নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইয়েমেনের গোলের পথে বড় বাধা হয়ে ছিলেন মেহেদী হাসান শ্রাবণ। তাঁর বেশ কয়েকটি সেভে ১০ জন নিয়েও ১ পয়েন্ট প্রায় পেয়েই যাচ্ছিল বাংলাদেশ। কিন্তু ম্যাচের শেষ মিনিটে সেই শ্রাবণই বোকা বনে গেলেন। ইসাম আল আওয়ামির গোলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়েমেন। টানা দুই হারে বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূলপর্বে খেলার স্বপ্ন আর টিকে নেই বললেই চলে।
ম্যাচের আগের দিন ইয়েমেনকে সমতুল্য বলেছিলেন বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুন। কিন্তু মাঠে এর প্রতিফলন ঘটাতে পারেননি। ভিয়েতনামের ভিয়েত ত্রি স্টেডিয়ামে প্রথমার্ধে বাংলাদেশের খেলার ধরনই ছিল। সেখানে ইয়েমেন বক্সের ভেতর চেষ্টা করছিল বারবার। আগের ম্যাচের ব্যর্থতা ভুলে রক্ষণে রিমন চেষ্টা করেন নিজেকে মেলে ধরার। ১৮ মিনিটে দারুণ একটি ব্লক করেন তিনি। রক্ষণ ধরে রেখে পাল্টা আক্রমণে খেলার চেষ্টা করে বাংলাদেশ। কিন্তু সেভাবে বক্সে ঢুকতে পারেনি। ৩২ মিনিটে বক্সের বাইরে থেকে মোরসালিনের দূরপাল্লার শট ঠেকিয়ে দেন ইয়েমেন গোলরক্ষক ওসমাহ আলী মোকরেফ।
বিরতির পরও খেলার চিত্র বদলায়নি খুব একটা। এদিন মাঠে নামার সুযোগ পাননি কিউবা মিচেল। শুরুর একাদশে থেকে খুব একটা প্রভাব রাখতে পারেননি ফাহামিদুল ইসলাম। মেজাজ হারাচ্ছিলেন বারবার। দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে বিপদ তৈরির ভালো সুযোগ পেয়েছিলেন মিরাজুল ইসলাম। কিন্তু মোরসালিনের বাড়ানো দারুণ এক ক্রসে বলের ওপর নিয়ন্ত্রণই রাখতে পারেননি তিনি।
৭৭ মিনিটে ইয়েমেন অধিনায়ক ইমাদ হামুদের ফ্রি কিক কর্নারের বিনিময়ে রক্ষা করেন বাংলাদেশ গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। ৮৩ মিনিটে নাসের মোহাম্মেদ সালেহর বক্সের ভেতর থেকে নেওয়া শটও ঠেকান তিনি। ৮৭ মিনিটে হামজার মুখে লাথি মেরে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন মজিবর রহমান জনি। যার ফলে ১০ জনের দলে পরিণত হয় বাংলাদেশ। ৮৯ মিনিটে পরপর দুবার গোলের মুখ থেকে বাঁচান শ্রাবণ। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আর পেরে ওঠেননি তিনি। বক্সের ভেতর আব্দুল রহমান আল শামির কাটব্যাক থেকে গোলটি করেন ইসাম আল আওয়ামি। বাঁকানো শটে খুব সহজেই জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। বক্সের ভেতর থাকা বাংলাদেশের ৬ ফুটবলারের কেউই তাঁকে আটকাতে পারেননি। তাই প্রশ্ন ওঠে শেষ মুহূর্তে গোল হজম করার জুজু থেকে আদৌ কি কাটাতে পারবে বাংলাদেশ। দুই ম্যাচে দুই হারের পর শূন্য পয়েন্ট নিয়ে বাছাইয়ে ‘সি’ গ্রুপের তলানিতে আছে তারা। গ্রুপের অপর ম্যাচে আজ সিঙ্গাপুরের বিপক্ষে ভিয়েতনাম পয়েন্ট পেলেই নিশ্চিত হবে বাংলাদেশের বিদায়।

ইয়েমেনের গোলের পথে বড় বাধা হয়ে ছিলেন মেহেদী হাসান শ্রাবণ। তাঁর বেশ কয়েকটি সেভে ১০ জন নিয়েও ১ পয়েন্ট প্রায় পেয়েই যাচ্ছিল বাংলাদেশ। কিন্তু ম্যাচের শেষ মিনিটে সেই শ্রাবণই বোকা বনে গেলেন। ইসাম আল আওয়ামির গোলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়েমেন। টানা দুই হারে বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূলপর্বে খেলার স্বপ্ন আর টিকে নেই বললেই চলে।
