার গ্যালারিকে স্তব্ধ করে গত রাতে ২০২৪ নারী সাফের শিরোপা জিতল বাংলাদেশ। শিরোপা ধরে রাখার মিশনে সফল বাংলাদেশের গোলরক্ষক রূপনাই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন। পুরস্কার জয়ের পর রূপনা মনে করিয়ে দিলেন ২০২২ ফুটবল বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসিকে। সাফের সেরা গোলরক্ষকের পুরস্কার হাতে নিয়ে মেসির মতো ভঙ্গিতে ছবি তুললেন রূপনা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রূপনা আজ সকালে সেই ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ সকাল বাংলাদেশ।’ বাক্যের পর বাংলাদেশের পতাকার ইমোজি দিয়েছেন এই গোলরক্ষক।
অপরাজিত হয়েই এবারের নারী সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ। সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ টুর্নামেন্টে করেছে ১৩ গোল। হজম করেছে ৪ গোল। টুর্নামেন্টজুড়ে বাংলাদেশের পোস্ট ‘চীনের মহাপ্রাচীরের’ মতো আগলে রাখেন রূপনা। ফাইনালেও নেপালের নিশ্চিত কিছু আক্রমণ প্রতিহত করেছেন বাংলাদেশের এই গোলরক্ষক।
চ্যাম্পিয়ন হওয়ার পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রূপনা টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ফেসবুকে পোস্ট করেন। গোলরক্ষক ইউনিট, গোলরক্ষক কোচ, সতীর্থদের কৃতিত্ব দিয়েছেন সেরা গোলরক্ষকের পুরস্কার জয়ী রূপনা।
২০২২ সালের ১৯ সেপ্টেম্বর নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সাবিনার নেতৃত্বাধীন সেই দলের কোচ ছিলেন গোলাম রব্বানী ছোটন। দুই বছর পর এবার পিটার বাটলারের হাত ধরে দ্বিতীয় সাফ জিতল বাংলাদেশ নারী ফুটবল দল।
এবার বাংলাদেশের সর্বোচ্চ ৫ গোল করেন তহুরা খাতুন। অধিনায়ক সাবিনা করেন ২ গোল। দুটি গোলই করেছেন তিনি সেমিফাইনালে ভুটানের বিপক্ষে। ভুটানকে সেমিতে ৭-১ গোলে বিধ্বস্ত করেছিল বাংলাদেশ।
সাবিনাদের চ্যাম্পিয়ন হওয়ার পরই অবশ্য গুডবাই বলে দিয়েছেন নারী দলের কোচ পিটার। ইংলিশ এই কোচের সঙ্গে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পরই কথা হয়। নেপালের কাঠমান্ডু থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে পিটার জানিয়েছেন মেয়াদ শেষ হলেই তিনি বাংলাদেশ ছাড়বেন। তবে গতকালের ফাইনালই মেয়েদের কোচ হিসেবে তাঁর শেষ ম্যাচ। পিটারের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম্বর।

যত কাণ্ড কাঠমান্ডুতে—গোয়েন্দা চরিত্র ফেলুদার এই গল্পের নামটাই এখন আপনাদের বেশি করে মনে পড়বে। কারণ সেই কাঠমাণ্ডুতে টানা দুবার বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। দুবারই টুর্নামেন্ট-সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা।
দশরথ রঙ্গশালার গ্যালারিকে স্তব্ধ করে গত রাতে ২০২৪ নারী সাফের শিরোপা জিতল বাংলাদেশ। শিরোপা ধরে রাখার মিশনে সফল বাংলাদেশের গোলরক্ষক রূপনাই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন। পুরস্কার জয়ের পর রূপনা মনে করিয়ে দিলেন ২০২২ ফুটবল বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসিকে। সাফের সেরা গোলরক্ষকের পুরস্কার হাতে নিয়ে মেসির মতো ভঙ্গিতে ছবি তুললেন রূপনা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রূপনা আজ সকালে সেই ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ সকাল বাংলাদেশ।’ বাক্যের পর বাংলাদেশের পতাকার ইমোজি দিয়েছেন এই গোলরক্ষক।
অপরাজিত হয়েই এবারের নারী সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ। সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ টুর্নামেন্টে করেছে ১৩ গোল। হজম করেছে ৪ গোল। টুর্নামেন্টজুড়ে বাংলাদেশের পোস্ট ‘চীনের মহাপ্রাচীরের’ মতো আগলে রাখেন রূপনা। ফাইনালেও নেপালের নিশ্চিত কিছু আক্রমণ প্রতিহত করেছেন বাংলাদেশের এই গোলরক্ষক।
চ্যাম্পিয়ন হওয়ার পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রূপনা টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ফেসবুকে পোস্ট করেন। গোলরক্ষক ইউনিট, গোলরক্ষক কোচ, সতীর্থদের কৃতিত্ব দিয়েছেন সেরা গোলরক্ষকের পুরস্কার জয়ী রূপনা।
২০২২ সালের ১৯ সেপ্টেম্বর নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সাবিনার নেতৃত্বাধীন সেই দলের কোচ ছিলেন গোলাম রব্বানী ছোটন। দুই বছর পর এবার পিটার বাটলারের হাত ধরে দ্বিতীয় সাফ জিতল বাংলাদেশ নারী ফুটবল দল।
এবার বাংলাদেশের সর্বোচ্চ ৫ গোল করেন তহুরা খাতুন। অধিনায়ক সাবিনা করেন ২ গোল। দুটি গোলই করেছেন তিনি সেমিফাইনালে ভুটানের বিপক্ষে। ভুটানকে সেমিতে ৭-১ গোলে বিধ্বস্ত করেছিল বাংলাদেশ।
সাবিনাদের চ্যাম্পিয়ন হওয়ার পরই অবশ্য গুডবাই বলে দিয়েছেন নারী দলের কোচ পিটার। ইংলিশ এই কোচের সঙ্গে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পরই কথা হয়। নেপালের কাঠমান্ডু থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে পিটার জানিয়েছেন মেয়াদ শেষ হলেই তিনি বাংলাদেশ ছাড়বেন। তবে গতকালের ফাইনালই মেয়েদের কোচ হিসেবে তাঁর শেষ ম্যাচ। পিটারের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম্বর।

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৩ মিনিট আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহ-সভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
৩৬ মিনিট আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
১ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
২ ঘণ্টা আগে