যুব সাফের সেমিফাইনাল
নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মালদ্বীপ হোক বা ভুটান—দ্বিতীয়ার্ধে কোনো ম্যাচেই ছন্দময় ফুটবল খেলতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ভুটানের বিপক্ষে অবশ্য গোল পেয়েছিল একটি, কিন্তু মালদ্বীপের আগে গোল হজম করতে হয়েছে দুটি। সেমিফাইনালের আগে বাংলাদেশের পারফরম্যান্স বিশ্লেষণ করলে বড় দুর্বলতা হিসেবে এটাই আগে চোখে পড়বে। তবে ভুল শুধরে দলকে প্রস্তুত করে তুলেছেন কোচ গোলাম রব্বানী ছোটন।
অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে ওঠে বাংলাদেশ। প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ২-২ গোলে ড্র করলেও শেষ ম্যাচে ভুটানকে হারায় ৩-০ গোলে।
শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়ে নেপালের শুরুটা ছিল দারুণ। কিন্তু পরের ম্যাচে স্বাগতিক ভারতের কাছে ৪-০ গোলে হারায় গ্রুপ রানার্সআপ হিসেবেই সেমিফাইনালের টিকিট কাটতে হয় তাদের। তবে নেপালকে হালকাভাবে নিচ্ছেন না কোচ ছোটন। গতকাল নেরিস্ট মাঠে অনুশীলনের সময় বাফুফের পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, ‘নেপালের দুর্বলতা ও শক্তিমত্তা নিয়ে আমরা কাজ করেছি। আমাদের ছেলেরা সেমিফাইনালের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। নেপাল ভালো দল, আমরাও ভালো।’
সেমিফাইনালের প্রস্তুতির জন্য চার দিন সময় পেয়েছে বাংলাদেশ। এই সময়ে নেপালকে যেমন চুলচেরা বিশ্লেষণ করেছে, নিজেদের নিয়েও ভেবেছে তারা। বিরতি সহায়তা করেছে নিজেদের সতেজ করে তুলতেও। ছোটন বলেন, ‘সেমিফাইনালে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হবে এবং আমরা জয়ের জন্য মাঠে নামব। সেমিফাইনালের আগে যে বিরতি পেয়েছি, তাতে আমরা আমাদের যে দুর্বলতা ছিল, সেটা নিয়ে কাজ করেছি।’
নেপাল ম্যাচ নিয়ে দলীয় প্রচেষ্টা নিয়েই বাড়তি জোর দিলেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। তিনি বলেন, ‘সেমিফাইনালের আগে শেষ অনুশীলন সেশন হয়েছে। আগামীকাল (আজ) সেমিফাইনালে আমাদের প্রতিপক্ষ নেপাল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন যার যার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে সবাই একটা দল হয়ে খেলতে পারি।’
বাংলাদেশ-নেপাল ম্যাচের পর আরেক সেমিফাইনালে একই দিন মালদ্বীপের বিপক্ষে লড়বে ভারত। গ্রুপ পর্বে দুই ম্যাচ মিলিয়ে প্রতিপক্ষের জালে ১২ গোল করেছে স্বাগতিকেরা। ভারত আজ মাঠে নামবে ফেবারিট হিসেবেই।

মালদ্বীপ হোক বা ভুটান—দ্বিতীয়ার্ধে কোনো ম্যাচেই ছন্দময় ফুটবল খেলতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ভুটানের বিপক্ষে অবশ্য গোল পেয়েছিল একটি, কিন্তু মালদ্বীপের আগে গোল হজম করতে হয়েছে দুটি। সেমিফাইনালের আগে বাংলাদেশের পারফরম্যান্স বিশ্লেষণ করলে বড় দুর্বলতা হিসেবে এটাই আগে চোখে পড়বে। তবে ভুল শুধরে দলকে প্রস্তুত করে তুলেছেন কোচ গোলাম রব্বানী ছোটন।
অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে ওঠে বাংলাদেশ। প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ২-২ গোলে ড্র করলেও শেষ ম্যাচে ভুটানকে হারায় ৩-০ গোলে।
শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়ে নেপালের শুরুটা ছিল দারুণ। কিন্তু পরের ম্যাচে স্বাগতিক ভারতের কাছে ৪-০ গোলে হারায় গ্রুপ রানার্সআপ হিসেবেই সেমিফাইনালের টিকিট কাটতে হয় তাদের। তবে নেপালকে হালকাভাবে নিচ্ছেন না কোচ ছোটন। গতকাল নেরিস্ট মাঠে অনুশীলনের সময় বাফুফের পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, ‘নেপালের দুর্বলতা ও শক্তিমত্তা নিয়ে আমরা কাজ করেছি। আমাদের ছেলেরা সেমিফাইনালের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। নেপাল ভালো দল, আমরাও ভালো।’
সেমিফাইনালের প্রস্তুতির জন্য চার দিন সময় পেয়েছে বাংলাদেশ। এই সময়ে নেপালকে যেমন চুলচেরা বিশ্লেষণ করেছে, নিজেদের নিয়েও ভেবেছে তারা। বিরতি সহায়তা করেছে নিজেদের সতেজ করে তুলতেও। ছোটন বলেন, ‘সেমিফাইনালে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হবে এবং আমরা জয়ের জন্য মাঠে নামব। সেমিফাইনালের আগে যে বিরতি পেয়েছি, তাতে আমরা আমাদের যে দুর্বলতা ছিল, সেটা নিয়ে কাজ করেছি।’
নেপাল ম্যাচ নিয়ে দলীয় প্রচেষ্টা নিয়েই বাড়তি জোর দিলেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। তিনি বলেন, ‘সেমিফাইনালের আগে শেষ অনুশীলন সেশন হয়েছে। আগামীকাল (আজ) সেমিফাইনালে আমাদের প্রতিপক্ষ নেপাল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন যার যার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে সবাই একটা দল হয়ে খেলতে পারি।’
বাংলাদেশ-নেপাল ম্যাচের পর আরেক সেমিফাইনালে একই দিন মালদ্বীপের বিপক্ষে লড়বে ভারত। গ্রুপ পর্বে দুই ম্যাচ মিলিয়ে প্রতিপক্ষের জালে ১২ গোল করেছে স্বাগতিকেরা। ভারত আজ মাঠে নামবে ফেবারিট হিসেবেই।

স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
২৯ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো কি ভারতে হবে নাকি শ্রীলঙ্কায়, তা নিয়ে এখনো জটিলতা কাটেনি। এরই মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিস্ফোরক এক বক্তব্য দিয়েছেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
৪ ঘণ্টা আগে