
দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। কাতার বিশ্বকাপে বসতে যাচ্ছে তারকা ফুটবলারদের মেলা। যাঁরা ব্যক্তিগত পারফরম্যান্সের আলোয় নিজেদের আলোকিত করবেন। আর দলকে ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সেই সব তারকাদের মধ্যে থেকে নিজের সেরা ফুটবলার পছন্দ করেছেন গ্যাব্রিয়েল জেসুস। ব্রাজিলিয়ান তারকার মতে, নেইমার তাঁর চোখে সেরা।
এখন পর্যন্ত যাঁদের সঙ্গে খেলেছেন তাঁদের মধ্যে নেইমারকে সেরা মনে করছেন জেসুস। আর্সেনালের এই তারকা ফরোয়ার্ড স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘২০১৬ সালের অলিম্পিকে আমরা প্রথমবার একসঙ্গে খেলেছি। এরপর অনেক ম্যাচ খেলেছি দুজনে। খেলোয়াড় হিসেবে, সে অবিশ্বাস্য। মনে করি, এখন পর্যন্ত যাদের সঙ্গে খেলেছি সেই সেরা। অবশ্যই এবং নিশ্চিতভাবেই।’
নেইমারে প্রতি তাঁর মুগ্ধতার কথাও জানিয়েছেন জেসুস। ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেছেন, ‘মাঠের বাইরেও তাকে ভালোবাসি। মাঠের বাইরে সে অসাধারণ মানুষ। সে খুবই বিনয়ী। তাকে পরিবারের সদস্য ও বন্ধু মনে হয়।’
মানুষ হিসেবে নেইমারের বিষয়ে জেসুস বলেছেন, ‘সে সব সময় মজা করে, নাচে ও গায়। সে অন্যতম একজন মজার মানুষ।’
২০০২ সালের বিশ্বকাপ জয়ের পর আর কোনো বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। শিরোপা জেতা তো দূরের কথা আর কোনো টুর্নামেন্টের ফাইনালেই উঠতে পারেনি সেলেসাওরা। এর ফলে দলটির একটি মিশন আটকিয়ে আছে। আর তা হলো ‘হেক্সা’।
‘হেক্সা’ মিশন সফল করার জন্য ২০১৪ সালে ঘরের মাটিতে বিশ্বকাপ খেলতে নেমেছিল ব্রাজিল। কিন্তু সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে যাওয়ায় তা ভেস্তে যায়। পরের বার ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপেও তা পূরণ করতে পারেনি।
এবার আর একটি বিশ্বকাপ শুরু হচ্ছে আর ৫ দিন পরেই। এ বিশ্বকাপে দলটি ছয়বারের মিশনটি পূরণ করতে পারবে কি না তা সময়ই বলে দেবে। তবে শিরোপার অন্যতম ফেবারিট হিসেবেই যাচ্ছে হলুদরা। আর এই মিশনে নেইমারকে কেন্দ্র করেই কৌশল সাজাচ্ছেন ব্রাজিল কোচ তিতে। ক্লাব ও জাতীয় দলের হয়ে এই মুহূর্তে দুর্দান্ত ছন্দেও আছেন ব্রাজিলের নাম্বার টেন।
২৪ নভেম্বর, সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করবে ব্রাজিল। ‘জি’ গ্রুপের বাকি দুই দল হচ্ছে সুইজারল্যান্ড ও ক্যামেরুন।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। কাতার বিশ্বকাপে বসতে যাচ্ছে তারকা ফুটবলারদের মেলা। যাঁরা ব্যক্তিগত পারফরম্যান্সের আলোয় নিজেদের আলোকিত করবেন। আর দলকে ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সেই সব তারকাদের মধ্যে থেকে নিজের সেরা ফুটবলার পছন্দ করেছেন গ্যাব্রিয়েল জেসুস। ব্রাজিলিয়ান তারকার মতে, নেইমার তাঁর চোখে সেরা।
এখন পর্যন্ত যাঁদের সঙ্গে খেলেছেন তাঁদের মধ্যে নেইমারকে সেরা মনে করছেন জেসুস। আর্সেনালের এই তারকা ফরোয়ার্ড স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘২০১৬ সালের অলিম্পিকে আমরা প্রথমবার একসঙ্গে খেলেছি। এরপর অনেক ম্যাচ খেলেছি দুজনে। খেলোয়াড় হিসেবে, সে অবিশ্বাস্য। মনে করি, এখন পর্যন্ত যাদের সঙ্গে খেলেছি সেই সেরা। অবশ্যই এবং নিশ্চিতভাবেই।’
নেইমারে প্রতি তাঁর মুগ্ধতার কথাও জানিয়েছেন জেসুস। ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেছেন, ‘মাঠের বাইরেও তাকে ভালোবাসি। মাঠের বাইরে সে অসাধারণ মানুষ। সে খুবই বিনয়ী। তাকে পরিবারের সদস্য ও বন্ধু মনে হয়।’
মানুষ হিসেবে নেইমারের বিষয়ে জেসুস বলেছেন, ‘সে সব সময় মজা করে, নাচে ও গায়। সে অন্যতম একজন মজার মানুষ।’
২০০২ সালের বিশ্বকাপ জয়ের পর আর কোনো বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। শিরোপা জেতা তো দূরের কথা আর কোনো টুর্নামেন্টের ফাইনালেই উঠতে পারেনি সেলেসাওরা। এর ফলে দলটির একটি মিশন আটকিয়ে আছে। আর তা হলো ‘হেক্সা’।
‘হেক্সা’ মিশন সফল করার জন্য ২০১৪ সালে ঘরের মাটিতে বিশ্বকাপ খেলতে নেমেছিল ব্রাজিল। কিন্তু সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে যাওয়ায় তা ভেস্তে যায়। পরের বার ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপেও তা পূরণ করতে পারেনি।
এবার আর একটি বিশ্বকাপ শুরু হচ্ছে আর ৫ দিন পরেই। এ বিশ্বকাপে দলটি ছয়বারের মিশনটি পূরণ করতে পারবে কি না তা সময়ই বলে দেবে। তবে শিরোপার অন্যতম ফেবারিট হিসেবেই যাচ্ছে হলুদরা। আর এই মিশনে নেইমারকে কেন্দ্র করেই কৌশল সাজাচ্ছেন ব্রাজিল কোচ তিতে। ক্লাব ও জাতীয় দলের হয়ে এই মুহূর্তে দুর্দান্ত ছন্দেও আছেন ব্রাজিলের নাম্বার টেন।
২৪ নভেম্বর, সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করবে ব্রাজিল। ‘জি’ গ্রুপের বাকি দুই দল হচ্ছে সুইজারল্যান্ড ও ক্যামেরুন।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৭ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৭ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১১ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১২ ঘণ্টা আগে