
রেফারিকে ঘুষি মারার পরই গ্রেপ্তার হয়েছিলেন আঙ্কারাগুচু ক্লাব সভাপতি ফারুক কোচা। এবার তাঁকে দেওয়া হয়েছে কঠিন শাস্তি। আজীবন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাঁর ওপর।
ফারুককে নিষিদ্ধ করার কথা গতকাল এক বিবৃবিতে জানিয়েছে তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ)। তাদের শৃঙ্খলা বোর্ড এমন (আজীবন নিষিদ্ধ) সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে আঙ্কারাগুচু ক্লাবকেও কঠিন শাস্তি দিয়েছে টিএফএফ। ক্লাবকে ৬৯ হাজার ডলার জরিমানা করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় তা ৭৫ লাখ ৫০ হাজার টাকা। একই সঙ্গে তাদের পাঁচ ম্যাচ খেলতে হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। আঙ্কারাগুচু ক্লাবের অন্যান্য কর্মকর্তারাও নিষেধাজ্ঞা পেয়েছেন। তাদেরকে সতর্ক করার পাশাপাশি জরিমানাও করা হয়েছে।
আঙ্কারার এরইয়ামান স্টেডিয়ামে তুরস্কের সুপার লিগে গত সোমবার মুখোমুখি হয়েছিল আঙ্কারাগুচু ও রাইজেসপোর। সেই ম্যাচে ১৪ মিনিটে অলিম্পিও মরুতানের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল আঙ্কারাগুচু। এরপর ৯০ মিনিটের পর অতিরিক্ত ৭ মিনিটে আদোলফো গাইচের গোলে সমতায় ফেরে রাইজেসপোর। রাইজেসপোরের সমতাসূচক গোলের পরই মাঠে যান আঙ্কারাগুচু ক্লাব সভাপতি কোচা। আঙ্কারাগুচু ক্লাব সভাপতি এরপর রেফারি হালিল ইউমুট মেলারের মুখে সজোরে ঘুষি মারেন। এরপরই তুরস্কের সুপার লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।
রেফারি মেলারের ওপর হামলার ঘটনায় ওঠে নিন্দার ঝড়। তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তায়িপ এরদোয়ান এক বিবৃতিতে বলেছিলেন, ‘আঙ্কারাগুচু-রাইজেসপোর ম্যাচে রেফারি হালিল ইউমুট মেলারের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। আমি তার দ্রুত আরোগ্য কমানা করছি। খেলাধুলা শান্তি ও ভ্রাতৃত্বের প্রতীক। তুরস্কের ফুটবলে আমরা কোনো রকম সহিংসতা মেনে নেব না।’

রেফারিকে ঘুষি মারার পরই গ্রেপ্তার হয়েছিলেন আঙ্কারাগুচু ক্লাব সভাপতি ফারুক কোচা। এবার তাঁকে দেওয়া হয়েছে কঠিন শাস্তি। আজীবন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাঁর ওপর।
ফারুককে নিষিদ্ধ করার কথা গতকাল এক বিবৃবিতে জানিয়েছে তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ)। তাদের শৃঙ্খলা বোর্ড এমন (আজীবন নিষিদ্ধ) সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে আঙ্কারাগুচু ক্লাবকেও কঠিন শাস্তি দিয়েছে টিএফএফ। ক্লাবকে ৬৯ হাজার ডলার জরিমানা করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় তা ৭৫ লাখ ৫০ হাজার টাকা। একই সঙ্গে তাদের পাঁচ ম্যাচ খেলতে হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। আঙ্কারাগুচু ক্লাবের অন্যান্য কর্মকর্তারাও নিষেধাজ্ঞা পেয়েছেন। তাদেরকে সতর্ক করার পাশাপাশি জরিমানাও করা হয়েছে।
আঙ্কারার এরইয়ামান স্টেডিয়ামে তুরস্কের সুপার লিগে গত সোমবার মুখোমুখি হয়েছিল আঙ্কারাগুচু ও রাইজেসপোর। সেই ম্যাচে ১৪ মিনিটে অলিম্পিও মরুতানের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল আঙ্কারাগুচু। এরপর ৯০ মিনিটের পর অতিরিক্ত ৭ মিনিটে আদোলফো গাইচের গোলে সমতায় ফেরে রাইজেসপোর। রাইজেসপোরের সমতাসূচক গোলের পরই মাঠে যান আঙ্কারাগুচু ক্লাব সভাপতি কোচা। আঙ্কারাগুচু ক্লাব সভাপতি এরপর রেফারি হালিল ইউমুট মেলারের মুখে সজোরে ঘুষি মারেন। এরপরই তুরস্কের সুপার লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।
রেফারি মেলারের ওপর হামলার ঘটনায় ওঠে নিন্দার ঝড়। তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তায়িপ এরদোয়ান এক বিবৃতিতে বলেছিলেন, ‘আঙ্কারাগুচু-রাইজেসপোর ম্যাচে রেফারি হালিল ইউমুট মেলারের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। আমি তার দ্রুত আরোগ্য কমানা করছি। খেলাধুলা শান্তি ও ভ্রাতৃত্বের প্রতীক। তুরস্কের ফুটবলে আমরা কোনো রকম সহিংসতা মেনে নেব না।’

ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এই সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা ও আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
৯ ঘণ্টা আগে
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে খুবই বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল নোয়াখালী এক্সপ্রেস। টানা ৬ হারে খাদের কিনারার পৌঁছে যায় তারা। অবশেষে বিপিএলে প্রথম জয়ের দেখা পেল নোয়াখালী। আজ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে হায়দার আলীর দল।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয় ঠিক কোথা থেকে আসে এনিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। গতকাল এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিশ্বকাপ ইস্যু নিয়ে কথা বলার সময় বলেন, ‘আমাদের ৯০-৯৫ শতাংশ রাজস্ব কিন্তু আইসিসি থেকে আসে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ সফরে গত নভেম্বর-ডিসেম্বরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে আয়ারল্যান্ড। সে সিরিজের দল নিয়েই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে আইরিশরা। আজ ছোট সংস্করণের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
৯ ঘণ্টা আগে