ম্যাচের আগের দিন ইয়েমেনকে সমতুল্য বলেছিলেন বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুন। কিন্তু মাঠে এর প্রতিফলন ঘটাতে পারেননি। ভিয়েতনামের ভিয়েত ত্রি স্টেডিয়ামে প্রথমার্ধে বাংলাদেশের খেলার ধরনই ছিল। সেখানে ইয়েমেন বক্সের ভেতর চেষ্টা করছিল বারবার। আগের ম্যাচের ব্যর্থতা ভুলে রক্ষণে রিমন চেষ্টা করেন নিজেকে মেলে ধরার। ১৮ মিনিটে দারুণ একটি ব্লক করেন তিনি। রক্ষণ ধরে রেখে পাল্টা আক্রমণে খেলার চেষ্টা করে বাংলাদেশ। কিন্তু সেভাবে বক্সে ঢুকতে পারেনি। ৩২ মিনিটে বক্সের বাইরে থেকে মোরসালিনের দূরপাল্লার শট ঠেকিয়ে দেন ইয়েমেন গোলরক্ষক ওসমাহ আলী মোকরেফ।
বিরতির পরও খেলার চিত্র বদলায়নি খুব একটা। এদিন মাঠে নামার সুযোগ পাননি কিউবা মিচেল। শুরুর একাদশে থেকে খুব একটা প্রভাব রাখতে পারেননি ফাহামিদুল ইসলাম। মেজাজ হারাচ্ছিলেন বারবার। দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে বিপদ তৈরির ভালো সুযোগ পেয়েছিলেন মিরাজুল ইসলাম। কিন্তু মোরসালিনের বাড়ানো দারুণ এক ক্রসে বলের ওপর নিয়ন্ত্রণই রাখতে পারেননি তিনি।
৭৭ মিনিটে ইয়েমেন অধিনায়ক ইমাদ হামুদের ফ্রি কিক কর্নারের বিনিময়ে রক্ষা করেন বাংলাদেশ গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। ৮৩ মিনিটে নাসের মোহাম্মেদ সালেহর বক্সের ভেতর থেকে নেওয়া শটও ঠেকান তিনি। ৮৭ মিনিটে হামজার মুখে লাথি মেরে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন মজিবর রহমান জনি। যার ফলে ১০ জনের দলে পরিণত হয় বাংলাদেশ। ৮৯ মিনিটে পরপর দুবার গোলের মুখ থেকে বাঁচান শ্রাবণ। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আর পেরে ওঠেননি তিনি। বক্সের ভেতর আব্দুল রহমান আল শামির কাটব্যাক থেকে গোলটি করেন ইসাম আল আওয়ামি। বাঁকানো শটে খুব সহজেই জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। বক্সের ভেতর থাকা বাংলাদেশের ৬ ফুটবলারের কেউই তাঁকে আটকাতে পারেননি। তাই প্রশ্ন ওঠে শেষ মুহূর্তে গোল হজম করার জুজু থেকে আদৌ কি কাটাতে পারবে বাংলাদেশ। দুই ম্যাচে দুই হারের পর শূন্য পয়েন্ট নিয়ে বাছাইয়ে ‘সি’ গ্রুপের তলানিতে আছে তারা। গ্রুপের অপর ম্যাচে আজ সিঙ্গাপুরের বিপক্ষে ভিয়েতনাম পয়েন্ট পেলেই নিশ্চিত হবে বাংলাদেশের বিদায়।

শেষ হয়েছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের ম্যাচ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের ম্যাচ শেষে এখন প্লে অফের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।
২ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে একটি ট্রেন্ড চলছে—১০ বছর আগে-পরে কার কেমন পরিবর্তন। বিরাট কোহলি যেন একটুও বদলাননি। ১০ বছর আগেও যেমন খ্যাপাটে ছিলেন, এখনো তা-ই। এখনো তিনি উইকেটে থাকা মানে ভারতের আশা জিইয়ে রাখা। আজ তেমনই এক ইনিংস খেললেন তিনি। তুলে নিয়েছেন ওয়ানডেতে ৫৪তম সেঞ্চুরি। কিন্তু এড়াতে পারেননি ভা
৩ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের কাছে হারের পরই নিশ্চিত হয়েছিল– ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলছে না ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে বিপিএল শেষ করল মোহাম্মদ মিঠুনের দল।
৩ ঘণ্টা আগে
কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
৪ ঘণ্টা আগে